ETV Bharat / bharat

টুইট করে ভোটারদের ভোটদানের অনুরোধ মোদির - টুইট করে প্রার্থীদের বললেন মোদি

আগের দফাগুলিতেও সকাল সকাল টুইট করেছিলেন নরেন্দ্র মোদি ৷ এদিনও টুইট করলেন তিনি ৷

encourage-voters-to-vote-narendra-modi-tweeted-to-the-candidates-west-bengal
encourage-voters-to-vote-narendra-modi-tweeted-to-the-candidates-west-bengal
author img

By

Published : Apr 22, 2021, 7:24 AM IST

Updated : Apr 22, 2021, 7:30 AM IST

নয়াদিল্লি, 22 এপ্রিল : আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ টুইট করে ভোটারদের ভোট দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আগের দফাগুলিতেও সকাল সকাল টুইট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনও টুইট করলেন তিনি ৷ নিজের টুইটার অ্যাকাউন্টে মোদি লেখেন, "নতুন বিধানসভা গঠনে আজ পশ্চিমবঙ্গে ষষ্ঠদফায় ভোটগ্রহণ হবে ৷ আজ যাদের ভোট রয়েছে তাদের ভোট দিতে অনুরোধ করছি ৷"

আর পড়ুন: তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

আজ রাজ্যের চার জেলায় ভোটগ্রহণ ৷ আসন সংখ্যা 43 ৷ 306 জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে ৷

নয়াদিল্লি, 22 এপ্রিল : আজ রাজ্যে ষষ্ঠ দফার ভোটগ্রহণ ৷ টুইট করে ভোটারদের ভোট দিতে অনুরোধ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

আগের দফাগুলিতেও সকাল সকাল টুইট করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷ এদিনও টুইট করলেন তিনি ৷ নিজের টুইটার অ্যাকাউন্টে মোদি লেখেন, "নতুন বিধানসভা গঠনে আজ পশ্চিমবঙ্গে ষষ্ঠদফায় ভোটগ্রহণ হবে ৷ আজ যাদের ভোট রয়েছে তাদের ভোট দিতে অনুরোধ করছি ৷"

আর পড়ুন: তৃণমূল-বিজেপির কড়া টক্করের মাঝে ভোট-ষষ্ঠীতে প্রাসঙ্গিক হওয়ার লড়াই বাম-কংগ্রেসের

আজ রাজ্যের চার জেলায় ভোটগ্রহণ ৷ আসন সংখ্যা 43 ৷ 306 জন প্রার্থীর আজ ভাগ্য নির্ধারণ হবে ৷

Last Updated : Apr 22, 2021, 7:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.