ETV Bharat / bharat

কোভ্যাকসিনের দাম রাজ্যগুলির জন্য 600 টাকা, বেসরকারি হাসপাতালে দ্বিগুণ - কোভ্যাকসিনের দাম

ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার দাম ঘোষণা করা হল ৷ কোভিশিল্ডের তুলনায় কিছুটা বেশি দাম নির্ধারণ করা হয়েছে কোভ্যাকসিনের দাম ৷ বেসরকারি হাসপাতালের জন্য এই ভ্যাকসিনের দাম হবে 1,200 টাকা ৷ তবে রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের দাম হবে 600 টাকা ৷

কোভ্যাক্সিনের দাম ঘোষণা করল ভারত বায়োটেক ৷
কোভ্যাক্সিনের দাম ঘোষণা করল ভারত বায়োটেক ৷
author img

By

Published : Apr 24, 2021, 11:09 PM IST

নয়াদিল্লি, 24 এপ্রিল: ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার দাম ঘোষণা করা হল ৷ বেসরকারি হাসপাতালের জন্য এই ভ্যাকসিনের দাম হবে 1,200 টাকা এবং রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের দাম হবে 600 টাকা ৷ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে শনিবারই একথা জানানো হয়েছে ৷

দেশের অন্য করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ডের দামের তুলনায় কোভ্যাকসিন খানিকটা দামী ৷ এই প্রসঙ্গে ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এম এলা এদিন জানান, বিগত 25 বছর ধরে আমাদের মূল উদ্দেশ্য, ন্যায্য মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা ৷ বর্তমানে এই করোনা ভ্যাকসিনের উদ্ভাবন এবং তা তৈরি করতে থাকার ক্ষেত্রে ভ্যাকসিনের রিকভারিং কস্ট অর্থাৎ ব্যয় পুনরুদ্ধার করা জরুরি ৷ সেই মতোই কোভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ৷

আরও পড়ুন : জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

সংস্থার তরফে এই প্রসঙ্গে আরও বলা হয়, কোভ্যাকসিন একপ্রকার অতি পরিশোধিত ভ্যাকসিন ৷ এই টিকা তৈরি করতেও তাই একটু বেশি খরচ পড়েছে ৷ টিকা তৈরির জন্য আপাতত ভারত বায়োটেকের নিজস্ব মূলধনই ব্যবহার করা হয়েছে ৷ আগামী 1 মে থেকে 18 বছর বয়সের বেশিদের দিয়ে এই টিকাকরণ শুরু করা হবে ৷

প্রসঙ্গত, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে দাম করা হয়েছে যথাক্রমে 400 এবং 600 টাকা ৷

নয়াদিল্লি, 24 এপ্রিল: ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকার দাম ঘোষণা করা হল ৷ বেসরকারি হাসপাতালের জন্য এই ভ্যাকসিনের দাম হবে 1,200 টাকা এবং রাজ্যগুলির জন্য ভ্যাকসিনের দাম হবে 600 টাকা ৷ ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থার তরফে শনিবারই একথা জানানো হয়েছে ৷

দেশের অন্য করোনার ভ্যাকসিন প্রস্তুতকারী সংস্থা পুণের সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়ার কোভিশিল্ডের দামের তুলনায় কোভ্যাকসিন খানিকটা দামী ৷ এই প্রসঙ্গে ভারত বায়োটেকের ম্যানেজিং ডিরেক্টর কৃষ্ণা এম এলা এদিন জানান, বিগত 25 বছর ধরে আমাদের মূল উদ্দেশ্য, ন্যায্য মূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা ৷ বর্তমানে এই করোনা ভ্যাকসিনের উদ্ভাবন এবং তা তৈরি করতে থাকার ক্ষেত্রে ভ্যাকসিনের রিকভারিং কস্ট অর্থাৎ ব্যয় পুনরুদ্ধার করা জরুরি ৷ সেই মতোই কোভ্যাকসিনের দাম নির্ধারিত হয়েছে ৷

আরও পড়ুন : জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিনের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার আমেরিকার

সংস্থার তরফে এই প্রসঙ্গে আরও বলা হয়, কোভ্যাকসিন একপ্রকার অতি পরিশোধিত ভ্যাকসিন ৷ এই টিকা তৈরি করতেও তাই একটু বেশি খরচ পড়েছে ৷ টিকা তৈরির জন্য আপাতত ভারত বায়োটেকের নিজস্ব মূলধনই ব্যবহার করা হয়েছে ৷ আগামী 1 মে থেকে 18 বছর বয়সের বেশিদের দিয়ে এই টিকাকরণ শুরু করা হবে ৷

প্রসঙ্গত, সিরাম ইনস্টিটিউটের কোভিশিল্ডের সরকারি এবং বেসরকারি ক্ষেত্রে দাম করা হয়েছে যথাক্রমে 400 এবং 600 টাকা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.