ETV Bharat / bharat

Bengaluru Incident: স্বামী সমকামী হওয়ায় যৌন মিলনে আগ্রহী নন, বিয়ের 3 বছর পর পুলিশে নালিশ যুবতীর - যৌন মিলন

স্বামী যৌন মিলনে আগ্রহী নন। সমকামী হওয়ার সত্ত্বেও বিয়ে করেছেন তাঁকে ৷ সম্প্রতি বিষয়টি জানতে পেরে প্রতারণার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন যুবতী ৷

woman files police complaint against husband
স্বামী সমকামী হওয়ায় অভিযোগ মহিলার
author img

By

Published : Aug 17, 2023, 11:30 AM IST

Updated : Aug 17, 2023, 12:03 PM IST

বেঙ্গালুরু, 17 অগস্ট: তিন বছর হল বিয়ে হয়েছে যুগলের ৷ কিন্তু স্বামী শারীরিক সম্পর্ক বা যৌন মিলনে আগ্রহী নন ৷ যুবক সমকামী, এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ যুবতীর অভিযোগ, তাঁর স্বামী সমকামী হওয়ার সত্ত্বেও বিষয়টি লুকিয়ে পণ নিয়ে বিয়ে করেছেন ৷ তাই স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তরুণী ৷ জ্ঞানভারতী থানার পুলিশ এফআইআর নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

তরুণী পুলিশকে জানিয়েছেন, স্বামী বিয়ের পর থেকেই যৌন মিলনে সেভাবে আগ্রহী নন ৷ সম্প্রতি যুবকের ভাইয়ের সন্তান হয় ৷ এরপর যুগলও সন্তান নেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন ৷ কিন্তু এ ব্যাপারেও কোনও আগ্রহ দেখান না তাঁর স্বামী ৷ এরপর যুবতীর সন্দেহ হয় ৷ যুবকের অনুপস্থিতিতে তাঁর ফোন দেখেন ৷ আর ফোন দেখেই মহিলার চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ তাতে তিনি স্বামীর সঙ্গে অন্য এক যুবকের ঘনিষ্ঠ অবস্থার ছবি দেখতে পান ৷ এ বিষয়ে জানতে চাইলে স্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে আত্মহত্যার হুমকি দেন যুবক । পরে বিষয়টি যুবতী স্বামীর বাবা-মাকে জানান ৷ তাঁরা একে অপরের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়ে সংসার করার পরামর্শ দেন যুবতীকে ।

আরও পড়ুন: বিয়ের পর থেকে একবারও হয়নি যৌন মিলন, স্বামীর বিরুদ্ধে পুলিশে যুবতি

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷ যুবতীর অভিযোগ, যখন তাঁদের বিয়ে হয় তিনি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন ৷ জাঁকজমক করে রীতিনীতি মেনে 160 গ্রাম সোনা ও নগদ টাকা নিয়ে তাঁদের বিয়ে দেওয়া হয়েছে ৷ অথচ ছেলের সমকামীতার কথা সব জানতেন তাঁর মা-বাবা ৷ এরপরও পণ নিয়ে বিষয়টি লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে তাঁদের ৷ এমনটাই যুবতী তাঁর অভিযোগে উল্লেখ করেছেন ।

বেঙ্গালুরু, 17 অগস্ট: তিন বছর হল বিয়ে হয়েছে যুগলের ৷ কিন্তু স্বামী শারীরিক সম্পর্ক বা যৌন মিলনে আগ্রহী নন ৷ যুবক সমকামী, এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন মহিলা ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে ৷ যুবতীর অভিযোগ, তাঁর স্বামী সমকামী হওয়ার সত্ত্বেও বিষয়টি লুকিয়ে পণ নিয়ে বিয়ে করেছেন ৷ তাই স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে পুলিশে প্রতারণার অভিযোগ দায়ের করেছেন তরুণী ৷ জ্ঞানভারতী থানার পুলিশ এফআইআর নথিভুক্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে ।

তরুণী পুলিশকে জানিয়েছেন, স্বামী বিয়ের পর থেকেই যৌন মিলনে সেভাবে আগ্রহী নন ৷ সম্প্রতি যুবকের ভাইয়ের সন্তান হয় ৷ এরপর যুগলও সন্তান নেওয়ার বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা করেন ৷ কিন্তু এ ব্যাপারেও কোনও আগ্রহ দেখান না তাঁর স্বামী ৷ এরপর যুবতীর সন্দেহ হয় ৷ যুবকের অনুপস্থিতিতে তাঁর ফোন দেখেন ৷ আর ফোন দেখেই মহিলার চক্ষু চড়কগাছ হয়ে যায় ৷ তাতে তিনি স্বামীর সঙ্গে অন্য এক যুবকের ঘনিষ্ঠ অবস্থার ছবি দেখতে পান ৷ এ বিষয়ে জানতে চাইলে স্ত্রীর ঘাড়ে দোষ চাপিয়ে আত্মহত্যার হুমকি দেন যুবক । পরে বিষয়টি যুবতী স্বামীর বাবা-মাকে জানান ৷ তাঁরা একে অপরের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নিয়ে সংসার করার পরামর্শ দেন যুবতীকে ।

আরও পড়ুন: বিয়ের পর থেকে একবারও হয়নি যৌন মিলন, স্বামীর বিরুদ্ধে পুলিশে যুবতি

প্রতারিত হয়েছেন বুঝতে পেরে এরপরেই পুলিশের দ্বারস্থ হন মহিলা ৷ যুবতীর অভিযোগ, যখন তাঁদের বিয়ে হয় তিনি একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি করতেন ৷ জাঁকজমক করে রীতিনীতি মেনে 160 গ্রাম সোনা ও নগদ টাকা নিয়ে তাঁদের বিয়ে দেওয়া হয়েছে ৷ অথচ ছেলের সমকামীতার কথা সব জানতেন তাঁর মা-বাবা ৷ এরপরও পণ নিয়ে বিষয়টি লুকিয়ে বিয়ে দেওয়া হয়েছে তাঁদের ৷ এমনটাই যুবতী তাঁর অভিযোগে উল্লেখ করেছেন ।

Last Updated : Aug 17, 2023, 12:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.