ETV Bharat / bharat

Moon-Venus: চাঁদের তলায় আলোকবিন্দু, প্রথম রোজার আকাশে সৌন্দর্য বাড়াচ্ছে শুকতারা - চাঁদের তলায় আলোকবিন্দু

শুক্রবার, রোজার প্রথম সন্ধ্যায় উজ্জ্বল আকাশ । চাঁদ একা নয়, মহাজগতের শোভা বাড়াল শুক্রও (Venus disappears behind Moon)। কাছাকাছি এল গ্রহ-উপগ্রহ । এহেন দৃশ্য দেখে অভিভূত নেটিজেনরা ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 24, 2023, 11:00 PM IST

Updated : Mar 25, 2023, 2:02 PM IST

জ্যোতির্বিদদের মতে, এই ঘটনা মাঝেমধ্যেই হয়

কলকাতা, 24 মার্চ: 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' । পবিত্র ঈদের দিনগোনা শুরু হয়ে গেল । সৌজন্যে, শুক্রের আকাশ । অর্ধবৃত্তাকার চাঁদ, আকৃতি অনেকটা কাস্তের মতো । তার নীচে আলোকবিন্দু জ্বলজ্বল করছে (Beautiful sight in the sky)। আলোকবিন্দুটি আসলে শুক্র, সূর্যের দ্বিতীয় গ্রহ । গ্রহ-উপগ্রহের মিশেলে সেজে উঠল আকাশ (Venus disappears behind Moon) ।

এহেন দৃশ্য দেখে অভিভূত নেটিজেনরা । কেউ ছবি তুলছেন, আবার কেউ চাঁদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন । রমজানের প্রথম সন্ধ্যার বিরল যোগ ভাইরাল সোশাল মিডিয়ায় । তবে জ্যোতির্বিদদের মতে, এই ঘটনা মাঝেমধ্যেই হয় । কিন্তু সময় আলাদা হওয়ার কারণে সাধারণ চোখে তা দৃষ্টিগোচর হয় না । শুক্রবার চাঁদের পিছনে ও সামনে আসে শুক্রগ্রহ । এর ফলেই একসঙ্গে দেখা যাচ্ছে গ্রহ-উপগ্রহকে ।

বিড়লা প্ল্যানেটোরিয়াম সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের সন্ধ্যায় চাঁদ ঘুরতে ঘুরতে শুক্রকে ঢেকে দিয়েছিল । যখন শুক্র আবার সামনে এসেছে, তখন সন্ধ্যার মুহুর্তে চাঁদের কাছেই শুক্রকে দেখতে পাই । চাঁদ এই সময় পূর্ণিমার দিকে যাচ্ছে । ফলে এদিনের আকাশে এক ফালি চাঁদ দৃশ্যমান । তবে চাঁদ ও শুক্রের এই কাছাকাছি হওয়াকে বিরল ঘটনা বলা যায় না বলেই জানিয়েছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের জ্যোতির্বিদ । তাঁরা জানাচ্ছেন, সবসময় এটা দেখা যায় না । কারণ চাঁদের উজ্জ্বলতা অনেক বেশি থাকে । কখনও আবার দিনের বেলায় এই ঘটনা হলেও তা দেখা কখনই সম্ভবপর নয় । এখানে চাঁদের উজ্জ্বলতা বেশি না-থাকার কারণে শুক্র ও চাঁদ দু'টি গ্রহ ও উপগ্রহকে পরিষ্কার বোঝা যাচ্ছে ।

আরও পড়ুন: মঙ্গলযানের ক্যামেরায় লাল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি

কলকাতা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের বিজ্ঞানী ও কিউরেটর ডক্টর রাকেশ মজুমদার বলেন, "এটা কোনও কুসংস্কারের ব্যাপার নয় । যেহেতু চাঁদ একটি তলে আছে, তাই অন্য গ্রহকে সে ঢেকে দিতে পারে । এই ঘটনার পুনরাবৃত্তি হবে 2024 সালের 14 ডিসেম্বর । তখন শুক্রের পরিবর্তে মঙ্গল গ্রহকে দেখা যাবে ।"

