ETV Bharat / bharat

দেশে প্রথম 2-18 বছরের মধ্যে ক্লিনিকাল ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক - সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন

এই প্রথম দেশে ভ্যাকসিনের প্রভাব নিয়ে ফেজ 2/3 ক্লিনিকাল ট্রায়াল চালানো হবে 2 থেকে 18 বছর বয়সিদের মধ্যে ৷ এই গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছে হায়দরাবাদ ভারত বায়োটেক ৷ হয়তো খুব শিগগিরি অপ্রাপ্তবয়স্কদেরও মিলবে "কোভ্যাক্সিন" ৷

2-18 বছরের মধ্যে কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল
2-18 বছরের মধ্যে কোভ্যাক্সিনের ক্লিনিকাল ট্রায়াল
author img

By

Published : May 12, 2021, 7:45 AM IST

নিউ দিল্লি, 12 মে: এবার ক্লিনিকাল ট্রায়ালের আওতায় এল 2 থেকে 18 বছর বয়সিরা ৷ শিশু থেকে কিশোর বয়সি নাগরিকদের মধ্যে ভ্য়াকসিনের প্রতিক্রিয়া ঠিক কী হবে, তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে হায়দরাবাদের ভারত বায়োটেক ৷ মঙ্গলবার বিশেষজ্ঞরা 2 - 18 বয়সিদের শরীরে ভারত বায়োটেককে তাদের "কোভোক্সিন"-এর ফেজ 2/3 ক্লিনিকাল ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছেন ৷ ভারতে এই প্রথম ৷ এর ফলে 2-18 বছর বয়সিদের জন্যও ভ্যাকসিন মিলবে ভারতে ৷ আমেরিকায় ইতিমধ্যে বাইডেন সরকার ফাইজারকে 12-15 বছর বয়সিদের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিয়েছে ৷

525 টি বিষয়ের উপর এই ট্রায়াল দেশের বিভিন্ন জায়গায় হবে, তার মধ্যে রয়েছে দিল্লি ও পটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ৷

ভারত বায়োটেক এর আগে 2 থেকে 18 বছর বয়সিদের মধ্যে তাদের ভ্যাকসিনের প্রতিক্রিয়া আর রোগপ্রতিরোধকারী ক্ষমতা কীরকম, তাদের জন্য কতটা সুরক্ষিত কোভ্যাক্সিন, তা জানতে শিশু থেকে কিশোরদের মধ্যে ফেজ-2/3 ক্লিনিকাল ট্রায়াল করার আবেদন জানিয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র কাছে ৷ মঙ্গলবার এই সংস্থার "সাবজেক্ট এক্সপার্ট কমিটি" (এসইসি) সেই বিষয়ে ছাড়পত্র দেয় ৷

আরো পড়ুন: হাসপাতালে মুখ্যমন্ত্রী, প্রটোকলের জন্য মিলল না স্ট্রেচার ; উত্তরপ্রদেশে ভাইয়ের কাঁধে মৃত্যু যুবকের

সূত্র অনুযায়ী, এই বিষয়ে বিস্তারিত চিন্তাভাবনার পর কমিটি এই বিশেষ ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র দিলেও এই সংস্থাকে ডিএসএমবি অনুমোদিত ফেজ 2 ট্রায়ালের প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করতে হবে ৷ তর পরেই শুরু করা যাবে ফেজ-3-এর গবেষণা ৷

এ বছর 24 ফেব্রুয়ারি এসইসি-র সঙ্গে বৈঠকে এই সংস্থাকে সংশোধিত ক্লিনিক্যাল ট্রায়াল প্রোটোকল জমা দিতে বলা হয় ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে মিলিত ভাবে ভারত বায়োটেক কোভ্যাক্সিন উৎপাদন করছে ৷

এখনো পর্যন্ত দেশে উৎপাদিত কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাকসিন শুধুমাত্র 18 ও তার উর্ধ্বরাই বয়সিরাই নিতে পারেন ৷ 18-র কম বয়সিদের জন্য দেশে কোনও ভ্যাকসিন নেই ৷ তাই আগামী দিনে দেশে 18-র কম করোনার সংক্রমণ রোধের ক্ষেত্রে এই পদক্ষেপ উল্লেখযোগ্য ৷

