ETV Bharat / bharat

Father Kills Daughter: 'খাওয়ানোর টাকা নেই', দু'বছরের শিশুকে খুন বাবার ! - দুবছরের শিশুকে খুন বাবার

ফের শিশু হত্যার ঘটনা ৷ এবার বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদ খাওয়ানোর টাকা না থাকায় দু'বছরের ছোট্ট মেয়েকে হত্যা করলেন (Man Kills Daughter) ৷ এমনটাই অভিযোগ উঠেছে 45 বছর বয়সি বাবার বিরুদ্ধে ৷ পরে তিনি নিজেও আত্মহত্যার চেষ্টা করেন বলে জানা গিয়েছে ৷

Bengaluru techie kills Two yr old daughter
Bengaluru techie kills Two yr old daughter
author img

By

Published : Nov 28, 2022, 10:23 AM IST

Updated : Nov 28, 2022, 11:04 AM IST

কোলার, 28 নভেম্বর: ফের সামনে এল একটি নৃশংস ঘটনা ৷ খাওয়ানোর টাকা না থাকায় দু'বছরের ছোট্ট মেয়েকে খুন করলেন ব্যক্তি (Bengaluru techie kills Two yr old daughter) ৷ এমনটাই অভিযোগ উঠেছে 45 বছর বয়সি বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, মেয়েকে খুনের পর অভিযুক্ত ব্যক্তিও নিজে আত্মহত্যার চেষ্টা করেন (Techie attempted suicide) ৷ কিন্তু শেষমেশ তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ।

শনিবার রাতে কোলারের কেন্দাত্তি গ্রামের লেকে দুই বছরের এক শিশুর দেহ ভাসতে দেখা যায় । এছাড়া লেকের পাড়ে দেখা যায় একটি নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে ৷ আর এতেই সন্দেহ হয় স্থানীয়দের ৷ তারা কোলার পল্লি থানায় খবর দেয় । পুলিশ ঘটনার তদন্তে নামে ৷ এরপরেই এই ঘটনায় শিশুকে হত্যার অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তের নাম রাহুল পারমার ৷ তিনি গুজরাতের বাসিন্দা ৷ দু'বছর আগে তাঁর স্ত্রী ভাব্যার সঙ্গে বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন ।

রাহুল পুলিশকে জানিয়েছে, যে তিনি মেয়েকে গাড়িতে জড়িয়ে ধরে তার সঙ্গে সময় কাটিয়েছেন ৷ তার সঙ্গে খেলা করেছেন ৷ তারপর তাকে হত্যা করেছেন ৷ কারণ রাহুলের কাছে কোনও টাকা ছিল না ৷ মেয়েটিকে খাওয়াতে পারছিলেন না তিনি ।

জানা গিয়েছে, অভিযুক্ত এবং তাঁর মেয়ে 15 নভেম্বর নিখোঁজ হয়ে যান ৷ তারপরে শিশুটির মা ভাব্যা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন । রাহুল গত 6 মাস ধরে বেকার ছিলেন এবং বিটকয়েন ব্যবসায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: বিদেশি চকলেট গলায় আটকে মৃত্যু 8 বছরের নাবালকের

নিজের বাড়ি থেকে সোনার গয়না চুরির বিষয়ে বেঙ্গালুরু থানায় অভিযোগও দায়ের করেছিলেন রাহুল । থানায় গিয়ে খোঁজখবরও নিতেন । এরপরে পুলিশ অভিযোগের তদন্তে নেমে জানতে পারে রাহুল নিজেই বাড়ি থেকে গয়না চুরি করে বন্ধক রেখেছিলেন । তিনি থানায় একটি চুরির মিথ্যা মামলা দায়ের করেছেন । পুলিশ তাঁকে সতর্ক করে থানায় আসতে বলে । পুলিশের কাছে ভুয়ো মামলা দায়েরের পরিণতি ভোগ করার ভয়ে রাহুল মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যান বলে সন্দেহ করা হচ্ছে । পুলিশ মামলাটির তদন্ত করছে ।

