ETV Bharat / bharat

Amritpal Singh remains Elusive: এখনও অধরা অমৃতপাল, পঞ্জাবে স্তব্ধ ইন্টারনেট; বন্ধ এসএমএস পরিষেবা

author img

By

Published : Mar 19, 2023, 3:47 PM IST

খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক অমৃতপাল সিংকে এখনও গ্রেফতার করা সম্ভব হল না (Amritpal Singh remains Elusive) ৷ অশান্তি এড়াতে পঞ্জাবে ইন্টারনেট ও এসএমএস পরিষেবা আরও 24 ঘণ্টার জন্য বন্ধ রাখা হল (Ban on Internet Service in Punjab Extended) ৷

Ban on Internet Service in Punjab Extended as Amritpal Singh remains Elusive
ফাইল ছবি

চণ্ডীগড়, 19 মার্চ: খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে কালঘাম ছুটছে পঞ্জাব পুলিশের ৷ পলাতক অমৃতপালকে (Amritpal Singh remains Elusive) খুঁজতে একসঙ্গে বহু জায়গায় চালানো হচ্ছে তল্লাশি অভিযান ৷ অন্যদিকে, এই ঘটনা ঘিরে যাতে কোনওভাবেই রাজ্য়ে কোনও অশান্তি না-ছড়ায়, বা ভুয়ো খবর না-রটে, সেটাও নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার ৷ যার জেরে পঞ্জাবে আরও দু'দিনের জন্য ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে (Ban on Internet Service in Punjab Extended) ৷

শনিবার অমৃতপালের গ্রেফতারি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয় ৷ সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে তাঁকে গ্রেফতার করা হয়েছে ! অথচ পরে জানা যায়, পুলিশ অমৃতপালকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছিল একথা ঠিক ৷ কিন্তু, তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে পালান অমৃতপাল ৷ পরে নাকোদরে অমৃতপালের গাড়িটির খোঁজ মেলে ৷ সেই গাড়িতেই তাঁর মোবাইল ফোনটিও পাওয়া যায় !

এই প্রেক্ষাপটে রবিবারও অমৃতপালের সন্ধানে চারিদিকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ তারই মধ্য়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরকে উদ্ধৃত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়, পঞ্জাবের সর্বত্র সাধারণ ইন্টারনেট পরিষেবা এবং এসএমএস পরিষেবা 20 মার্চ (2023) দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে ৷ তবে মোবাইলের মাধ্যমে ব্য়াংকের কাজ এবং রিচার্জ করা যাবে ৷ মোবাইলে শুধুমাত্র ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা ৷ কিন্তু এই সময়সীমার মধ্যে অন্য়ান্য সুবিধা বা পরিষেবাগুলি পাওয়া যাবে না ৷ কাজ করবে না ডোঙ্গলও ৷ এর আগে রবিবার (19 মার্চ, 2023) দুপুর 12টা পর্যন্ত এই একই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছিল ৷ কিন্তু, রবিবার তার মেয়াদ আরও 24 ঘণ্টার জন্য বাড়ানো হয় ৷

আরও পড়ুন: কীভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন অমৃতপাল ?

এদিকে, অমৃতপালের গ্রেফতারির চেষ্টার প্রতিবাদে সরব হয়েছেন বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত শিখরা ৷ সূত্রের খবর, নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় শিখ বাসিন্দারা ৷ অমৃতপালকে ধরপাকড়ের প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা পার্লামেন্টের সদস্য টিম এস উপ্পল ৷

চণ্ডীগড়, 19 মার্চ: খালিস্তানপন্থী স্বঘোষিত শিখ প্রচারক অমৃতপাল সিংকে গ্রেফতার করতে গিয়ে কালঘাম ছুটছে পঞ্জাব পুলিশের ৷ পলাতক অমৃতপালকে (Amritpal Singh remains Elusive) খুঁজতে একসঙ্গে বহু জায়গায় চালানো হচ্ছে তল্লাশি অভিযান ৷ অন্যদিকে, এই ঘটনা ঘিরে যাতে কোনওভাবেই রাজ্য়ে কোনও অশান্তি না-ছড়ায়, বা ভুয়ো খবর না-রটে, সেটাও নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার ৷ যার জেরে পঞ্জাবে আরও দু'দিনের জন্য ইন্টারনেট ও এসএমএস পরিষেবা বন্ধ রাখা হয়েছে (Ban on Internet Service in Punjab Extended) ৷

শনিবার অমৃতপালের গ্রেফতারি নিয়ে বেশ কিছু বিভ্রান্তি তৈরি হয় ৷ সংবাদমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে তাঁকে গ্রেফতার করা হয়েছে ! অথচ পরে জানা যায়, পুলিশ অমৃতপালকে গ্রেফতার করতে অভিযান চালিয়েছিল একথা ঠিক ৷ কিন্তু, তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় ৷ পুলিশের চোখে ধুলো দিয়ে পালান অমৃতপাল ৷ পরে নাকোদরে অমৃতপালের গাড়িটির খোঁজ মেলে ৷ সেই গাড়িতেই তাঁর মোবাইল ফোনটিও পাওয়া যায় !

এই প্রেক্ষাপটে রবিবারও অমৃতপালের সন্ধানে চারিদিকে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে ৷ তারই মধ্য়ে রাজ্য স্বরাষ্ট্র দফতরকে উদ্ধৃত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় ৷ তাতে জানানো হয়, পঞ্জাবের সর্বত্র সাধারণ ইন্টারনেট পরিষেবা এবং এসএমএস পরিষেবা 20 মার্চ (2023) দুপুর 12টা পর্যন্ত বন্ধ থাকবে ৷ তবে মোবাইলের মাধ্যমে ব্য়াংকের কাজ এবং রিচার্জ করা যাবে ৷ মোবাইলে শুধুমাত্র ভয়েস কল করতে পারবেন গ্রাহকরা ৷ কিন্তু এই সময়সীমার মধ্যে অন্য়ান্য সুবিধা বা পরিষেবাগুলি পাওয়া যাবে না ৷ কাজ করবে না ডোঙ্গলও ৷ এর আগে রবিবার (19 মার্চ, 2023) দুপুর 12টা পর্যন্ত এই একই বিজ্ঞপ্তি কার্যকর করা হয়েছিল ৷ কিন্তু, রবিবার তার মেয়াদ আরও 24 ঘণ্টার জন্য বাড়ানো হয় ৷

আরও পড়ুন: কীভাবে জনপ্রিয়তার শিখরে পৌঁছলেন অমৃতপাল ?

এদিকে, অমৃতপালের গ্রেফতারির চেষ্টার প্রতিবাদে সরব হয়েছেন বিদেশে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত শিখরা ৷ সূত্রের খবর, নিউ ইয়র্কে অবস্থিত ভারতীয় দূতাবাসের বাইরে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় শিখ বাসিন্দারা ৷ অমৃতপালকে ধরপাকড়ের প্রচেষ্টায় উদ্বেগ প্রকাশ করেছেন কানাডা পার্লামেন্টের সদস্য টিম এস উপ্পল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.