ETV Bharat / bharat

BAMCEF Bharat Bandh : জাতি-ভিত্তিক জনগণনার দাবিতে আজ ভারত বনধ, ডাক দিয়েছে বিএএমসিইএফ

author img

By

Published : May 25, 2022, 10:31 AM IST

জনগণনা হলেও তা জাতি-ভিত্তিক হোক, এই দাবিতে আজ দেশজুড়ে বনধ ডেকেছে বিএএমসিইএফ ৷ এই ইস্যু ছাড়াও সিএএ, এনপিআর, এনআরসি, ইভিএম মেশিন ব্যবহার, এরকম আরও বেশকিছু ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদে এই বনধ (BAMCEF Bharat Bandh) ৷

Bharat Bandh 25 May
আজ ভারত বনধ

নয়াদিল্লি, 25 মে : জাতি-ভিত্তিক জনগণনার দাবিতে ভারত বনধ ডেকেছে পিছিয়ে থাকা এবং সংখ্যালঘু সম্প্রদায় বিএএমসিইএফ ৷ অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন বা বিএএমসিইএফ (All India Backward and minority communities Employees Federation, BAMCEF) কেন্দ্রের জাতি-ভিত্তিক জনগণনা না-করার প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে ৷ এই জাতি-ভিত্তিক গণনায় পিছিয়ে পড়া শ্রেণি ওবিসি গোষ্ঠীর সুবিধে হবে ৷ এই সংগঠন প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রেও তপশিলি জাতি, উপজাতি, ওবিসি-দের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে (BAMCEF calls Bharat Bandh demanding caste based census) ৷

এছাড়া ভোটের সময় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (Electronic Voting Machine) ব্যবহার, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর বিরোধিতা করেছে ৷

ওড়িশা এবং মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের সংরক্ষিত আলাদা নির্বাচক, বার্ধক্য ভাতা প্রকল্প চালু, শ্রমিকের অধিকার রক্ষা এবং আদিবাসী মানুষদের স্থানান্তরকরণ বন্ধ করা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ৷ চাষিদের জন্য এমএসপি-র নিশ্চয়তাও বাদ যায়নি এই সংগঠনের দাবির তালিকা থেকে ৷

আরও পড়ুন : Modi-Nitish : তেজস্বীদের সঙ্গে নিয়ে জাতির ভিত্তিতে জনগণনার দাবিতে মোদির কাছে নীতীশ

বহু দল, বিজেপির জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দেশে জাতি-ভিত্তিক জনগণনার দাবি তুলেছে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, এই গণনার ফলে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করতে সুবিধে হবে ৷ তিনি বলেন, "আমরা এটা খুব শিগগিরি শুরু করব এবং ঠিকঠাক ভাবে কার্যকরী করার বিষয়টিও নিশ্চিত করব ৷ একবার জাতি-ভিত্তিক জনগণনা হয়ে গেলে সরকার তাদের জন্য (পিছিয়ে পড়া শ্রেণি) উন্নয়নমূলক কাজকর্ম করতে পারবে ৷"

এর আগে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, ভারত সরকার তফশিলি জাতি এবং উপজাতি ছাড়া অন্য কোনও জাতি-ভিত্তিক জনগণনা না-করার নীতি নিয়েছে ৷

আরও পড়ুন : Caste Discrimination Case in Himachal : অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ, ঘটনা হিমাচলের

নয়াদিল্লি, 25 মে : জাতি-ভিত্তিক জনগণনার দাবিতে ভারত বনধ ডেকেছে পিছিয়ে থাকা এবং সংখ্যালঘু সম্প্রদায় বিএএমসিইএফ ৷ অল ইন্ডিয়া ব্যাকওয়ার্ড অ্যান্ড মাইনরিটি কমিউনিটিস এমপ্লয়িজ ফেডারেশন বা বিএএমসিইএফ (All India Backward and minority communities Employees Federation, BAMCEF) কেন্দ্রের জাতি-ভিত্তিক জনগণনা না-করার প্রতিবাদে এই বনধের ডাক দিয়েছে ৷ এই জাতি-ভিত্তিক গণনায় পিছিয়ে পড়া শ্রেণি ওবিসি গোষ্ঠীর সুবিধে হবে ৷ এই সংগঠন প্রাইভেট সেক্টরে চাকরির ক্ষেত্রেও তপশিলি জাতি, উপজাতি, ওবিসি-দের জন্য সংরক্ষণের দাবি জানিয়েছে (BAMCEF calls Bharat Bandh demanding caste based census) ৷

এছাড়া ভোটের সময় ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিনের (Electronic Voting Machine) ব্যবহার, ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনস বা এনআরসি, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এবং ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা এনপিআর-এর বিরোধিতা করেছে ৷

ওড়িশা এবং মধ্যপ্রদেশের পঞ্চায়েত নির্বাচনে ওবিসিদের সংরক্ষিত আলাদা নির্বাচক, বার্ধক্য ভাতা প্রকল্প চালু, শ্রমিকের অধিকার রক্ষা এবং আদিবাসী মানুষদের স্থানান্তরকরণ বন্ধ করা এই সংগঠনের অন্যতম উদ্দেশ্য ৷ চাষিদের জন্য এমএসপি-র নিশ্চয়তাও বাদ যায়নি এই সংগঠনের দাবির তালিকা থেকে ৷

আরও পড়ুন : Modi-Nitish : তেজস্বীদের সঙ্গে নিয়ে জাতির ভিত্তিতে জনগণনার দাবিতে মোদির কাছে নীতীশ

বহু দল, বিজেপির জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড (জেডিইউ) দেশে জাতি-ভিত্তিক জনগণনার দাবি তুলেছে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, এই গণনার ফলে সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের উন্নয়নে কাজ করতে সুবিধে হবে ৷ তিনি বলেন, "আমরা এটা খুব শিগগিরি শুরু করব এবং ঠিকঠাক ভাবে কার্যকরী করার বিষয়টিও নিশ্চিত করব ৷ একবার জাতি-ভিত্তিক জনগণনা হয়ে গেলে সরকার তাদের জন্য (পিছিয়ে পড়া শ্রেণি) উন্নয়নমূলক কাজকর্ম করতে পারবে ৷"

এর আগে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই লিখিতভাবে জানিয়ে দিয়েছেন, ভারত সরকার তফশিলি জাতি এবং উপজাতি ছাড়া অন্য কোনও জাতি-ভিত্তিক জনগণনা না-করার নীতি নিয়েছে ৷

আরও পড়ুন : Caste Discrimination Case in Himachal : অনুষ্ঠান বাড়িতে খাবার পরিবেশনেও জাতিগত ভেদাভেদ, ঘটনা হিমাচলের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.