ETV Bharat / bharat

UP assembly polls 2022 : বিরোধীরা ক্ষমতায় এলে বাংলা বা কাশ্মীরে পরিণত হবে ইউপি, ভোটারদের বার্তা যোগীর - যোগী আদিত্যনাথের বার্তা

বিরোধীরা ক্ষমতায় এলে বাংলা বা কাশ্মীরে পরিণত হবে উত্তরপ্রদেশ ৷ প্রথম দফার ভোট শুরুর আগে এ ভাবেই ভোটারদের উদ্দেশে বার্তা দিলেন যোগী আদিত্যনাথ (Yogi Adityanath Ahead Of UP assembly polls 2022)৷

"Beware! Uttar Pradesh May Become Kashmir, Bengal": Yogi Adityanath Ahead Of UP assembly polls 2022
বিরোধীরা ক্ষমতায় এলে বাংলা বা কাশ্মীরে পরিণত হবে ইউপি, ভোটারদের বার্তা যোগীর
author img

By

Published : Feb 10, 2022, 10:58 AM IST

Updated : Feb 10, 2022, 11:11 AM IST

লখনউ, 10 ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Yogi Adityanath Ahead Of UP assembly polls 2022) ৷ প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগে ভোটারদের সতর্ক করতে বাংলাকে টেনে আনলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath alerts voters) ৷ মানুষ যাতে বিজেপিকেই ভোটটা দেন, সেই আর্জি জানিয়ে যোগী বলেছেন, ভোটাররা ভুল করলে কাশ্মীর, কেরালা কিমবা পশ্চিমবঙ্গে পরিণত হবে উত্তরপ্রদেশ ৷

উত্তরপ্রদেশ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন যোগী আদিত্যনাথ ৷ সেখানে তাঁর আর্জি, "ভয়হীন জীবন সুনিশ্চিত করতে বিজেপিকে ভোট দিন ৷" ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "অবশ্যই ভোট দিন ৷ আপনার একটা ভোটই উত্তরপ্রদেশের ভবিষ্যৎ তৈরি করে দেবে ৷ নইলে উত্তরপ্রদেশের কাশ্মীর, কেরালা আর বাংলা তৈরি হতে বেশি সময় লাগবে না (Uttar Pradesh May Become Kashmir, Bengal)৷"

আরও পড়ুন: UP Election 2022 : নজরে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে আজ প্রথম দফায় 58টি বিধানসভা কেন্দ্রে ভোট

11 মাস ধরে কৃষক আন্দোলনের হাবে পরিণত হওয়া পশ্চিম উত্তরপ্রদেশের 58টি কেন্দ্রে আজ চলছে ভোটগ্রহণ ৷ ভোট শুরুর আগে ভিডিয়ো বার্তায় যোগী বলেন, "আমার হৃদয়ের কিছু কথা আপনাদের বলতে চাই ৷ গত পাঁচ বছরে অনেক ভালো ভালো জিনিস হয়েছে ৷ সাবধান ! আপনি ভুল করলে এই পাঁচ বছরের শ্রম নষ্ট হয়ে যাবে ৷ উত্তরপ্রদেশকে কাশ্মীর, কেরালা ও বাংলায় পরিণত করতে বেশি সময় লাগবে না ৷"

  • मतदान करें, अवश्य करें !

    आपका एक वोट उत्तर प्रदेश का भविष्य तय करेगा। नहीं तो उत्तर प्रदेश को कश्मीर, केरल और बंगाल बनते देर नहीं लगेगी: मुख्यमंत्री श्री @myogiadityanath pic.twitter.com/03VUlXOY35

    — BJP Uttar Pradesh (@BJP4UP) February 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যোগীর কথায়, "আমার পাঁচ বছরের প্রচেষ্টার পর আপনাদের ভোট একটা আশীর্বাদ ৷ ভয়হীন জীবন নিশ্চিত করবে আপনার ভোট ৷ বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ৷ গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার পূর্ণ নিষ্ঠার সঙ্গে সবকিছু করেছে ৷ আপনারা সব দেখেছেন, শুনেছেন ৷"

আরও পড়ুন : PM Modi on Assembly Elections : পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

