দিল্লি, 8 ডিসেম্বর : এবার ভারতে জরুরি ক্ষেত্রে কোরোনা ভ্যাকসিনের ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানাল ভারত বায়োটেক ৷ সংবাদ সংস্থা সূত্রে খবর, ড্রাগ কন্ট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়ার কাছে কোভ্যাকসিনকে জরুরি ক্ষেত্রে ব্যবহারের জন্য অনুমোদন চাইল সংস্থাটি ৷ সিরাম ও ফাইজ়ার সংস্থার পর ভারত বায়োটেকই তৃতীয় সংস্থা যে কোরোনার ভ্যাকসিনের জন্য ভারত সরকারের কাছে অনুমোদন চেয়েছে ৷
এর আগে, গত 6 ডিসেম্বরই কোরোনা ভ্যাকসিনের ব্যবহারের অনুমোদন চেয়ে আবেদন জানায় মার্কিন মেডিকেল সংস্থা ফাইজ়ার ৷ তার একদিন আগে 5 ডিসেম্বর অনুমোদন চেয়ে আবেদন জানায় সিরাম ইন্সটিটিউট ৷ সূত্রের খবর, আগামী দু'সপ্তাহের মধ্যে ডিসিজিআই ফাইজ়ার ও সিরামের আবেদনে সাড়া দিতেও পারে ৷ তবে, তার জন্য় ভারতের বাইরে চলা পরীক্ষার ফলের উপর তা নির্ভর করছে ৷
এই সংক্রান্ত খবর : ভারতে কোরোনা ভ্য়াকসিন ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন ফাইজ়ারের
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে মোট আক্রান্তের সংখ্যা 96 লাখ 77 হাজার 203 জন ৷ এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 1 লাখ 40 হাজার 573 জন ৷ সুস্থ হয়েছেন 91 লাখ 39 হাজার 901 জন ৷ মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা 3 লাখ 96 হাজার 729 ৷