ETV Bharat / bharat

রাজ্যের জনতাকে বিপুল ভোটদানের আর্জি মোদির

নরেন্দ্র মোদি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান ৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন ৷

টুইটে রাজ্য়বাসীর উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোটদানের আর্জি নরেন্দ্র মোদির
টুইটে রাজ্য়বাসীর উদ্দেশ্যে বিপুল পরিমাণ ভোটদানের আর্জি নরেন্দ্র মোদির
author img

By

Published : Apr 17, 2021, 7:38 AM IST

নয়াদিল্লি, 17 এপ্রিল : পঞ্চম দফার নির্বাচনের দিন ভোটদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷ এদিন তিনি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান ৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন ৷

আজ রাজ্যে পঞ্চম দফা নির্বাচন ৷ প্রতি দফার মতো, এ দফাতেও রাজ্যবাসীর উদ্দেশ্যে সকাল সকাল টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এদিন বাংলায় ও ইংরাজিতে টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই । বিশেষত প্রথম বার যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন ।"

  • পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি টুইট করে লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ চলছে ৷ গণতন্ত্রের এই উৎসবে সকলকে সামিল হয়ে রেকর্ড সংখ্যক ভোটদানের কথা বলেন তিনি ৷

  • There are by-polls taking place in different parts of the country. I urge voters in the seats polling today to vote in record numbers and strengthen the festival of democracy.

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

নয়াদিল্লি, 17 এপ্রিল : পঞ্চম দফার নির্বাচনের দিন ভোটদানের জন্য রাজ্যবাসীর কাছে আবেদন করে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি ৷ এদিন তিনি বাংলায় টুইট করে বিপুল পরিমাণ ভোট দেওয়ার আহ্বান জানান ৷ একইসঙ্গে প্রথমবার যাঁরা ভোট দিচ্ছেন তাঁদের ভোটাধিকার প্রয়োগের পরামর্শ দেন ৷

আজ রাজ্যে পঞ্চম দফা নির্বাচন ৷ প্রতি দফার মতো, এ দফাতেও রাজ্যবাসীর উদ্দেশ্যে সকাল সকাল টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এদিন বাংলায় ও ইংরাজিতে টুইট করেন ৷ টুইটে তিনি লেখেন, "পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই । বিশেষত প্রথম বার যাঁরা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন ।"

  • পশ্চিমবঙ্গে আজ পঞ্চম দফার নির্বাচনে ভোটদাতাদের বিপুল পরিমাণে ভোট দেবার আহ্বান জানাই। বিশেষত প্রথম বার যারা ভোট দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটাধিকার প্রয়োগ করবেন।

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই সঙ্গে তিনি টুইট করে লেখেন, দেশের বিভিন্ন প্রান্তে ভোটগ্রহণ চলছে ৷ গণতন্ত্রের এই উৎসবে সকলকে সামিল হয়ে রেকর্ড সংখ্যক ভোটদানের কথা বলেন তিনি ৷

  • There are by-polls taking place in different parts of the country. I urge voters in the seats polling today to vote in record numbers and strengthen the festival of democracy.

    — Narendra Modi (@narendramodi) April 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.