ETV Bharat / bharat

Nasal Covid Vaccine Price: নেজাল কোভিড টিকার দামে অনুমোদন কেন্দ্রের, সরকারি ও বেসরকারি হাসপাতালে কত পড়বে?

ভারত বায়োটেকের (Bharat Biotech) নেজাল কোভিড টিকার (Nasal Covid Vaccine Price) দামে অনুমোদন দিল কেন্দ্র ৷ সরকারি হাসপাতালে এর দাম পড়বে 325 টাকা ও বেসরকারি হাসপাতালে দাম পড়বে 800 টাকা (Coronavirus in India)৷

nasal Covid vaccine iNCOVACC
নেজাল কোভিড টিকা ইনকোভ্যাক
author img

By

Published : Dec 27, 2022, 4:22 PM IST

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভারত বায়োটেকের (Bharat Biotech) অনুনাসিক কোভিড-19 টিকা (Nasal Covid Vaccine Price) iNCOVACC-এর দামে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ৷ এই টিকা 18 বছরের বেশি বয়সিদের জন্য বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে ৷ বেসরকারি হাসপাতালে এর দাম হবে 800 টাকা এবং সরকারি হাসপাতালে দাম হবে 325 টাকা । iNCOVACC® ভ্যাকসিন জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে দেশে চালু হবে ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে, যাঁরা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন গ্রহণ করেছেন, তাঁরা হেটেরোলগাস বুস্টার ডোজ হিসাবে এই নেজাল ভ্যাকসিন নিতে পারেন । ইনকোভ্যাক (iNCOVACC) ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং 18 বছরের বেশি বয়সিদের জন্য এটি হেটেরোলজাস বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে । এই টিকা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও ৷ বিশ্বের প্রথম ইন্ট্রানেজাল ভ্যাকসিন iNCOVACC® প্রাথমিক সিরিজ এবং হেটেরোলগাস বুস্টার উভয় ক্ষেত্রেই অনুমোদন পেয়েছে । এটি বিশ্বের প্রথম ইন্ট্রানেজাল ভ্যাকসিন যা কোভিডের প্রাথমিক 2-ডোজের শিডিউল এবং হেটেরোলগাস বুস্টার ডোজের জন্য অনুমোদন পেয়েছে (Coronavirus in India)।

ইনকোভ্যাক টিকা এর আগে প্রাথমিক 2-ডোজের সময়সূচির জন্য 18 বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের অনুমোদন পেয়েছিল । ভারত জুড়ে 14টি ট্রায়াল সাইটে সুরক্ষা সংক্রান্ত 3,100টি বিষয়ে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল পরিচালিত হয়েছে । এই টিকার জন্য কোউইন প্ল্যাটফর্মেও পরিবর্তন করা হবে ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিদেশিনী, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-19 পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্বে কোভিড-19-এর জনস্বাস্থ্যের পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং জিনোম সিকোয়েন্সিং ও পরীক্ষা-নীরিক্ষার উপর জোর দিতে নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে চিন-সহ কয়েকটি দেশে কোভিড-19-এ সংক্রমণ বৃদ্ধির পটভূমিতে এই উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয় ।

প্রধানমন্ত্রী মোদি দেশের কোভিড-19 পরিস্থিতি, স্বাস্থ্য পরিকাঠামো ও সরবরাহের প্রস্তুতি এবং দেশে টিকাদান অভিযানের অবস্থা মূল্যায়ন করেছেন । তিনি নতুন কোভিড-19 রূপগুলির উত্থান এবং জনস্বাস্থ্যে তার প্রভাবগুলিও মূল্যায়ন করেছেন । গত দুই দিন ধরে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে কোভিড-19-এর প্রস্তুতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য শীর্ষ চিকিত্সকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।