দ্বিতীয়বার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে মরিয়া যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি ৷ তাদের মূল প্রতিপক্ষ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৷ লড়াইয়ের ময়দানে রয়েছে কংগ্রেস ও বিএসপি-ও ৷ এ বার কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা বোঝা যাবে আগামী 10 মার্চ ৷

লখনউ, 10 ফেব্রুয়ারি : আজ থেকে শুরু হয়েছে উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন (Yogi Adityanath Ahead Of UP assembly polls 2022) ৷ প্রথম দফার ভোটগ্রহণ শুরুর আগে ভোটারদের সতর্ক করতে বাংলাকে টেনে আনলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath alerts voters) ৷ মানুষ যাতে বিজেপিকেই ভোটটা দেন, সেই আর্জি জানিয়ে যোগী বলেছেন, ভোটাররা ভুল করলে কাশ্মীর, কেরালা কিমবা পশ্চিমবঙ্গে পরিণত হবে উত্তরপ্রদেশ ৷

উত্তরপ্রদেশ বিজেপির টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছেন যোগী আদিত্যনাথ ৷ সেখানে তাঁর আর্জি, "ভয়হীন জীবন সুনিশ্চিত করতে বিজেপিকে ভোট দিন ৷" ভিডিয়োটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, "অবশ্যই ভোট দিন ৷ আপনার একটা ভোটই উত্তরপ্রদেশের ভবিষ্যৎ তৈরি করে দেবে ৷ নইলে উত্তরপ্রদেশের কাশ্মীর, কেরালা আর বাংলা তৈরি হতে বেশি সময় লাগবে না (Uttar Pradesh May Become Kashmir, Bengal)৷"

আরও পড়ুন: UP Election 2022 : নজরে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে আজ প্রথম দফায় 58টি বিধানসভা কেন্দ্রে ভোট

11 মাস ধরে কৃষক আন্দোলনের হাবে পরিণত হওয়া পশ্চিম উত্তরপ্রদেশের 58টি কেন্দ্রে আজ চলছে ভোটগ্রহণ ৷ ভোট শুরুর আগে ভিডিয়ো বার্তায় যোগী বলেন, "আমার হৃদয়ের কিছু কথা আপনাদের বলতে চাই ৷ গত পাঁচ বছরে অনেক ভালো ভালো জিনিস হয়েছে ৷ সাবধান ! আপনি ভুল করলে এই পাঁচ বছরের শ্রম নষ্ট হয়ে যাবে ৷ উত্তরপ্রদেশকে কাশ্মীর, কেরালা ও বাংলায় পরিণত করতে বেশি সময় লাগবে না ৷"

  • मतदान करें, अवश्य करें !

    आपका एक वोट उत्तर प्रदेश का भविष्य तय करेगा। नहीं तो उत्तर प्रदेश को कश्मीर, केरल और बंगाल बनते देर नहीं लगेगी: मुख्यमंत्री श्री @myogiadityanath pic.twitter.com/03VUlXOY35

    — BJP Uttar Pradesh (@BJP4UP) February 9, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যোগীর কথায়, "আমার পাঁচ বছরের প্রচেষ্টার পর আপনাদের ভোট একটা আশীর্বাদ ৷ ভয়হীন জীবন নিশ্চিত করবে আপনার ভোট ৷ বড় সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে ৷ গত পাঁচ বছরে বিজেপির ডাবল ইঞ্জিন সরকার পূর্ণ নিষ্ঠার সঙ্গে সবকিছু করেছে ৷ আপনারা সব দেখেছেন, শুনেছেন ৷"

আরও পড়ুন : PM Modi on Assembly Elections : পাঁচ রাজ্যেই জিতবে বিজেপি, আত্মবিশ্বাসী মোদি

দ্বিতীয়বার উত্তরপ্রদেশে ক্ষমতায় আসতে মরিয়া যোগী আদিত্যনাথের নেতৃত্বাধীন বিজেপি ৷ তাদের মূল প্রতিপক্ষ অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি ৷ লড়াইয়ের ময়দানে রয়েছে কংগ্রেস ও বিএসপি-ও ৷ এ বার কার ভাগ্যে শিকে ছেঁড়ে তা বোঝা যাবে আগামী 10 মার্চ ৷

Last Updated : Feb 10, 2022, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.