কলকাতা, 2 মে: আজ মহারণ ৷ ভোটগণনা চার রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনের ৷ অপেক্ষায় পশ্চিমবঙ্গ, অসম, কেরালা ,তামিলনাড়ু ও পুদুচেরির শাসক-বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ৷ কার ভাগ্যে শিকে ছিঁড়বে, কার পক্ষে রায় দেবে জনতা, কে আগামী পাঁচ বছরের জন্য সিংহাসনে বসবে, তা জানার অপেক্ষায় রয়েছে গোটা দেশ ৷ এ ছাড়াও অন্যান্য রাজ্যের লোকসভা উপনির্বাচনের চারটি আসনে ও 12টি বিধানসভা কেন্দ্রেও আজ ভোটগণনা ৷ এর সঙ্গেই রয়েছে ভয়ংকর কোভিড পরিস্থিতির মতো চ্যালেঞ্জ ৷ সবমিলিয়ে টানটান উত্তেজনা চলবে দিনভর ৷
সকাল 8টায় শুরু হয়েছে গণনা ৷ প্রথমেই পোস্টাল ব্যালট গোনা হচ্ছে ৷ এরপর ইভিএম-এর ভোটগণনা ৷ পশ্চিমবঙ্গে মূলত লড়াই ত্রিমুখী ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলই তৃতীয়বারের জন্য সরকার গড়বে, নাকি হবে বিজেপির উত্থান ? কতটা প্রভাব ফেলবে সিপিএম, কংগ্রেস ও আইএসএফ-এর সংযুক্ত মোর্চা ? তারই উত্তর মিলবে আজ ৷ 294টি বিধানসভা আসনের মধ্যে ম্যাজিক ফিগার হল 147 ৷ 108টি গণনাকেন্দ্রে রয়েছে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা ৷ থাকবেন 292 জন পর্যবেক্ষক ও 256 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ কোভিডের সংক্রমণ রুখতে সমস্ত ইভিএম ও ভিভিপ্যাট সংক্রমণমুক্ত করা হয়েছে ৷ প্রার্থী ও নির্বাচনী এজেন্টরা কোভিড নেগেটিভ রিপোর্ট দেখালে তবেই গণনাকেন্দ্রে ঢুকতে পারছেন ৷
গণনা চলছে কেরালাতেও ৷ সেখানকার 140 আসনে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ 957 জন প্রার্থীর ভাগ্য জানা যাবে আজ ৷ 114টি গণনাকেন্দ্রের 633টি হলে চলছে গণনা ৷
আরও পড়ুন: লাইভ : গণনার শুরুতে বিজেপিকে পিছনে ফেলল তৃণমূল
তামিলনাড়ুতে মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী ও ডিএমকে সভাপতি এমকে স্তালিন-সহ 4000 প্রার্থীর ভাগ্য জানা যাবে ৷ 75টি গণনাকেন্দ্রে 3,372 ইভিএম টেবিলে গণনা চলছে ৷ ফলঘোষণার পর বিজয়মিছিল না করার জন্য বলেছে মাদ্রাজ হাইকোর্ট ৷
গণনা চলছে অসমেও ৷ 3,500 আধিকারিক ও নির্বাচনী এজেন্ট থাকছে গণনাকেন্দ্রে ৷ ইভিএম ও ভিভিপ্যাট রাখা হয়েছিল 126টি স্ট্রং রুমে ৷ সমস্ত ইভিএম সংক্রমণমুক্ত করা হয়েছে ৷
পুদুচেরিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন রঙ্গস্বামীর নেতৃত্বাধীন অল ইন্ডিয়া এনআর কংগ্রেস ও বিজেপি জোট এবং কংগ্রেস-ডিএমকে জোটের মধ্যে লড়াই ৷ ভোটগণনায় নিয়োগ করা হয়েছে 1,382 জন আধিকারিক ৷
কাজেই দিনভর মানুষের চোখ থাকবে টিভির পর্দায় ও মোবাইলে ৷ আপনারাও সবার আগে আপডেট জানতে চোখ রাখুন ই টিভি ভারতে ৷