ETV Bharat / bharat

বিশ্বে 10 জনের মধ্যে একজন কোরোনায় আক্রান্ত : WHO - কোরোনা নিয়ে WHO

বিশ্বে প্রতি 10 জনের মধ্যে একজনের শরীরে কোরোনার হদিশ মিলেছে । কোরোনা আক্রান্তের সংখ্যা এক এক জায়গায় এক এক রকম । গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা একেবারেই আলাদা ।

WHO
WHO
author img

By

Published : Oct 5, 2020, 9:27 PM IST

জেনেভা, 5 অক্টোবর : বিশ্বে প্রতি 10 জনে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছে । বিশ্বের মোট জনসংখ্যার একটা বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে । WHO-এর তরফে এমনটাই জানালেন ড: মিশেল রায়ান ।

কোরোনার জন্য WHO-এর গঠন করা 34 সদস্যের এগজ়িকিউটিভ বোর্ডের বৈঠক ছিল আজ । WHO-এর মতে, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা একেবারে আলাদা ।

তিনি বলেন, " বিশ্বে প্রতি 10 জনের মধ্যে একজনের শরীরে কোরোনার হদিশ মিলেছে । কোরোনা আক্রান্তের সংখ্যা এক এক জায়গায় এক এক রকম । গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা একেবারেই আলাদা । বিশ্বের মোট জনসংখ্যার একটা বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে ।"

বিশ্বে প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এখনও পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটি পার করেছে । মৃত্যু হয়েছে 10 লাখ 41 হাজার 537 জনের ।

এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 76 লাখ 36 হাজার 912 । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 লাখ 17 হাজার 611 জনের । কোরোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে এখনও পর্যন্ত 66 লাখ 22 হাজার 180 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 1 লাখ 2 হাজার 685 জনের । যদিও বিশ্বে কোরোনা মুক্তের হারে শীর্ষে রয়েছে ভারত । ইতিমধ্যেই প্রায় 55 লাখের উপর মানুষ কোরোনামুক্ত হয়েছে ।

জেনেভা, 5 অক্টোবর : বিশ্বে প্রতি 10 জনে একজন করে কোরোনায় আক্রান্ত হচ্ছে । বিশ্বের মোট জনসংখ্যার একটা বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে । WHO-এর তরফে এমনটাই জানালেন ড: মিশেল রায়ান ।

কোরোনার জন্য WHO-এর গঠন করা 34 সদস্যের এগজ়িকিউটিভ বোর্ডের বৈঠক ছিল আজ । WHO-এর মতে, গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা একেবারে আলাদা ।

তিনি বলেন, " বিশ্বে প্রতি 10 জনের মধ্যে একজনের শরীরে কোরোনার হদিশ মিলেছে । কোরোনা আক্রান্তের সংখ্যা এক এক জায়গায় এক এক রকম । গ্রামাঞ্চল ও শহরাঞ্চলে কোরোনা আক্রান্তের সংখ্যা একেবারেই আলাদা । বিশ্বের মোট জনসংখ্যার একটা বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে ।"

বিশ্বে প্রতিদিন কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে । এখনও পর্যন্ত বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটি পার করেছে । মৃত্যু হয়েছে 10 লাখ 41 হাজার 537 জনের ।

এখনও পর্যন্ত কোরোনা আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে অ্যামেরিকা । সেখানে মোট আক্রান্তের সংখ্যা 76 লাখ 36 হাজার 912 । কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 2 লাখ 17 হাজার 611 জনের । কোরোনা আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত । দেশে এখনও পর্যন্ত 66 লাখ 22 হাজার 180 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । মৃত্যু হয়েছে 1 লাখ 2 হাজার 685 জনের । যদিও বিশ্বে কোরোনা মুক্তের হারে শীর্ষে রয়েছে ভারত । ইতিমধ্যেই প্রায় 55 লাখের উপর মানুষ কোরোনামুক্ত হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.