ETV Bharat / bharat

Same-Sex Marriage: সমলিঙ্গের মধ্যে বিবাহের পক্ষে নয় দেশের বার কাউন্সিল, আপত্তি জানিয়ে প্রস্তাব পাশ - সমকামী বিবাহের বিপক্ষে বার কাউন্সিল

ভারতে কি আইনি বৈধতা দেওয়া হবে সমলিঙ্গের মানুষদের মধ্যে বিবাহকে, এই বর্তমানে আইনি লড়াই চলছে সুপ্রিম কোর্টে ৷ রবিবার এই বিয়ের বিপক্ষে প্রস্তাব পাশ করেছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Apr 23, 2023, 10:54 PM IST

নয়াদিল্লি, 23 এপ্রিল: ভারতে সমকামী যুগলদের বিবাহের আইনি স্বীকৃতি পাওয়া নিয়ে দায়ের হওয়া একাধিক পিটিশনের বর্তমানে শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ সোমবারও এই বিষয়ে শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ তবে শীর্ষ আদালতে এই আইনি লড়াইয়ের মাঝেই এবার সমলিঙ্গের মানুষদের মধ্যে বিয়েতে আপত্তি জানিয়ে প্রস্তাব পাশ হল বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় (বিসিআই) ৷ রবিবার এই প্রস্তাব পাশের কথা জানিয়েছেন বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্র ৷ তাঁর দাবি, সমস্ত রাজ্যের বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷

কিন্তু শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন থাকাকালীন কেন এই প্রস্তাব গ্রহণ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া ? এর যুক্তি হিসেবে কাউন্সিলের তরফে বলা হয়েছে, মানবসভ্যতা ও সংস্কৃতির ইতিহাস বলছে শারীরিক দিক দিয়ে পুরুষ ও নারীর মধ্যে বন্ধনের যোগসূত্র হল বিবাহ ৷ এরসঙ্গে সন্তান প্রসবের বিষয়টিও জড়িত ৷ এই অবস্থায় ভালো উদ্দেশের জন্য হলেও মৌলিক অধিকার তকমা দিয়ে এই সমকামী সম্পর্ককে বৈবাহিক মর্যাদা দেওয়ার বিষয়টি আপত্তিজনক ৷ এই বিষয়ের সামাজিক ও ধর্মীয় দিকটিও আদালতের খতিয়ে দেখা উচিৎ বলে মনে করে বার কাউন্সিল ৷

এই ইস্যুতে কেন্দ্রের তরফে আদালতে বলা হয়েছে, বিষয়টি আইনসভা অর্থাৎ সংসদের উপর ছেড়ে দিতে ৷ বার কাউন্সিলও মনে করছে, যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে আইনসভা, তাই এই বিষয়টি তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত ৷ সুপ্রিম কোর্টে এই বিষয়টির শুনানি নিয়ে দেশের নাগরিকরাও চিন্তিত বলে দাবি বার কাউন্সিলের ৷ দেশের 99.9 শতাংশ জনগণই সমকামী বিবাহের বিপক্ষে বলে মনে করে বার কাউন্সিল ৷

আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি নয়, কেন্দ্রের দাবি না মেনে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ, গত সপ্তাহ থেকে এই মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ বিষয়টিকে শহুরে অভিজাত মানসিকতা বলেও আদালতে দাবি করেছে কেন্দ্র ৷ যদিও কেন্দ্রের এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত, ফলে সমকামী বিবাহের বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন ৷

নয়াদিল্লি, 23 এপ্রিল: ভারতে সমকামী যুগলদের বিবাহের আইনি স্বীকৃতি পাওয়া নিয়ে দায়ের হওয়া একাধিক পিটিশনের বর্তমানে শুনানি চলছে সুপ্রিম কোর্টে ৷ সোমবারও এই বিষয়ে শুনানি রয়েছে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ তবে শীর্ষ আদালতে এই আইনি লড়াইয়ের মাঝেই এবার সমলিঙ্গের মানুষদের মধ্যে বিয়েতে আপত্তি জানিয়ে প্রস্তাব পাশ হল বার কাউন্সিল অফ ইন্ডিয়ায় (বিসিআই) ৷ রবিবার এই প্রস্তাব পাশের কথা জানিয়েছেন বিসিআই চেয়ারম্যান মনন কুমার মিশ্র ৷ তাঁর দাবি, সমস্ত রাজ্যের বার কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই প্রস্তাব গৃহীত হয়েছে ৷

কিন্তু শীর্ষ আদালতে বিষয়টি বিচারাধীন থাকাকালীন কেন এই প্রস্তাব গ্রহণ করল বার কাউন্সিল অফ ইন্ডিয়া ? এর যুক্তি হিসেবে কাউন্সিলের তরফে বলা হয়েছে, মানবসভ্যতা ও সংস্কৃতির ইতিহাস বলছে শারীরিক দিক দিয়ে পুরুষ ও নারীর মধ্যে বন্ধনের যোগসূত্র হল বিবাহ ৷ এরসঙ্গে সন্তান প্রসবের বিষয়টিও জড়িত ৷ এই অবস্থায় ভালো উদ্দেশের জন্য হলেও মৌলিক অধিকার তকমা দিয়ে এই সমকামী সম্পর্ককে বৈবাহিক মর্যাদা দেওয়ার বিষয়টি আপত্তিজনক ৷ এই বিষয়ের সামাজিক ও ধর্মীয় দিকটিও আদালতের খতিয়ে দেখা উচিৎ বলে মনে করে বার কাউন্সিল ৷

এই ইস্যুতে কেন্দ্রের তরফে আদালতে বলা হয়েছে, বিষয়টি আইনসভা অর্থাৎ সংসদের উপর ছেড়ে দিতে ৷ বার কাউন্সিলও মনে করছে, যেহেতু জনগণের প্রতিনিধিত্ব করে আইনসভা, তাই এই বিষয়টি তাদের উপরই ছেড়ে দেওয়া উচিত ৷ সুপ্রিম কোর্টে এই বিষয়টির শুনানি নিয়ে দেশের নাগরিকরাও চিন্তিত বলে দাবি বার কাউন্সিলের ৷ দেশের 99.9 শতাংশ জনগণই সমকামী বিবাহের বিপক্ষে বলে মনে করে বার কাউন্সিল ৷

আরও পড়ুন: সমলিঙ্গ বিয়ে শহুরে অভিজাত দৃষ্টিভঙ্গি নয়, কেন্দ্রের দাবি না মেনে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

উল্লেখ, গত সপ্তাহ থেকে এই মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চে ৷ বিষয়টিকে শহুরে অভিজাত মানসিকতা বলেও আদালতে দাবি করেছে কেন্দ্র ৷ যদিও কেন্দ্রের এই যুক্তি মানতে চায়নি শীর্ষ আদালত, ফলে সমকামী বিবাহের বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টের বিবেচনাধীন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.