ETV Bharat / bharat

শ্রীনগরে গ্রেনেড হামলা, হত 1, জখম 24 - kashmir latest news

নগরের মৌলানা আজাদ রোডে গ্রেনেড হামলা ৷ মৃত্যু হয়েছে একজনের ৷ আহত হয়েছেন 24 জন ৷

শ্রীনগরে গ্রেনেড হামলা, জখম একাধিক
author img

By

Published : Nov 4, 2019, 2:13 PM IST

Updated : Nov 4, 2019, 3:36 PM IST

শ্রীনগর, 4 নভেম্বর : সোপোরের পর শ্রীনগর ৷ এবার লালচকে গ্রেনেড হামলা ৷ ঘটনায় মৃত্যু হল এক জনের ৷ আহত আরও 24 ৷ তাঁদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷

এই নিয়ে দু'সপ্তাহে তিনবার ৷ গ্রেনেড হামলায় কেঁপে উঠল উপত্যকা ৷ 1 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ তার ঠিক তিনদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ আজ দুপুর 1টা 20 নাগাদ হরি সিং হাইস্ট্রিটের সবজি বাজারে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 24 জন জখম হন ৷ তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে দু'জনের মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো

এর আগে, শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা হয়েছিল ৷ ঘটনায় ছ'জন CRPF জওয়ান জখম হন ৷

শ্রীনগর, 4 নভেম্বর : সোপোরের পর শ্রীনগর ৷ এবার লালচকে গ্রেনেড হামলা ৷ ঘটনায় মৃত্যু হল এক জনের ৷ আহত আরও 24 ৷ তাঁদের শ্রী মহারাজা হরি সিং হাসপাতালে ভরতি করা হয়েছে ৷ হামলাকারীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে নিরাপত্তা বাহিনী ৷

এই নিয়ে দু'সপ্তাহে তিনবার ৷ গ্রেনেড হামলায় কেঁপে উঠল উপত্যকা ৷ 1 নভেম্বর কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ ৷ তার ঠিক তিনদিন পরেই শ্রীনগরে গ্রেনেড হামলা ৷ আজ দুপুর 1টা 20 নাগাদ হরি সিং হাইস্ট্রিটের সবজি বাজারে গ্রেনেড হামলা হয় ৷ ঘটনায় 24 জন জখম হন ৷ তাঁদের তড়িঘড়ি হাসপাতালে ভরতি করা হয় ৷ পরে দু'জনের মৃত্যু হয় ৷

দেখুন ভিডিয়ো

এর আগে, শ্রীনগরের করণনগরে গ্রেনেড হামলা হয়েছিল ৷ ঘটনায় ছ'জন CRPF জওয়ান জখম হন ৷

New Delhi, Oct 31 (ANI): Railways Minister Piyush Goyal on October 30 stated that Indian Railways is willing to offer surplus land to the state governments for setting up industries in order to help the economy grow faster. "Railways has huge amount of land and we are willing to offer it to governments for faster economic growth," said Piyush Goyal. Piyush Goyal attended a conference organised by the commerce ministry and the Confederation of Indian Industry (CII) on October 30 in Delhi.
Last Updated : Nov 4, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.