কলকাতা, 28 মার্চ : রামপুরহাট-কাণ্ড নিয়ে সরব বিজেপি রাষ্ট্রপতি শাসনের দাবি জানিয়ে আসছিল শুরু থেকেই ৷ তোলপাড় বাংলার রাজ্য-রাজনীতিতে সোমবার নয়া সংযোজন বিধানসভায় শাসক-বিরোধী হাতাহাতি। দুর্ভাগ্যজনক সেই ঘটনায় সাসপেন্ড হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ পাঁচ বিধায়ক ৷ সেই নিয়ে অভিযোগ জানাতে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দরবারে বাংলার বিজেপি সাংসদরা ৷ বুধবার সকালে প্রধানমন্ত্রীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক সারবেন বঙ্গ বিজেপির প্রতিনিধিরা (Bengal BJP MPs to meet PM at his residence on Wednesday) ৷
আগামি পরশু সকাল সাড়ে আটটায় তাঁর বাসভবনে বঙ্গ বিজেপি সাংসদদের আমন্ত্রণ জানিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ বঙ্গ বিজেপি সূত্রে খবর এমনটাই ৷ বিধানসভায় হাতাহাতির ঘটনা, বগটুই গণহত্যা নিয়ে ওই বৈঠকে ফের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন বঙ্গ বিজেপির প্রতিনিধিরা ৷ এ রাজ্যে আইন-শৃঙ্খলায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে বৈঠকে ফের সওয়াল হতে পারেন তারা । রামপুরহাট-সহ একাধিক ইস্যুতে তৃণমূলকে চাপে রাখতেই বিজেপির এই স্ট্র্যাটেজি বলে মনে করা হচ্ছে ৷
আরও পড়ুন : প্রসঙ্গ বগটুই গণহত্যা, শাহী-সাক্ষাতে রাজ্যপাল জগদীপ ধনকড়
বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ ব্যাপারে বলেন, "আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় চেয়েছিলাম । পিএমও অফিস থেকে ফোন করে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী বুধবার আমাদের সাংসদদের সঙ্গে দেখা করবেন ৷" এদিকে সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷ বগটুই-সহ রাজ্যের নানা ঘটনা নিয়ে দু'জনের আলোচনা হয়েছে বলে খবর ৷