ETV Bharat / bharat

প্রত্যাঘাত, পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিল ভারত - PAKISTAN

আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

ফাইল ফোটো
author img

By

Published : Feb 26, 2019, 9:45 AM IST

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : মাস না ঘুরতেই প্রত্যাঘাত। ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অভিযান চালাল ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।

এরই মধ্যে পাকিস্তানের তরফে কয়েকটি ছবি সামনে আনা হয়েছে। তাদের দাবি, ভারতীয় বায়ুসেনা আকাশসীমা লঙ্ঘন করে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার পরিকল্পনা যে পাকিস্তানের মাটি থেকেই হয়েছে, তদন্তে নেমে তা পরিষ্কার হয়ে যায় NIA-র কাছে। উপযুক্ত জবাব যে ভারত দেবে, তা বার বার পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মাত্র ১২ দিন, তার মধ্যেই সীমান্তে অভিযান চালাল ভারত। গুঁড়িয়ে দিল জঙ্গিঘাঁটি। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

undefined

দিল্লি, ২৬ ফেব্রুয়ারি : মাস না ঘুরতেই প্রত্যাঘাত। ভোর রাতে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে অভিযান চালাল ভারতীয় বায়ুসেনা। গুঁড়িয়ে দিল একাধিক জঙ্গিঘাঁটি। ভারতীয় বায়ু সেনা সূত্রে খবর, আজ ভোর সাড়ে তিনটে নাগাদ পাক অধিকৃত কাশ্মীরে(POK) অভিযান চালানো হয়। ১০০০ কেজি বোমা নিক্ষেপ করে জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।

বায়ুসেনা সূত্রে খবর, বায়ুসেনার ১২ টি মিরাজ যুদ্ধবিমান এই অভিযানে অংশ নেয়। সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে বোমা নিক্ষেপ করা হয়। ধ্বংস করে দেওয়া হয় জঙ্গি ঘাঁটি।

এরই মধ্যে পাকিস্তানের তরফে কয়েকটি ছবি সামনে আনা হয়েছে। তাদের দাবি, ভারতীয় বায়ুসেনা আকাশসীমা লঙ্ঘন করে পাক অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়েছে।

১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় CRPF-র একটি কনভয়ে হামলা চালায় জঙ্গিরা। শহিদ হন ৪৫ জন জওয়ান। দায় স্বীকার করে জইশ-ই-মহম্মদ। হামলার পরিকল্পনা যে পাকিস্তানের মাটি থেকেই হয়েছে, তদন্তে নেমে তা পরিষ্কার হয়ে যায় NIA-র কাছে। উপযুক্ত জবাব যে ভারত দেবে, তা বার বার পরোক্ষভাবে বুঝিয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। মাত্র ১২ দিন, তার মধ্যেই সীমান্তে অভিযান চালাল ভারত। গুঁড়িয়ে দিল জঙ্গিঘাঁটি। সূত্রের খবর, জইশ-ই-মহম্মদের একাধিক ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় বায়ুসেনা।

undefined

New Delhi, Feb 25 (ANI): A day before the Supreme Court is slated to hear the Ayodhya title suit, BJP leader Subramanian Swamy on Monday moved a plea before the top court asserting that he has the fundamental right to offer prayer at the disputed site. Subsequently, Chief Justice of India (CJI) Ranjan Gogoi asked Swamy to be present in the court during the hearing of the Babri Masjid-Ram Janmabhoomi land dispute case on Tuesday. "According to the Constitution, I have the fundamental right to offer prayer there because faith says that Ram was born there. Faith cannot be questioned by a Supreme Court or the Constitution," Swamy told ANI. "I want that Court should decide about my fundamental right to offer prayer there. If it is decided then the government must provide my right to me. Rights of other parties pertain only to the right to property and compensation. Right to faith comes before these rights," said Swamy.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.