ETV Bharat / bharat

দিল্লিতে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত 10 মাসের শিশু

author img

By

Published : Jun 8, 2020, 3:51 PM IST

দিল্লির তিলকনগরে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত এক 10 মাসের শিশু ৷ শিশুটিকে দীন দয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷

10-Month-Old Girl Crushed To Death As Delhi Man Reversed Mercedes SUV
দিল্লিতে প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত 10 মাসের একটি শিশু

দিল্লি, 8 জুন : প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু 10 মাসের শিশুর ৷ দিল্লির তিলক নগরের ঘটনা ৷ জানা গেছে, শিশুটির নাম রাধিকা ৷ সে বাড়ির বাইরে পার্কিংয়ে খেলা করছিল ৷ পার্কিংয়ের বাইরেই রাখা ছিল গাড়িটি ৷ সেটি একটি মার্সি়ডিজ় বেনজ় স্পোর্টস ইউটিলিটি (SUV) গাড়ির ৷ সেই সময় হঠাৎই গাড়িটি বের করতে গিয়ে পিছনে সরায় অখিলেশ নামের এক ব্যক্তি ৷ তখনই চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশুটি ৷

পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দীপক পুরোহিত জানিয়েছেন , বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই অখিলেশ নামের ব্যক্তি শিশুটিকে লক্ষ্য না করেই গাড়ি পিছনদিকে নিয়ে যাচ্ছিল ৷

এরপর ওই শিশুটিকে তড়িঘড়ি দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ জানা গিয়েছে, ওই শিশুটির বাবা একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ৷ ওই ঘাতক গাড়িটির মালিকের নাম যশবীর সিং ৷ তাঁর এলিভেটরের ব্যবসা আছে ৷

পুলিশ জানিয়েছে, ফরেনসিক দপ্তর ওই ঘটনার তদন্ত করছে ৷ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

দিল্লি, 8 জুন : প্রাইভেট গাড়ির ধাক্কায় মৃত্যু 10 মাসের শিশুর ৷ দিল্লির তিলক নগরের ঘটনা ৷ জানা গেছে, শিশুটির নাম রাধিকা ৷ সে বাড়ির বাইরে পার্কিংয়ে খেলা করছিল ৷ পার্কিংয়ের বাইরেই রাখা ছিল গাড়িটি ৷ সেটি একটি মার্সি়ডিজ় বেনজ় স্পোর্টস ইউটিলিটি (SUV) গাড়ির ৷ সেই সময় হঠাৎই গাড়িটি বের করতে গিয়ে পিছনে সরায় অখিলেশ নামের এক ব্যক্তি ৷ তখনই চাকায় পিষ্ট হয়ে মারা যায় শিশুটি ৷

পশ্চিম দিল্লির ডেপুটি পুলিশ কমিশনার দীপক পুরোহিত জানিয়েছেন , বিষয়টি নিয়ে তদন্ত চলছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ওই অখিলেশ নামের ব্যক্তি শিশুটিকে লক্ষ্য না করেই গাড়ি পিছনদিকে নিয়ে যাচ্ছিল ৷

এরপর ওই শিশুটিকে তড়িঘড়ি দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে ৷ জানা গিয়েছে, ওই শিশুটির বাবা একজন নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ৷ ওই ঘাতক গাড়িটির মালিকের নাম যশবীর সিং ৷ তাঁর এলিভেটরের ব্যবসা আছে ৷

পুলিশ জানিয়েছে, ফরেনসিক দপ্তর ওই ঘটনার তদন্ত করছে ৷ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের পর দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.