নয়াদিল্লি, 27 ডিসেম্বর: ভারত বায়োটেকের (Bharat Biotech) অনুনাসিক কোভিড-19 টিকা (Nasal Covid Vaccine Price) iNCOVACC-এর দামে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার ৷ এই টিকা 18 বছরের বেশি বয়সিদের জন্য বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে ৷ বেসরকারি হাসপাতালে এর দাম হবে 800 টাকা এবং সরকারি হাসপাতালে দাম হবে 325 টাকা । iNCOVACC® ভ্যাকসিন জানুয়ারির চতুর্থ সপ্তাহ থেকে দেশে চালু হবে ।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক বলেছে যে, যাঁরা কোভিশিল্ড এবং কোভ্যাকসিন গ্রহণ করেছেন, তাঁরা হেটেরোলগাস বুস্টার ডোজ হিসাবে এই নেজাল ভ্যাকসিন নিতে পারেন । ইনকোভ্যাক (iNCOVACC) ভারত সরকার দ্বারা অনুমোদিত এবং 18 বছরের বেশি বয়সিদের জন্য এটি হেটেরোলজাস বুস্টার ডোজ হিসাবে ব্যবহার করা হবে । এই টিকা পাওয়া যাবে বেসরকারি হাসপাতালেও ৷ বিশ্বের প্রথম ইন্ট্রানেজাল ভ্যাকসিন iNCOVACC® প্রাথমিক সিরিজ এবং হেটেরোলগাস বুস্টার উভয় ক্ষেত্রেই অনুমোদন পেয়েছে । এটি বিশ্বের প্রথম ইন্ট্রানেজাল ভ্যাকসিন যা কোভিডের প্রাথমিক 2-ডোজের শিডিউল এবং হেটেরোলগাস বুস্টার ডোজের জন্য অনুমোদন পেয়েছে (Coronavirus in India)।

ইনকোভ্যাক টিকা এর আগে প্রাথমিক 2-ডোজের সময়সূচির জন্য 18 বছর বা তার বেশি বয়সের নাগরিকদের জন্য জরুরি পরিস্থিতিতে সীমাবদ্ধ ব্যবহারের অনুমোদন পেয়েছিল । ভারত জুড়ে 14টি ট্রায়াল সাইটে সুরক্ষা সংক্রান্ত 3,100টি বিষয়ে এই টিকার তৃতীয় ধাপের ট্রায়াল পরিচালিত হয়েছে । এই টিকার জন্য কোউইন প্ল্যাটফর্মেও পরিবর্তন করা হবে ।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত বিদেশিনী, বিমানবন্দর থেকে নিয়ে যাওয়া হল বেলেঘাটা আইডিতে

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্যর মঙ্গলবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে কোভিড-19 পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করার কথা রয়েছে ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের সভাপতিত্বে কোভিড-19-এর জনস্বাস্থ্যের পরিস্থিতি ও প্রস্তুতি পর্যালোচনা করেছেন এবং জিনোম সিকোয়েন্সিং ও পরীক্ষা-নীরিক্ষার উপর জোর দিতে নজরদারির প্রয়োজনীয়তার কথা বলেছেন ৷ প্রধানমন্ত্রীর কার্যালয় অনুসারে চিন-সহ কয়েকটি দেশে কোভিড-19-এ সংক্রমণ বৃদ্ধির পটভূমিতে এই উচ্চ-পর্যায়ের পর্যালোচনা বৈঠক হয় ।

প্রধানমন্ত্রী মোদি দেশের কোভিড-19 পরিস্থিতি, স্বাস্থ্য পরিকাঠামো ও সরবরাহের প্রস্তুতি এবং দেশে টিকাদান অভিযানের অবস্থা মূল্যায়ন করেছেন । তিনি নতুন কোভিড-19 রূপগুলির উত্থান এবং জনস্বাস্থ্যে তার প্রভাবগুলিও মূল্যায়ন করেছেন । গত দুই দিন ধরে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের রাজ্যে কোভিড-19-এর প্রস্তুতির বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন । ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এবং অন্যান্য শীর্ষ চিকিত্সকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.