আরও পড়ুন: রোজা ভেঙে বৃদ্ধাকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মালদার মইদুল

জ্যোতির্বিদদের মতে, এই ঘটনা মাঝেমধ্যেই হয়

কলকাতা, 24 মার্চ: 'ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ' । পবিত্র ঈদের দিনগোনা শুরু হয়ে গেল । সৌজন্যে, শুক্রের আকাশ । অর্ধবৃত্তাকার চাঁদ, আকৃতি অনেকটা কাস্তের মতো । তার নীচে আলোকবিন্দু জ্বলজ্বল করছে (Beautiful sight in the sky)। আলোকবিন্দুটি আসলে শুক্র, সূর্যের দ্বিতীয় গ্রহ । গ্রহ-উপগ্রহের মিশেলে সেজে উঠল আকাশ (Venus disappears behind Moon) ।

এহেন দৃশ্য দেখে অভিভূত নেটিজেনরা । কেউ ছবি তুলছেন, আবার কেউ চাঁদের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন । রমজানের প্রথম সন্ধ্যার বিরল যোগ ভাইরাল সোশাল মিডিয়ায় । তবে জ্যোতির্বিদদের মতে, এই ঘটনা মাঝেমধ্যেই হয় । কিন্তু সময় আলাদা হওয়ার কারণে সাধারণ চোখে তা দৃষ্টিগোচর হয় না । শুক্রবার চাঁদের পিছনে ও সামনে আসে শুক্রগ্রহ । এর ফলেই একসঙ্গে দেখা যাচ্ছে গ্রহ-উপগ্রহকে ।

বিড়লা প্ল্যানেটোরিয়াম সূত্রে জানা গিয়েছে, শুক্রবারের সন্ধ্যায় চাঁদ ঘুরতে ঘুরতে শুক্রকে ঢেকে দিয়েছিল । যখন শুক্র আবার সামনে এসেছে, তখন সন্ধ্যার মুহুর্তে চাঁদের কাছেই শুক্রকে দেখতে পাই । চাঁদ এই সময় পূর্ণিমার দিকে যাচ্ছে । ফলে এদিনের আকাশে এক ফালি চাঁদ দৃশ্যমান । তবে চাঁদ ও শুক্রের এই কাছাকাছি হওয়াকে বিরল ঘটনা বলা যায় না বলেই জানিয়েছেন বিড়লা প্ল্যানেটোরিয়ামের জ্যোতির্বিদ । তাঁরা জানাচ্ছেন, সবসময় এটা দেখা যায় না । কারণ চাঁদের উজ্জ্বলতা অনেক বেশি থাকে । কখনও আবার দিনের বেলায় এই ঘটনা হলেও তা দেখা কখনই সম্ভবপর নয় । এখানে চাঁদের উজ্জ্বলতা বেশি না-থাকার কারণে শুক্র ও চাঁদ দু'টি গ্রহ ও উপগ্রহকে পরিষ্কার বোঝা যাচ্ছে ।

আরও পড়ুন: মঙ্গলযানের ক্যামেরায় লাল গ্রহের বৃহত্তম চাঁদ ফোবোসের ছবি

কলকাতা বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়ামের বিজ্ঞানী ও কিউরেটর ডক্টর রাকেশ মজুমদার বলেন, "এটা কোনও কুসংস্কারের ব্যাপার নয় । যেহেতু চাঁদ একটি তলে আছে, তাই অন্য গ্রহকে সে ঢেকে দিতে পারে । এই ঘটনার পুনরাবৃত্তি হবে 2024 সালের 14 ডিসেম্বর । তখন শুক্রের পরিবর্তে মঙ্গল গ্রহকে দেখা যাবে ।"

আরও পড়ুন: রোজা ভেঙে বৃদ্ধাকে রক্ত দিয়ে জীবন বাঁচালেন মালদার মইদুল

Last Updated : Mar 25, 2023, 2:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.