ETV Bharat / bharat

কোটায় হাসপাতালে 1 মাসে 100 শিশুর মৃত্যু, সরানো হল নার্সিং ইন চার্জকে - কোটা

23 ও 24 ডিসেম্বর ওই সরকারি হাসপাতালে 10টি শিশুর মৃত্যুর পরেই বিরোধীরা এনিয়ে সরব হয় । এই ঘটনায় রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে NCPCR (কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস) । হাসপাতালে ঘটনার তদন্তে আসে কমিশনের সদস্যরা ।

ছবি সৌজন্যে-Pixabay
ছবি সৌজন্যে-Pixabay
author img

By

Published : Jan 1, 2020, 11:50 PM IST

কোটা, 1 জানুয়ারি : রাজস্থানের কোটায় জে কে লন হসপিটালে গত 2 দিনে মৃত্যু হয়েছে 9টি শিশুর । এনিয়ে শুধু ডিসেম্বরেই ওই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 ।

23 ও 24 ডিসেম্বর ওই সরকারি হাসপাতালে 10টি শিশুর মৃত্যুর পরেই বিরোধীরা এনিয়ে সরব হয় । এই ঘটনায় রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে NCPCR (কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস) । হাসপাতালে ঘটনার তদন্তে আসে কমিশনের সদস্যরা ।

হাসপাতালের সুপার সুরেশ দুলারার দাবি, জন্মের সময় শিশুগুলির ওজন কম ছিল । মূলত সেই কারণে তাদের মৃত্যু হয়েছে । তিনি জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনার পর হাসপাতালের নিও নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্সিং ইন চার্জকে সরিয়ে দেওয়া হয়েছে ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু চিকিৎসার পরিকাঠামোর উন্নতি করা হয়েছে । হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ পরিকাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে । সেই কাজ 15 দিনের মধ্যে শেষ হবে । BJP-র সংসদীয় দলের তিন সদস্য লকেট চট্টোপাধ্যায়, কান্তা কারদাম ও জসকউর মিনা হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । তারপরেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয় ।

কোটা, 1 জানুয়ারি : রাজস্থানের কোটায় জে কে লন হসপিটালে গত 2 দিনে মৃত্যু হয়েছে 9টি শিশুর । এনিয়ে শুধু ডিসেম্বরেই ওই হাসপাতালে শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 100 ।

23 ও 24 ডিসেম্বর ওই সরকারি হাসপাতালে 10টি শিশুর মৃত্যুর পরেই বিরোধীরা এনিয়ে সরব হয় । এই ঘটনায় রাজ্য সরকারকে কারণ দর্শানোর নোটিস পাঠিয়েছে NCPCR (কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস) । হাসপাতালে ঘটনার তদন্তে আসে কমিশনের সদস্যরা ।

হাসপাতালের সুপার সুরেশ দুলারার দাবি, জন্মের সময় শিশুগুলির ওজন কম ছিল । মূলত সেই কারণে তাদের মৃত্যু হয়েছে । তিনি জানিয়েছেন, শিশু মৃত্যুর ঘটনার পর হাসপাতালের নিও নেটাল ইনটেনসিভ কেয়ার ইউনিটের নার্সিং ইন চার্জকে সরিয়ে দেওয়া হয়েছে ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, শিশু চিকিৎসার পরিকাঠামোর উন্নতি করা হয়েছে । হাসপাতালের সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ পরিকাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে । সেই কাজ 15 দিনের মধ্যে শেষ হবে । BJP-র সংসদীয় দলের তিন সদস্য লকেট চট্টোপাধ্যায়, কান্তা কারদাম ও জসকউর মিনা হাসপাতাল পরিদর্শনে গিয়ে পরিকাঠামো নিয়ে উদ্বেগ প্রকাশ করেন । তারপরেই সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয় ।

Moradabad (UP), Jan 01 (ANI): In a unique experiment to manage the waste production, biodegradable plants have been installed at Moradabad railway station. The plant has been put up in collaboration with an NGO. Employees running this system informed that they collect waste from the station and prepare compost out of it. The compost is later used in plants around the railway station.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.