ETV Bharat / bharat

বুথে রাজ্য পুলিশকেও রাখার দাবি তৃণমূলের - রাজ্য পুলিশকেও রাখার দাবি তৃণমূলের

যশবন্ত সিনহা বলেন, বুথে কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন । কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, তাঁর কেন্দ্রের সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ দেখলেই সাধারণ মানুষ ভয় পেয়ে যান । তাই বুথেও শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হতে পারেন ।

নির্বাচন কমিশন
নির্বাচন কমিশন
author img

By

Published : Mar 19, 2021, 3:59 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও রাখার দাবি তুলল তৃণমূল । শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে তৃণমূলের এক প্রতিনিধি দল । বৈঠকে এই দাবি তোলা হয়।

মিটিংয়ে তৃণমূলের তরফে সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগদান করা প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, নাদিমুল হক, মহুয়া মৈত্র এবং প্রতিমা মণ্ডল । মিটিংয়ে বুথের 100 মিটার চৌহদ্দির মধ্যে রাজ্য পুলিশের না থাকার কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের প্রতিনিধি দল । যশবন্ত সিনহা বলেন, বুথে কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন ।

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, তাঁর কেন্দ্রের সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ দেখলেই সাধারণ মানুষ ভয় পেয়ে যান । তাই বুথেও শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হতে পারেন । কেন্দ্রীয় বাহিনীর আচরণ যাতে সঠিক হয়, তার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলার আশ্বাস দেন কমিশন কর্তারা বৈঠক শেষে একথা জানান সৌগত রায় ।

নির্বাচন কমিশনের সঙ্গে কী কথা বলল তৃণমূল

বৈঠকে সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, বুথে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাষাগত সমস্যা দেখা দিতে পারে, তাই তিনি বুথে রাজ্য পুলিশও রাখার দাবি জানান । বিষয়টি কমিশন কর্তারা মেনে নিয়েছেন বলে দাবি করেন সৌগতবাবু । তৃণমূলের তরফে প্রতি বুথে ভিভি প্যাট রাখার দাবি করা হয় । যদিও তা মানতে চায়নি কমিশন । ইভিএম হ্যাকিং অসম্ভব বলে জানিয়ে দেন কমিশন কর্তারা । নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবিষয়ে একটি বইও তুলে দেওয়া হয় সৌগতবাবুদের হাতে ।

নয়াদিল্লি, 19 মার্চ : বুথে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশও রাখার দাবি তুলল তৃণমূল । শুক্রবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে এক ঘণ্টা বৈঠক করে তৃণমূলের এক প্রতিনিধি দল । বৈঠকে এই দাবি তোলা হয়।

মিটিংয়ে তৃণমূলের তরফে সৌগত রায় ছাড়াও উপস্থিত ছিলেন সদ্য তৃণমূলে যোগদান করা প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, নাদিমুল হক, মহুয়া মৈত্র এবং প্রতিমা মণ্ডল । মিটিংয়ে বুথের 100 মিটার চৌহদ্দির মধ্যে রাজ্য পুলিশের না থাকার কমিশনের নিয়ম নিয়ে প্রশ্ন তোলে তৃণমূলের প্রতিনিধি দল । যশবন্ত সিনহা বলেন, বুথে কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হয়ে পড়তে পারেন ।

কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রের অভিযোগ, তাঁর কেন্দ্রের সীমান্ত সংলগ্ন এলাকায় বিএসএফ দেখলেই সাধারণ মানুষ ভয় পেয়ে যান । তাই বুথেও শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী দেখলে ভোটাররা আতঙ্কিত হতে পারেন । কেন্দ্রীয় বাহিনীর আচরণ যাতে সঠিক হয়, তার জন্য কেন্দ্রের স্বরাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলার আশ্বাস দেন কমিশন কর্তারা বৈঠক শেষে একথা জানান সৌগত রায় ।

নির্বাচন কমিশনের সঙ্গে কী কথা বলল তৃণমূল

বৈঠকে সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, বুথে কেবলমাত্র কেন্দ্রীয় বাহিনী থাকলে ভাষাগত সমস্যা দেখা দিতে পারে, তাই তিনি বুথে রাজ্য পুলিশও রাখার দাবি জানান । বিষয়টি কমিশন কর্তারা মেনে নিয়েছেন বলে দাবি করেন সৌগতবাবু । তৃণমূলের তরফে প্রতি বুথে ভিভি প্যাট রাখার দাবি করা হয় । যদিও তা মানতে চায়নি কমিশন । ইভিএম হ্যাকিং অসম্ভব বলে জানিয়ে দেন কমিশন কর্তারা । নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবিষয়ে একটি বইও তুলে দেওয়া হয় সৌগতবাবুদের হাতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.