ETV Bharat / bharat

'বিজেপির ঘৃণার চিহ্ন মণিপুর', ভারত জোড়ো ন্যায় যাত্রার আগে মন্তব্য রাহুলের - Congerss

Congress Bharat Jodo Nyaya Yatra: মণিপুরের থৌউবা থেকে সূচনা হল ভারত জোড়ো ন্যায় যাত্রার ৷ তার আগে বিজেপিকে কড়া আক্রমণ করল কংগ্রেস ৷

ETV Bharat
ভারত জোড়ো ন্যায় যাত্রা
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 4:33 PM IST

Updated : Jan 14, 2024, 5:55 PM IST

ইম্ফল, 14 জানুয়ারি: "মোদিজি সমুদ্রের উপর দিয়ে ঘুরে বেড়ান, সমুদ্রের নীচ দিয়েও ঘুরে বেড়ান ৷ কিন্তু তিনি একবারও মণিপুরে আসতে পারেননি", বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ রবিবার দেশের উত্তর-পূর্বের রাজ্যটি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হল ৷ সেখান থেকেই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন অশীতিপর নেতা খাড়গে ৷

রবিবার দুপুরে মণিপুরের থৌবল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হল ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের অন্য নেতারা ৷

  • #WATCH | Manipur | Congress MP Rahul Gandhi interacts with people briefly as the Bharat Jodo Nyay Yatra continues.

    He kickstarted the Yatra from Thoubal this evening. pic.twitter.com/UlQr18FQWK

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাত্রা শুরুর আগে সভায় কংগ্রেস সভাপতি উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ গঠনে কংগ্রেসের ভূমিকার কথা তুলে ধরেন ৷ বিশেষত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, এবং দেশের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী রাজীব গান্ধির অবদানের কথা বলেন ৷

মল্লিকার্জুন খাড়গে বলেন, "মণিপুর স্বাধীন হয় 1949 সালে ৷ 1952 সালে নাগালন্যান্ড, 1972 সালে মণিপুর, মেঘালয়, ত্রিপুরাকে রাজ্যের স্বীকৃতি দিয়েছে কংগ্রেস ৷ কংগ্রেসের সময়কালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধির সময়ে মিজোরাম ও অরুণাচল প্রদেশ রাজ্যের স্বীকৃতি পেয়েছে ৷ এদিকে ক্ষমতায় এসে বিজেপি রেল প্রজেক্ট-সহ বিভিন্ন প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ৷"

এদিন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি মণিপুর প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আপনাদের কাছে আসেননি ৷ 2004 সাল থেকে আমি সক্রিয় রাজনীতি করছি ৷ 29 জুন আমি মণিপুরে এসেছিলাম ৷ দেখলাম, প্রশাসনের পুরো পরিকাঠামোটাই ভেঙে পড়েছে ৷ এর আগে এমনটা দেখিনি ৷" এদিন তিনি খোংজোম ওয়ার মেমোরিয়ালে গিয়ে যুদ্ধে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাহুল ৷ বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি সরকারের ঘৃণার চিহ্ন এই মণিপুর ৷ বিজেপি, আরএসএস মনে করে মণিপুর ভারতের বাইরে অবস্থিত ৷"

এবারের ভারত জোড়ো ন্যায় যাত্রা কিছুটা বাসে এবং কিছুটা পায়ে হেঁটে হবে বলে জানালেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "সামনে লোকসভা নির্বাচন ৷ পায়ে হেঁটে মণিপুর থেকে মুম্বই যেতে অনেকটা সময় লেগে যাবে ৷ কিন্তু নির্বাচনের জন্য সেই সময় আমাদের হাতে নেই ৷ তাই এই যাত্রা হাইব্রিড মোডে হবে, অর্থাৎ কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাসে করা হবে ৷ যাতে কম সময়ে শেষ করা যায় ৷"

মণিপুর থেকে মুম্বই পর্যন্ত 67 দিন ধরে এই যাত্রা হবে ৷ তাতে 15টি রাজ্যের 110 টি জেলার মধ্যে দিয়ে 6 হাজার 700 কিলোমিটার পথ অতিক্রম করবেন কংগ্রেস সাংসদ রাহুল ও অন্য কংগ্রেস নেতারা ৷ রবিবার মণিপুরের ইম্ফলের সেকমাইতেই রাত কাটাবে ভারতো জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীরা ৷

আরও পড়ুন:

  1. অনুমতি দিল রাজ্য সরকার, মণিপুর থেকে শর্তসাপেক্ষে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা
  2. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'
  3. 55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়

ইম্ফল, 14 জানুয়ারি: "মোদিজি সমুদ্রের উপর দিয়ে ঘুরে বেড়ান, সমুদ্রের নীচ দিয়েও ঘুরে বেড়ান ৷ কিন্তু তিনি একবারও মণিপুরে আসতে পারেননি", বললেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ৷ রবিবার দেশের উত্তর-পূর্বের রাজ্যটি থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হল ৷ সেখান থেকেই এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে এমন মন্তব্য করেন অশীতিপর নেতা খাড়গে ৷

রবিবার দুপুরে মণিপুরের থৌবল থেকে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা হল ৷ সেখানে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি, লোকসভার কংগ্রেস নেতা অধীর চৌধুরী, কংগ্রেস-শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের অন্য নেতারা ৷

  • #WATCH | Manipur | Congress MP Rahul Gandhi interacts with people briefly as the Bharat Jodo Nyay Yatra continues.

