ETV Bharat / bharat

Corona Lockdown : লকডাউন শিথিলের আগে সংক্রমণে রাশ নিশ্চিত করতে হবে, বার্তা কেন্দ্রের - অজয় ভাল্লা

লকডাউন শিথিল করার সঙ্গে সঙ্গেই বিভিন্ন জায়গায় ভিড় বাড়ছে ৷ কেন্দ্রের সাফ কথা, এটা করা চলবে না ৷ তাহলেই ফের বাড়বে সংক্রমণ ৷ তাই প্রকৃত পরিস্থিতি যাচাই করেই এই ধরনের পদক্ষেপ করার পরামর্শ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা ৷ একইসঙ্গে, সংক্রমণ রুখতে নতুন দাওয়াই দিয়েছে কেন্দ্র ৷ সেটি হল, ‘‘Test-Track-Treat And Vaccinate’’ ৷

before easing lockdown "Test-Track-Treat and Vaccinate": Centre to States
Corona Lockdown : লকডাউন শিথিল করার আগে সংক্রমণে রাশ নিশ্চিত করতে হবে, বার্তা কেন্দ্রের
author img

By

Published : Jun 19, 2021, 2:58 PM IST

নয়াদিল্লি, 19 জুন : লকডাউনে শিথিলতা আনতেই বাজার-সহ বেশ কিছু জায়গায় ভিড় বাড়ছে ৷ আর তাতেই বাড়ছে করোনার সংক্রমণের সম্ভাবনা ৷ এই অবস্থায় রাজ্যগুলিকে আরও কঠোরভাবে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে কেন্দ্র ৷ পরিস্থিতি মোকাবিলায় শনিবার কেন্দ্রের তরফে একটি দাওয়াই দেওয়া হয়েছে ৷ সেটি হল, ‘‘Test-Track-Treat And Vaccinate’’ ৷ অর্থাৎ, করোনা নির্ণায়ক পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে, করোনা আক্রান্তদের খুঁজে বের করতে হবে এবং তাঁদের চিকিৎসা করতে হবে ৷ একইসঙ্গে চালিয়ে যেতে হবে সার্বিক টিকাকরণ কর্মসূচি ৷

আরও পড়ুন : Covid Vaccination : টিকাকরণ সফল করতে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক

কেন্দ্রের আশা, তাদের দেওয়া এই ফর্মুলা মাফিক চললেই বাগে আসবে ভাইরাসের সংক্রমণ ৷ এদিন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla) ৷ তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে টিকাকরণ করেও করোনার সংক্রমণ ঠেকানো সহজ নয় ৷ আর সেই কারণেই যত বেশি সংখ্যায় সম্ভব, মানুষকে টিকাকরণের আওতায় আনতে হবে ৷ আর সেটা নিশ্চিত করতে হবে রাজ্যগুলির সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশ্লিষ্ট প্রশাসনকে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণের মাত্রাতিরিক্ত বাড়বাড়ন্ত চোখে পড়েছে ৷ যার জেরে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বেশ কয়েকটিতে কঠোর বিধিনিষেধ এবং লকডাউন জারি করতে হয়েছে ৷ তাতে ফলও মিলেছে হাতেনাতে ৷ আর তারপরই বিধিনিষেধে শিথিলতা আনার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তাতে বিপদ বাড়ছে ৷

এই প্রসঙ্গে অজয় ভাল্লা বলেন, ‘‘সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমতেই বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন শিথিল করা হয়েছে ৷ আমার পরামর্শ হল, প্রকৃত পরিস্থিতি যাচাই করেই এই ধরনের পদক্ষেপ করা উচিত ৷’’

আরও পড়ুন : অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ? কতটা সুরক্ষিত শিশুরা...

