নয়াদিল্লি, 18 ডিসেম্বর : পঞ্চম দফার জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা সম্পন্ন হয়েছে সম্প্রতি (National Family Health Survey) ৷ সেই সমীক্ষাতেও ভারতে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ভারতে 1000 জন পুরুষ প্রতি মহিলার সংখ্যা 1020 জন ৷ শুক্রবার লোকসভায় এ নিয়ে একটি লিখিত জবাব পেশ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার ৷ যেখানে কেন্দ্রের ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের কারণেই জনসংখ্যায় মহিলাদের অনুপাত বেড়েছে বলে জানিয়েছেন তিনি ৷
গতকাল লোকসভায় কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘জাতীয় পরিবার স্বাস্থ্য সমীক্ষা 2019-21’র পঞ্চম ধাপের রিপোর্ট অনুযায়ী, জনসংখ্যার নিরিখে 1000 জন পুরুষ প্রতি মহিলাদের সংখ্যা 1020 (1020 females per 1000 males in India) ৷’’ তিনি এর সঙ্গে ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পের যোগ রয়েছে বলেও জানান (Beti Bachao Beti Padhao is Main Reason to Improvement of Girl Child Sex Ratio) ৷ তাঁর মতে, দেশ জুড়ে গণমাধ্যম এবং প্রশাসনিক প্রচারের মাধ্যমে এবং কিছু জেলায় বেশ কিছু সংস্থার মাধ্যমে বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পকে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে ৷ যে লক্ষ্য পূরণের ফলে শিশুকন্যার জন্মের হার অনেকটাই বেড়েছে (Improvement of Girl Child Sex Ratio) ৷ যা ওই প্রকল্পের কারণেই সম্ভব হয়েছে বলে লোকসভায় জানান তিনি ৷
আরও পড়ুন : Women Empowerment : লকডাউনে পড়াশোনায় ইতি, ‘মাতৃযান’ চালিয়েই সংসারের হাল ধরেছেন চম্পা
লোকসভায় মহিলাদের জনসংখ্যার অনুপাত বৃদ্ধি নিয়ে বলতে গিয়ে ভারতী প্রবীণ পাওয়ার জানান, বিবিবিপি’র লক্ষ্য হল দীর্ঘদিন ধরে চলে আসা শিশু লিঙ্গ বৈষম্য এবং মহিলাদের ক্ষমতায়ন সংক্রান্ত সমস্যাকে পুরোপুরিভাবে নিরাময় করা ৷ আর এর প্রথমধাপ হিসেবে শিক্ষা এবং অন্যান্য ক্ষেত্রে কন্যা সন্তানের অংশগ্রহণকে সুনিশ্চিত করা এবং সুরক্ষিত করা বলে লোকসভায় উল্লেখ করেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রালয়ের রাষ্ট্রমন্ত্রী ৷