নিউ দিল্লি, 12 মে: এবার ক্লিনিকাল ট্রায়ালের আওতায় এল 2 থেকে 18 বছর বয়সিরা ৷ শিশু থেকে কিশোর বয়সি নাগরিকদের মধ্যে ভ্য়াকসিনের প্রতিক্রিয়া ঠিক কী হবে, তা জানতে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করতে চলেছে হায়দরাবাদের ভারত বায়োটেক ৷ মঙ্গলবার বিশেষজ্ঞরা 2 - 18 বয়সিদের শরীরে ভারত বায়োটেককে তাদের "কোভোক্সিন"-এর ফেজ 2/3 ক্লিনিকাল ট্রায়াল চালানোর অনুমোদন দিয়েছেন ৷ ভারতে এই প্রথম ৷ এর ফলে 2-18 বছর বয়সিদের জন্যও ভ্যাকসিন মিলবে ভারতে ৷ আমেরিকায় ইতিমধ্যে বাইডেন সরকার ফাইজারকে 12-15 বছর বয়সিদের মধ্যে ক্লিনিকাল ট্রায়াল চালানোর ছাড়পত্র দিয়েছে ৷

525 টি বিষয়ের উপর এই ট্রায়াল দেশের বিভিন্ন জায়গায় হবে, তার মধ্যে রয়েছে দিল্লি ও পটনার এইমস, নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স ৷

ভারত বায়োটেক এর আগে 2 থেকে 18 বছর বয়সিদের মধ্যে তাদের ভ্যাকসিনের প্রতিক্রিয়া আর রোগপ্রতিরোধকারী ক্ষমতা কীরকম, তাদের জন্য কতটা সুরক্ষিত কোভ্যাক্সিন, তা জানতে শিশু থেকে কিশোরদের মধ্যে ফেজ-2/3 ক্লিনিকাল ট্রায়াল করার আবেদন জানিয়েছিল সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)-র কাছে ৷ মঙ্গলবার এই সংস্থার "সাবজেক্ট এক্সপার্ট কমিটি" (এসইসি) সেই বিষয়ে ছাড়পত্র দেয় ৷

আরো পড়ুন: হাসপাতালে মুখ্যমন্ত্রী, প্রটোকলের জন্য মিলল না স্ট্রেচার ; উত্তরপ্রদেশে ভাইয়ের কাঁধে মৃত্যু যুবকের

সূত্র অনুযায়ী, এই বিষয়ে বিস্তারিত চিন্তাভাবনার পর কমিটি এই বিশেষ ক্লিনিকাল ট্রায়ালের ছাড়পত্র দিলেও এই সংস্থাকে ডিএসএমবি অনুমোদিত ফেজ 2 ট্রায়ালের প্রয়োজনীয় সুরক্ষাবিধি নিশ্চিত করতে হবে ৷ তর পরেই শুরু করা যাবে ফেজ-3-এর গবেষণা ৷

এ বছর 24 ফেব্রুয়ারি এসইসি-র সঙ্গে বৈঠকে এই সংস্থাকে সংশোধিত ক্লিনিক্যাল ট্রায়াল প্রোটোকল জমা দিতে বলা হয় ৷

ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)-এর সঙ্গে মিলিত ভাবে ভারত বায়োটেক কোভ্যাক্সিন উৎপাদন করছে ৷

এখনো পর্যন্ত দেশে উৎপাদিত কোভ্যাক্সিন ও কোভিশিল্ড ভ্যাকসিন শুধুমাত্র 18 ও তার উর্ধ্বরাই বয়সিরাই নিতে পারেন ৷ 18-র কম বয়সিদের জন্য দেশে কোনও ভ্যাকসিন নেই ৷ তাই আগামী দিনে দেশে 18-র কম করোনার সংক্রমণ রোধের ক্ষেত্রে এই পদক্ষেপ উল্লেখযোগ্য ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.