দিল্লি, 1 এপ্রিল : আজ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ সকাল 7 টা থেকে শুরু হয়েছে 4 জেলার 30 টি আসনে ভোটগ্রহণ পর্ব ৷ আর ইতিমধ্যেই বাংলার জনগণের উদ্দেশে "রেকর্ড ভোটদান করুন" এমনই বার্তা বাংলায় টুইট করলেন নরেন্দ্র মোদি ৷
আজ মেদিনীপুরের 9টি, বাঁকুড়ার 8টি, পূর্ব মেদিনীপুরের 9টি ও দক্ষিণ 24 পরগনার 4টি আসনে ভোটগ্রহণ পর্ব শুরু হয়েছে ৷ কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেই চলছে ভোটগ্রহণ ৷ প্রচণ্ড গরমের হাত থেকে রক্ষা পেতে সকাল সকাল বুথে ভোটারদের লাইন পড়েছে ৷ যাবতীয় কোভিড বিধি মেনে প্রতিটা বুথে চলছে ভোট ৷ সকালে পশ্চিমবঙ্গের ভোটারদের টুইট করে অনুরোধ করেন, "যাদের নির্বাচনীক্ষেত্রে আজ ভোট গ্রহণ হচ্ছে তারা রেকর্ড সংখ্যায় ভোট দান করুন ৷"
প্রথম দফার ভোটের দিন সকালেও মোদিকে বাংলাদেশ সফরে থেকে বাংলায় টুইট করতে দেখা যায় ৷ ওই দিন তিনি টুইটে লিখেছিলেন, "পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে আজ প্রথম পর্যায়ে ভোটগ্রহণ শুরু হয়েছে । যে বিধানসভার আসনগুলিতে ভোটগ্রহণ হচ্ছে, সেখানকার ভোট দাতাদের আমি রেকর্ড সংখ্যায় ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানাই ।"