ETV Bharat / bharat

Karnataka CM: কর্নাটকের নয়া মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই - karnataka

কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই ৷ গতকাল মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এস ইয়েদুরাপ্পা ৷ এদিন বিধায়ক দলের বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷

karnataka cm
কর্ণাটকের মুখ্যমন্ত্রী হলেন বাসবরাজ এস বোম্মাই
author img

By

Published : Jul 27, 2021, 8:47 PM IST

Updated : Jul 27, 2021, 8:54 PM IST

বেঙ্গালুরু, 27 জুলাই: কয়েক দিনের টালবাহানার পর গতকাল কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এস ইয়েদুরাপ্পা ৷ এরপর আজ সন্ধেয় বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল ৷ সেই বৈঠক থেকেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় বাসবরাজ এস বোম্মাইকে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ৷

রাজ্য বিজেপির অভ্যন্তরে ক্রমশই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা শোনা যাচ্ছিল ইয়েদুরাপ্পার ৷ এরপর ইস্তফা দেন ইয়েদুরাপ্পা ৷ আজ বেঙ্গালুরুতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল ৷ সেখানেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় বাসবরাজ এস বোম্মাইকে ৷

আরও পড়ুন: উপানির্বচনের প্রসঙ্গ এড়িয়ে মোদির সঙ্গে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ মমতার ?

কর্নাঠকে গত কয়েক বছরে তিনবার বদলেছে মুখ্যমন্ত্রী ৷ জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার পর দায়িত্ব নিয়েছিলেন বিজেপির ইয়েদুরাপ্পা ৷ এবার সেই মুখ্যমন্ত্রীরও বদল ঘটল ৷

বেঙ্গালুরু, 27 জুলাই: কয়েক দিনের টালবাহানার পর গতকাল কর্নাটকের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন এস ইয়েদুরাপ্পা ৷ এরপর আজ সন্ধেয় বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল ৷ সেই বৈঠক থেকেই নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয় বাসবরাজ এস বোম্মাইকে ৷ বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ৷ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন কর্নাটক কংগ্রেসের সভাপতি ডিকে শিবকুমার ৷

রাজ্য বিজেপির অভ্যন্তরে ক্রমশই নানা গুঞ্জন শোনা যাচ্ছিল ৷ মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার কথা শোনা যাচ্ছিল ইয়েদুরাপ্পার ৷ এরপর ইস্তফা দেন ইয়েদুরাপ্পা ৷ আজ বেঙ্গালুরুতে বৈঠকে বসে বিজেপির পরিষদীয় দল ৷ সেখানেই মুখ্যমন্ত্রী নির্বাচিত করা হয় বাসবরাজ এস বোম্মাইকে ৷

আরও পড়ুন: উপানির্বচনের প্রসঙ্গ এড়িয়ে মোদির সঙ্গে কি শুধুই সৌজন্য সাক্ষাৎ মমতার ?

কর্নাঠকে গত কয়েক বছরে তিনবার বদলেছে মুখ্যমন্ত্রী ৷ জেডিএস-কংগ্রেস জোটের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর ইস্তফার পর দায়িত্ব নিয়েছিলেন বিজেপির ইয়েদুরাপ্পা ৷ এবার সেই মুখ্যমন্ত্রীরও বদল ঘটল ৷

Last Updated : Jul 27, 2021, 8:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.