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বার্তা, লকডাউন শিথিল করা মানেই করোনা পূর্ববর্তী সময়ে ফিরে যাওয়া নয় ৷ সেটা আগে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নিশ্চিত করতে হবে ৷ তা না হলে ভিড় থেকে পরিস্থিতি ফের জটিল হবে ৷ এই প্রেক্ষিতেই ‘‘Test-Track-Treat And Vaccinate’’-এর দাওয়াই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ৷ পাশাপাশি, মেনে চলতে হবে বিশেষজ্ঞদের যাবতীয় পরামর্শ ৷ মানতে হবে শারীরিক দূরত্ব-সহ যাবতীয় স্বাস্থ্যবিধি ৷

নয়াদিল্লি, 19 জুন : লকডাউনে শিথিলতা আনতেই বাজার-সহ বেশ কিছু জায়গায় ভিড় বাড়ছে ৷ আর তাতেই বাড়ছে করোনার সংক্রমণের সম্ভাবনা ৷ এই অবস্থায় রাজ্যগুলিকে আরও কঠোরভাবে করোনাবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে কেন্দ্র ৷ পরিস্থিতি মোকাবিলায় শনিবার কেন্দ্রের তরফে একটি দাওয়াই দেওয়া হয়েছে ৷ সেটি হল, ‘‘Test-Track-Treat And Vaccinate’’ ৷ অর্থাৎ, করোনা নির্ণায়ক পরীক্ষার পরিমাণ বাড়াতে হবে, করোনা আক্রান্তদের খুঁজে বের করতে হবে এবং তাঁদের চিকিৎসা করতে হবে ৷ একইসঙ্গে চালিয়ে যেতে হবে সার্বিক টিকাকরণ কর্মসূচি ৷

আরও পড়ুন : Covid Vaccination : টিকাকরণ সফল করতে বেসরকারি ক্ষেত্রের গুরুত্বের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক

কেন্দ্রের আশা, তাদের দেওয়া এই ফর্মুলা মাফিক চললেই বাগে আসবে ভাইরাসের সংক্রমণ ৷ এদিন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা (Union Home Secretary Ajay Bhalla) ৷ তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে টিকাকরণ করেও করোনার সংক্রমণ ঠেকানো সহজ নয় ৷ আর সেই কারণেই যত বেশি সংখ্যায় সম্ভব, মানুষকে টিকাকরণের আওতায় আনতে হবে ৷ আর সেটা নিশ্চিত করতে হবে রাজ্যগুলির সরকার এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সংশ্লিষ্ট প্রশাসনকে ৷

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব বলেন, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে সংক্রমণের মাত্রাতিরিক্ত বাড়বাড়ন্ত চোখে পড়েছে ৷ যার জেরে এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে বেশ কয়েকটিতে কঠোর বিধিনিষেধ এবং লকডাউন জারি করতে হয়েছে ৷ তাতে ফলও মিলেছে হাতেনাতে ৷ আর তারপরই বিধিনিষেধে শিথিলতা আনার সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তাতে বিপদ বাড়ছে ৷

এই প্রসঙ্গে অজয় ভাল্লা বলেন, ‘‘সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমতেই বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে লকডাউন শিথিল করা হয়েছে ৷ আমার পরামর্শ হল, প্রকৃত পরিস্থিতি যাচাই করেই এই ধরনের পদক্ষেপ করা উচিত ৷’’

আরও পড়ুন : অক্টোবরেই করোনার তৃতীয় ঢেউ ? কতটা সুরক্ষিত শিশুরা...

কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিবের বার্তা, লকডাউন শিথিল করা মানেই করোনা পূর্ববর্তী সময়ে ফিরে যাওয়া নয় ৷ সেটা আগে সংশ্লিষ্ট রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনকে নিশ্চিত করতে হবে ৷ তা না হলে ভিড় থেকে পরিস্থিতি ফের জটিল হবে ৷ এই প্রেক্ষিতেই ‘‘Test-Track-Treat And Vaccinate’’-এর দাওয়াই দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব ৷ পাশাপাশি, মেনে চলতে হবে বিশেষজ্ঞদের যাবতীয় পরামর্শ ৷ মানতে হবে শারীরিক দূরত্ব-সহ যাবতীয় স্বাস্থ্যবিধি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.