ETV Bharat / bharat

মাসের পর মাস ধর্ষণে অন্তঃসত্ত্বা ১০-এর কিশোরী, অভিযুক্ত প্রতিবেশী কিশোর - rape

কিশোরীকে ধর্ষণে অভিযুক্ত বছর ১২-র কিশোর। ওই কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি জানাজানি হয়।

ছবিটি প্রতীকী (ফোটো সৌজন্য : পিক্সাবে)
author img

By

Published : Mar 3, 2019, 2:15 AM IST

পালগড় (মহারাষ্ট্র), ৩ মার্চ : কিছুদিন ধরে পেটে ব্যথা করছিল। বাবা, মা চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে জানাজানি হয় বিষয়টি। বছর ১০-র কিশোরী বলে দেয়, কীভাবে ৪ মাস ধরে ধর্ষণ করেছে প্রতিবেশী কিশোর। অভিযুক্তের বয়স ১২। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের পালগড়ের।

পুলিশ অফিসার জানিয়েছেন, দু'জনেই নাবালক। অভিযোগ অনুযায়ী, ওই কিশোর চারমাস ধরে কিশোরীকে ধর্ষণ করেছে। এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পালগড় (মহারাষ্ট্র), ৩ মার্চ : কিছুদিন ধরে পেটে ব্যথা করছিল। বাবা, মা চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে জানাজানি হয় বিষয়টি। বছর ১০-র কিশোরী বলে দেয়, কীভাবে ৪ মাস ধরে ধর্ষণ করেছে প্রতিবেশী কিশোর। অভিযুক্তের বয়স ১২। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি মহারাষ্ট্রের পালগড়ের।

পুলিশ অফিসার জানিয়েছেন, দু'জনেই নাবালক। অভিযোগ অনুযায়ী, ওই কিশোর চারমাস ধরে কিশোরীকে ধর্ষণ করেছে। এর ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে সে। এখনও পর্যন্ত অভিযুক্তকে আটক করা হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Cornella, Spain. 2nd March 2019 - and SNTV FILE.
++FOR OUR MANDARIN SPEAKING CLIENTS++
++OVERLAY IS SNTV MATERIAL - 29th January 2019++
1. 00:00 SOUNDBITE (Mandarin): Wu Lei, Espanyol forward
2. 00:34 SOUNDBITE (Mandarin): Wu Lei, Espanyol forward
3. 01:03 SOUNDBITE (Mandarin): Wu Lei, Espanyol forward
SOURCE: 01:40
DURATION: RCD Espanyol / SNTV
STORYLINE:
Reaction from Wu Lei after he netted in Espanyol's 3-1 win against Valladolid to become the first Chinese player to score in the Spanish league.

For All Latest Updates

TAGGED:

rapepregnant
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.