ETV Bharat / bharat

Boat Disasters in Kerala: কেরল সাক্ষী থেকেছে একাধিক নৌকা বিপর্যয়ের - নৌকা দুর্ঘটনা

রবিবারের ঘটনার আগেও কেরলে হয়েছে একাধিকবার নৌকা দুর্ঘটনা ৷ যেখানে শিশু-সহ মৃত্যু হয়েছে মহু মানুষের ৷ জেনে নিন এরকমই কিছু সাড়া ফেলে দেওয়া নৌকা বিপর্যয়ের ঘটনা সম্পর্কে ৷

Boat accident in Kerala
নৌকা দুর্ঘটনা
author img

By

Published : May 8, 2023, 12:37 PM IST

তিরুবনন্তপুরম(কেরল), 8 মে: মর্মান্তিক দুর্ঘটনায় রবিবার কেরলে নৌকা উলটে মৃত্যু হয়েছে 22 জনের ৷ তার মধ্যে রয়েছে মহিলা ও শিশু ৷ আহতও হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন ৷ তবে কেরল রাজ্যে এইধরনের ঘটনা প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার কেরলে নৌকা বিপর্যয় ঘটেছে । প্রতিটি নৌকা দুর্ঘটনার পর সরকার নির্দেশিকা জারি করেছে ৷ প্রশাসনকে আরও সতর্ক হতে বলা হয়েছে ৷ কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করার পরেও ফের নৌকা দুর্ঘটনার সাক্ষী থাকল এ রাজ্য । ফলে এবারের নৌকা দুর্ঘটনায়ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ কর্তৃপক্ষের অবহেলার কারণে এই নৌকা দুর্ঘটনা বলে অভিযোগ মৃতের পরিবারগুলির ৷ যার জেরে অকালে এতগুলি প্রাণ ঝরে গেল । সারা দেশে শোরগোল ফেলে দেওয়া কেরলে ঘটে যাওয়া কয়েকটি নৌকা বিপর্যয় হল:

পাল্লানা নদী ট্র্যাজেডি: 24 জানুয়ারি 1924 সালে কেরলে নৌকা দুর্ঘটনায় মৃত্যু হয় 23 জনের ৷ সেই তালিকায় নাম ছিল প্রিয় কবি কুমারান আসানের ৷ নৌকাটি কোল্লাম থেকে ছেড়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে । রাত 10.30 মিনিট নাগাদ পাল্লানা নদীতে এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছিল বহন ক্ষমতার বেশি যাত্রী ৷ 95 জন চড়ার নৌকা ছিল সেটি ৷ তাতে 150 জনেরও বেশি লোক চড়েছিল ৷

থাত্তেকদ ট্র্যাজেডি: 20 ফেব্রুয়ারি 2007 সালে থাত্তেকদ পাখির অভয়ারণ্যে একটি নৌকা দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনায় স্কুলছাত্রী-সহ 18 জনের মৃত্যু হয় । দুর্ঘটনার কারণ হিসেবে তদন্তে উঠে আসে নৌকায় অতিরিক্ত যাত্রী । যার ফলে ওই দুর্ঘটনা ঘটে ৷ অভ্যন্তরীণ জল পরিবহণের উপর কড়া আইন প্রণয়নের সুপারিশ করে পরবর্তীতে একটি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় ।

থেক্কাডি ট্র্যাজেডি: 30 সেপ্টেম্বর 2009 সালে থেক্কাডি ট্র্যাজেডি হয় কেরলে ৷ থেক্কাডি লেকে নৌকা ডুবে গিয়ে 45 জনের মৃত্যু হয় । নৌকাটির অবৈজ্ঞানিকভাবে নির্মাণ এবং অতিরিক্ত লোক বহনের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছিল । এসব দুর্ঘটনায় গাফিতলির কারণ ধরা পড়লেও কোনও জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এর জেরে ফের গতকাল তনুরেও একই ঘটনা ঘটল ।

আরও পড়ুন: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক

তিরুবনন্তপুরম(কেরল), 8 মে: মর্মান্তিক দুর্ঘটনায় রবিবার কেরলে নৌকা উলটে মৃত্যু হয়েছে 22 জনের ৷ তার মধ্যে রয়েছে মহিলা ও শিশু ৷ আহতও হয়েছেন এই ঘটনায় বেশ কয়েকজন ৷ তবে কেরল রাজ্যে এইধরনের ঘটনা প্রথম নয় ৷ এর আগেও একাধিকবার কেরলে নৌকা বিপর্যয় ঘটেছে । প্রতিটি নৌকা দুর্ঘটনার পর সরকার নির্দেশিকা জারি করেছে ৷ প্রশাসনকে আরও সতর্ক হতে বলা হয়েছে ৷ কঠোরভাবে পরিস্থিতি মোকাবিলা করার পরেও ফের নৌকা দুর্ঘটনার সাক্ষী থাকল এ রাজ্য । ফলে এবারের নৌকা দুর্ঘটনায়ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে ৷ কর্তৃপক্ষের অবহেলার কারণে এই নৌকা দুর্ঘটনা বলে অভিযোগ মৃতের পরিবারগুলির ৷ যার জেরে অকালে এতগুলি প্রাণ ঝরে গেল । সারা দেশে শোরগোল ফেলে দেওয়া কেরলে ঘটে যাওয়া কয়েকটি নৌকা বিপর্যয় হল:

পাল্লানা নদী ট্র্যাজেডি: 24 জানুয়ারি 1924 সালে কেরলে নৌকা দুর্ঘটনায় মৃত্যু হয় 23 জনের ৷ সেই তালিকায় নাম ছিল প্রিয় কবি কুমারান আসানের ৷ নৌকাটি কোল্লাম থেকে ছেড়ে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে । রাত 10.30 মিনিট নাগাদ পাল্লানা নদীতে এই দুর্ঘটনা ঘটে । দুর্ঘটনার কারণ হিসেবে উঠে এসেছিল বহন ক্ষমতার বেশি যাত্রী ৷ 95 জন চড়ার নৌকা ছিল সেটি ৷ তাতে 150 জনেরও বেশি লোক চড়েছিল ৷

থাত্তেকদ ট্র্যাজেডি: 20 ফেব্রুয়ারি 2007 সালে থাত্তেকদ পাখির অভয়ারণ্যে একটি নৌকা দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনায় স্কুলছাত্রী-সহ 18 জনের মৃত্যু হয় । দুর্ঘটনার কারণ হিসেবে তদন্তে উঠে আসে নৌকায় অতিরিক্ত যাত্রী । যার ফলে ওই দুর্ঘটনা ঘটে ৷ অভ্যন্তরীণ জল পরিবহণের উপর কড়া আইন প্রণয়নের সুপারিশ করে পরবর্তীতে একটি তদন্ত রিপোর্ট প্রকাশিত হয় ।

থেক্কাডি ট্র্যাজেডি: 30 সেপ্টেম্বর 2009 সালে থেক্কাডি ট্র্যাজেডি হয় কেরলে ৷ থেক্কাডি লেকে নৌকা ডুবে গিয়ে 45 জনের মৃত্যু হয় । নৌকাটির অবৈজ্ঞানিকভাবে নির্মাণ এবং অতিরিক্ত লোক বহনের কারণে দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছিল । এসব দুর্ঘটনায় গাফিতলির কারণ ধরা পড়লেও কোনও জোরালো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ । এর জেরে ফের গতকাল তনুরেও একই ঘটনা ঘটল ।

আরও পড়ুন: নৌকা উলটে মৃত 22, আহত বহু ; কেরলে আজ সরকারি শোক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.