কোলার, 28 নভেম্বর: ফের সামনে এল একটি নৃশংস ঘটনা ৷ খাওয়ানোর টাকা না থাকায় দু'বছরের ছোট্ট মেয়েকে খুন করলেন ব্যক্তি (Bengaluru techie kills Two yr old daughter) ৷ এমনটাই অভিযোগ উঠেছে 45 বছর বয়সি বেঙ্গালুরুর এক প্রযুক্তিবিদের বিরুদ্ধে ৷ জানা গিয়েছে, মেয়েকে খুনের পর অভিযুক্ত ব্যক্তিও নিজে আত্মহত্যার চেষ্টা করেন (Techie attempted suicide) ৷ কিন্তু শেষমেশ তিনি প্রাণে বেঁচে গিয়েছেন ।

শনিবার রাতে কোলারের কেন্দাত্তি গ্রামের লেকে দুই বছরের এক শিশুর দেহ ভাসতে দেখা যায় । এছাড়া লেকের পাড়ে দেখা যায় একটি নীল রঙের গাড়ি দাঁড়িয়ে আছে ৷ আর এতেই সন্দেহ হয় স্থানীয়দের ৷ তারা কোলার পল্লি থানায় খবর দেয় । পুলিশ ঘটনার তদন্তে নামে ৷ এরপরেই এই ঘটনায় শিশুকে হত্যার অভিযোগে অভিযুক্ত বাবাকে গ্রেফতার করে পুলিশ । অভিযুক্তের নাম রাহুল পারমার ৷ তিনি গুজরাতের বাসিন্দা ৷ দু'বছর আগে তাঁর স্ত্রী ভাব্যার সঙ্গে বেঙ্গালুরুতে থাকতে শুরু করেন ।

রাহুল পুলিশকে জানিয়েছে, যে তিনি মেয়েকে গাড়িতে জড়িয়ে ধরে তার সঙ্গে সময় কাটিয়েছেন ৷ তার সঙ্গে খেলা করেছেন ৷ তারপর তাকে হত্যা করেছেন ৷ কারণ রাহুলের কাছে কোনও টাকা ছিল না ৷ মেয়েটিকে খাওয়াতে পারছিলেন না তিনি ।

জানা গিয়েছে, অভিযুক্ত এবং তাঁর মেয়ে 15 নভেম্বর নিখোঁজ হয়ে যান ৷ তারপরে শিশুটির মা ভাব্যা থানায় নিখোঁজের অভিযোগ দায়ের করেন । রাহুল গত 6 মাস ধরে বেকার ছিলেন এবং বিটকয়েন ব্যবসায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন বলে সূত্রের খবর ।

আরও পড়ুন: বিদেশি চকলেট গলায় আটকে মৃত্যু 8 বছরের নাবালকের

নিজের বাড়ি থেকে সোনার গয়না চুরির বিষয়ে বেঙ্গালুরু থানায় অভিযোগও দায়ের করেছিলেন রাহুল । থানায় গিয়ে খোঁজখবরও নিতেন । এরপরে পুলিশ অভিযোগের তদন্তে নেমে জানতে পারে রাহুল নিজেই বাড়ি থেকে গয়না চুরি করে বন্ধক রেখেছিলেন । তিনি থানায় একটি চুরির মিথ্যা মামলা দায়ের করেছেন । পুলিশ তাঁকে সতর্ক করে থানায় আসতে বলে । পুলিশের কাছে ভুয়ো মামলা দায়েরের পরিণতি ভোগ করার ভয়ে রাহুল মেয়েকে নিয়ে নিখোঁজ হয়ে যান বলে সন্দেহ করা হচ্ছে । পুলিশ মামলাটির তদন্ত করছে ।

Last Updated : Nov 28, 2022, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.