ETV Bharat / bharat

কেন্দ্রের নির্দেশে দিল্লিকে কোভ্যাক্সিন দেয়নি ভারত বায়োটেক: বিস্ফোরক সিসোদিয়া - coronavirus

কেন্দ্রের নির্দেশে দিল্লিকে কোভ্যাক্সিন দেয়নি ভারত বায়োটেক ৷ এমনই বিস্ফোরক অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷

Bharat Biotech refused to supply doses of Covaxin to Delhi on Centre's directives: Manish Sisodia
কেন্দ্রের নির্দেশে দিল্লিকে কোভ্যাক্সিন দেয়নি ভারত বায়োটেক: বিস্ফোরক সিসোদিয়া
author img

By

Published : May 12, 2021, 2:44 PM IST

নয়াদিল্লি, 12 মে: কেন্দ্রের নির্দেশ মেনে দিল্লিকে কোভিড টিকা দিতে আপত্তি জানিয়েছিল ভারত বায়োটেক ৷ এমনই অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷ তবে কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থার দাবি, নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য কয়েকটি রাজ্য অভিযোগ করছে, এটা হতাশাজনক ৷

টুইট করার পাশাপাশি ভিডিয়ো সাংবাদিক সম্মেলন করেও কেন্দ্রের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন সিসোদিয়া ৷ তিনি টুইটে লিখেছেন, "আবারও আমি বলব, 6.6 কোটি ডোজ় বিদেশে রফতানি করে দেওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল ৷ টিকার সরবরাহ না-থাকায় আমরা 17টি স্কুলে 100টি কোভ্যাক্সিন টিকাকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ৷"

মণীশ সিসোদিয়া জানিয়েছেন, 18-44 বছর বয়সিদের টিকা দেওয়ার জন্য 1.34 কোটি ডোজ় চেয়েছিল দিল্লি সরকার ৷ তাঁর কথায়, "আমাদের চিঠি দিয়ে কোভ্যাক্সিন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে টিকা না-থাকায় তারা তা দিতে পারছে না ৷ তারা এও বলে দেয় যে, সরকারি কর্তৃপক্ষ অর্থাত্ কেন্দ্র না-বললে আমাদের আর ডোজ় তারা দিতে পারবে না ৷ দিল্লিতে কোভ্যাক্সিনের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারা পরিষ্কার জানিয়ে দেয় যে, কেন্দ্রের নির্দেশিকা মেনেই তারা টিকা দেবে ৷" সিসোদিয়ার দাবি, কে কত সংখ্যক ডোজ় পাবে, সেটাও কেন্দ্র ঠিক করে দেবে বলে চিঠিতে জানানো হয় ৷

আরও পড়ুন: যাঁরা দ্বিতীয় ডোজ় নেবেন, তাঁরা অগ্রাধিকার পাবেন; জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

যদিও ভারত বায়োটেকের সহ প্রতিষ্ঠাতা সুচিত্রা এলা টুইটে জানিয়েছে যে 18টি রাজ্যকে আপাতত টিকা পাঠানো হয়েছে ৷ তাদের 50 জন কর্মী কোভিডে আক্রান্ত বলে জানিয়ে সুচিত্রা বলেন, অতিমারি পরিস্থিতিতে দিনরাত জেগে তারা কাজ করে চলেছেন ৷

নয়াদিল্লি, 12 মে: কেন্দ্রের নির্দেশ মেনে দিল্লিকে কোভিড টিকা দিতে আপত্তি জানিয়েছিল ভারত বায়োটেক ৷ এমনই অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার ৷ তবে কোভ্যাক্সিনের প্রস্তুতকারক সংস্থার দাবি, নিজস্ব উদ্দেশ্য সাধনের জন্য কয়েকটি রাজ্য অভিযোগ করছে, এটা হতাশাজনক ৷

টুইট করার পাশাপাশি ভিডিয়ো সাংবাদিক সম্মেলন করেও কেন্দ্রের বিরুদ্ধে এই বিস্ফোরক অভিযোগ করেছেন সিসোদিয়া ৷ তিনি টুইটে লিখেছেন, "আবারও আমি বলব, 6.6 কোটি ডোজ় বিদেশে রফতানি করে দেওয়াটা সবচেয়ে বড় ভুল ছিল ৷ টিকার সরবরাহ না-থাকায় আমরা 17টি স্কুলে 100টি কোভ্যাক্সিন টিকাকেন্দ্র বন্ধ করে দিতে বাধ্য হয়েছি ৷"

মণীশ সিসোদিয়া জানিয়েছেন, 18-44 বছর বয়সিদের টিকা দেওয়ার জন্য 1.34 কোটি ডোজ় চেয়েছিল দিল্লি সরকার ৷ তাঁর কথায়, "আমাদের চিঠি দিয়ে কোভ্যাক্সিন স্পষ্টভাবে জানিয়ে দেয় যে টিকা না-থাকায় তারা তা দিতে পারছে না ৷ তারা এও বলে দেয় যে, সরকারি কর্তৃপক্ষ অর্থাত্ কেন্দ্র না-বললে আমাদের আর ডোজ় তারা দিতে পারবে না ৷ দিল্লিতে কোভ্যাক্সিনের সরবরাহ বন্ধ হয়ে যায় এবং তারা পরিষ্কার জানিয়ে দেয় যে, কেন্দ্রের নির্দেশিকা মেনেই তারা টিকা দেবে ৷" সিসোদিয়ার দাবি, কে কত সংখ্যক ডোজ় পাবে, সেটাও কেন্দ্র ঠিক করে দেবে বলে চিঠিতে জানানো হয় ৷

আরও পড়ুন: যাঁরা দ্বিতীয় ডোজ় নেবেন, তাঁরা অগ্রাধিকার পাবেন; জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব

যদিও ভারত বায়োটেকের সহ প্রতিষ্ঠাতা সুচিত্রা এলা টুইটে জানিয়েছে যে 18টি রাজ্যকে আপাতত টিকা পাঠানো হয়েছে ৷ তাদের 50 জন কর্মী কোভিডে আক্রান্ত বলে জানিয়ে সুচিত্রা বলেন, অতিমারি পরিস্থিতিতে দিনরাত জেগে তারা কাজ করে চলেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.