ETV Bharat / bharat

Death Penalty: অস্বাভাবিক যৌন সম্পর্কের পর বন্ধুর 1 বছরের ছেলেকে খুন, ফাঁসির সাজা অভিযুক্তকে - বেঙ্গালুরু

বন্ধুর এক বছর বয়সী ছেলের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক (Unnatural Sex) ও খুনের (Murder) অভিযোগে 2015 সালে গ্রেফতার হয় এক ব্যক্তি ৷ শনিবার তাকে ফাঁসির সাজা (Death Penalty) দিল আদালত ৷

benguluru-fast-track-court-gives-death-penalty-to-accused-for-unnatural-sex-murder-of-infant-boy
Death Penalty: অস্বাভাবিক যৌন সম্পর্কের পর বন্ধুর 1 বছরের ছেলেকে খুন, ফাঁসির সাজা অভিযুক্তকে
author img

By

Published : Nov 19, 2022, 3:45 PM IST

বেঙ্গালুরু (কর্নাটক), 19 নভেম্বর: এক বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক (Unnatural Sex) তৈরি করা এবং শিশুটিকে খুন (Murder) করার অপরাধে ফাঁসির সাজা (Death Penalty) হল এক ব্যক্তির ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর একটি ফাস্ট ট্র্যাক কোর্ট এই সাজা দিয়েছে ৷

2015 সালে ঘটনাটি ঘটে ৷ অপরাধীর নাম মূর্তি ৷ সে কর্নাটকের যশবন্তপুরের কারিমানি এলাকার বাসিন্দা ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা করা হয়েছিল ৷ তাছাড়া পকসো আইনেও (POCSO Act) মামলা হয় ৷ সেই আইনেও মূর্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ এছাড়া আদালত তাকে 50 হাজার টাকা জরিমানাও করেছে ৷ এছাড়া বেঙ্গালুরু (Bengaluru) সিটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে আদালতের নির্দেশ, তারা যেন ওই শিশুর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে 2015 সালের 12 সেপ্টেম্বর ৷ মূর্তিকে মৃত শিশুর বাবা চিনতেন ৷ তাই দুপুর 2টো নাগাদ মূর্তির হেফাজতে ছেলেকে রেখে তিনি জরুরি কাজে বাড়ির বাইরে যান ৷ তার পর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই অপরাধ করে মূর্তি ৷ শিশুর কান্নায় আশপাশের লোক বিষয়টি জেনে যাওয়ায়, তাকে খুন করে মূর্তি ৷

পুলিশ মূর্তিকে গ্রেফতার করে ৷ শুরু হয় তদন্ত ৷ তার ভিত্তিতে মূর্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় ৷ অবশেষে শাস্তি পেল সে ৷

আরও পড়ুন: চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ, আটক এক মহিলা-সহ 4

বেঙ্গালুরু (কর্নাটক), 19 নভেম্বর: এক বছর বয়সী শিশুপুত্রের সঙ্গে অস্বাভাবিক যৌন সম্পর্ক (Unnatural Sex) তৈরি করা এবং শিশুটিকে খুন (Murder) করার অপরাধে ফাঁসির সাজা (Death Penalty) হল এক ব্যক্তির ৷ কর্নাটকের (Karnataka) বেঙ্গালুরুর একটি ফাস্ট ট্র্যাক কোর্ট এই সাজা দিয়েছে ৷

2015 সালে ঘটনাটি ঘটে ৷ অপরাধীর নাম মূর্তি ৷ সে কর্নাটকের যশবন্তপুরের কারিমানি এলাকার বাসিন্দা ৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (IPC) একাধিক ধারায় মামলা করা হয়েছিল ৷ তাছাড়া পকসো আইনেও (POCSO Act) মামলা হয় ৷ সেই আইনেও মূর্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বলে আদালত সূত্রে খবর ৷ এছাড়া আদালত তাকে 50 হাজার টাকা জরিমানাও করেছে ৷ এছাড়া বেঙ্গালুরু (Bengaluru) সিটি ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটিকে আদালতের নির্দেশ, তারা যেন ওই শিশুর পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্য করে ৷

জানা গিয়েছে, ঘটনাটি ঘটে 2015 সালের 12 সেপ্টেম্বর ৷ মূর্তিকে মৃত শিশুর বাবা চিনতেন ৷ তাই দুপুর 2টো নাগাদ মূর্তির হেফাজতে ছেলেকে রেখে তিনি জরুরি কাজে বাড়ির বাইরে যান ৷ তার পর ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ওই অপরাধ করে মূর্তি ৷ শিশুর কান্নায় আশপাশের লোক বিষয়টি জেনে যাওয়ায়, তাকে খুন করে মূর্তি ৷

পুলিশ মূর্তিকে গ্রেফতার করে ৷ শুরু হয় তদন্ত ৷ তার ভিত্তিতে মূর্তির বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয় ৷ অবশেষে শাস্তি পেল সে ৷

আরও পড়ুন: চলন্ত গাড়িতে মডেলকে গণধর্ষণ, আটক এক মহিলা-সহ 4

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.