    He kickstarted the Yatra from Thoubal this evening. pic.twitter.com/UlQr18FQWK

    — ANI (@ANI) January 14, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যাত্রা শুরুর আগে সভায় কংগ্রেস সভাপতি উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ গঠনে কংগ্রেসের ভূমিকার কথা তুলে ধরেন ৷ বিশেষত দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু, প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, এবং দেশের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী রাজীব গান্ধির অবদানের কথা বলেন ৷

মল্লিকার্জুন খাড়গে বলেন, "মণিপুর স্বাধীন হয় 1949 সালে ৷ 1952 সালে নাগালন্যান্ড, 1972 সালে মণিপুর, মেঘালয়, ত্রিপুরাকে রাজ্যের স্বীকৃতি দিয়েছে কংগ্রেস ৷ কংগ্রেসের সময়কালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধির সময়ে মিজোরাম ও অরুণাচল প্রদেশ রাজ্যের স্বীকৃতি পেয়েছে ৷ এদিকে ক্ষমতায় এসে বিজেপি রেল প্রজেক্ট-সহ বিভিন্ন প্রজেক্ট বন্ধ করে দিয়েছে ৷"

এদিন কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধি মণিপুর প্রসঙ্গে বলেন, "প্রধানমন্ত্রী আজ পর্যন্ত আপনাদের কাছে আসেননি ৷ 2004 সাল থেকে আমি সক্রিয় রাজনীতি করছি ৷ 29 জুন আমি মণিপুরে এসেছিলাম ৷ দেখলাম, প্রশাসনের পুরো পরিকাঠামোটাই ভেঙে পড়েছে ৷ এর আগে এমনটা দেখিনি ৷" এদিন তিনি খোংজোম ওয়ার মেমোরিয়ালে গিয়ে যুদ্ধে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা জানান রাহুল ৷ বিজেপি সরকারকে আক্রমণ করে তিনি বলেন, "বিজেপি সরকারের ঘৃণার চিহ্ন এই মণিপুর ৷ বিজেপি, আরএসএস মনে করে মণিপুর ভারতের বাইরে অবস্থিত ৷"

এবারের ভারত জোড়ো ন্যায় যাত্রা কিছুটা বাসে এবং কিছুটা পায়ে হেঁটে হবে বলে জানালেন রাহুল গান্ধি ৷ তিনি বলেন, "সামনে লোকসভা নির্বাচন ৷ পায়ে হেঁটে মণিপুর থেকে মুম্বই যেতে অনেকটা সময় লেগে যাবে ৷ কিন্তু নির্বাচনের জন্য সেই সময় আমাদের হাতে নেই ৷ তাই এই যাত্রা হাইব্রিড মোডে হবে, অর্থাৎ কিছুটা পায়ে হেঁটে এবং কিছুটা বাসে করা হবে ৷ যাতে কম সময়ে শেষ করা যায় ৷"

মণিপুর থেকে মুম্বই পর্যন্ত 67 দিন ধরে এই যাত্রা হবে ৷ তাতে 15টি রাজ্যের 110 টি জেলার মধ্যে দিয়ে 6 হাজার 700 কিলোমিটার পথ অতিক্রম করবেন কংগ্রেস সাংসদ রাহুল ও অন্য কংগ্রেস নেতারা ৷ রবিবার মণিপুরের ইম্ফলের সেকমাইতেই রাত কাটাবে ভারতো জোড়ো ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীরা ৷

আরও পড়ুন:

  1. অনুমতি দিল রাজ্য সরকার, মণিপুর থেকে শর্তসাপেক্ষে ভারত জোড়ো ন্যায় যাত্রার সূচনা
  2. 'অযোধ্যায় রাম মন্দির নির্মাণে খুশি 74% মুসলমান, তাঁদের চোখে মোদিই দেশের সফলতম প্রধানমন্ত্রী'
  3. 55 বছরের সম্পর্কে ইতি টেনে হাত ছাড়লেন মিলিন্দ দেওরা, যোগ দেবেন শিবসেনায়
Last Updated : Jan 14, 2024, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.