ETV Bharat / bharat

Balapur laddu auction : নিলামে বালাপুর গণেশের লাড্ডু, দর উঠল 18.90 লাখ টাকা - Andhra Pradesh

অন্ধ্রের বিখ্যাত বালাপুর গণেশের লাড্ডুর নিলাম সম্পন্ন হল ৷ আজ বালাপুর মোড়ে শোভাযাত্রার পর ওই লাড্ডুর নিলাম শুরু হয় ৷ যার দাম উঠল 18.90 লাখ টাকা ৷ 1994 সাল থেকে এই প্রথা চলে আসছে ৷

Balapur Ganesh laddu auctioned for Rs 18.9 Lakh Rupees in Andhra Pradesh
নিলামে বালাপুর গণেশের লাড্ডু, দর উঠল 18.90 লাখ টাকা
author img

By

Published : Sep 19, 2021, 3:01 PM IST

Updated : Sep 19, 2021, 4:24 PM IST

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বালাপুর গণেশ লাড্ডুর নিলাম হল ৷ যেখানে বালাপুর গণেশের লাড্ডুর দাম উঠেছে 18.90 লাখ টাকা ৷ মারি শশঙ্কা রেড্ডি এবং তাঁর সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদের সদস্য রমেশ যাদব যৌথভাবে 2021’র এই বালাপুর লাড্ডু কিনেছেন ৷ যেখানে লাড্ডুর নিলাম শুরু হয় 1,116 টাকা থেকে এবং যার দাম বাড়তে বাড়তে 18 লাখ 90 হাজার টাকায় গিয়ে থামে ৷ মোট 19 জন এই নিলামে অংশ নিয়েছিলেন ৷

অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব জানান, তিনি ভগবান গণেশের কাছে অন্ধ্রপ্রদেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছিলেন ৷ তিনি আরও জানিয়েছেন, বালাপুর গণেশের এই লাড্ডু তিনি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে উপহার স্বরূপ দেবেন ৷ যার পরে ফের একবার গণেশ দেবতার কাছে অন্ধ্রপ্রদেশের নাগরিকদের জন্য প্রার্থনা করেন ৷

আরও পড়ুন : Icore Money Laundering Case: আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

1994 সাল থেকে এই বালাপুর গণেশ লাড্ডু নিলামে তোলার প্রচলন শুরু হয়েছে ৷ কিন্তু, 2020 সালে উৎসব কমিটি করোনা অতিমারির কারণে এই লাড্ডু নিলামের অনুষ্ঠান আয়োজন করেনি ৷ তার আগে 2019 সালে কোলানু রাম রেড্ডি নামে এক ব্যক্তি 17.60 লাখ টাকায় বালাপুর গণেশ লাড্ডু’র নিলাম জেতেন ৷ তবে, এই নিলামের একটি বিশেষ নিয়ম রয়েছে ৷ যেখানে স্থানীয় কোনও ব্যক্তি ওই লাড্ডু নিলামে জিতলে, তাঁর টাকা আয়োজকদের পরের বছর নিলামের সময় দেওয়া যায় ৷ কিন্তু, বাইরের কেউ এই নিলামে লাড্ডু জিতলে, তাঁকে বা তাঁদের তৎক্ষণাৎ ওই লাড্ডুর টাকা আয়োজকদের দিতে হয় ৷

আরও পড়ুন : Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

তেলেঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্রারেড্ডি, প্রাক্তন বিধায়ক কৃষ্ণা রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব এই নিলামে অংশ নিয়েছিলেন ৷ নিলাম শুরু আগে বালাপুর গণেশের মূর্তির শোভাযাত্রা বের করা হয় ৷ তার পর সেই শোভাযাত্রা বালাপুর মোড়ে থামিয়ে লাড্ডুর নিলাম শুরু হয় ৷

হায়দরাবাদ, 19 সেপ্টেম্বর : অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বালাপুর গণেশ লাড্ডুর নিলাম হল ৷ যেখানে বালাপুর গণেশের লাড্ডুর দাম উঠেছে 18.90 লাখ টাকা ৷ মারি শশঙ্কা রেড্ডি এবং তাঁর সঙ্গে অন্ধ্রপ্রদেশের বিধান পরিষদের সদস্য রমেশ যাদব যৌথভাবে 2021’র এই বালাপুর লাড্ডু কিনেছেন ৷ যেখানে লাড্ডুর নিলাম শুরু হয় 1,116 টাকা থেকে এবং যার দাম বাড়তে বাড়তে 18 লাখ 90 হাজার টাকায় গিয়ে থামে ৷ মোট 19 জন এই নিলামে অংশ নিয়েছিলেন ৷

অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব জানান, তিনি ভগবান গণেশের কাছে অন্ধ্রপ্রদেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা করেছিলেন ৷ তিনি আরও জানিয়েছেন, বালাপুর গণেশের এই লাড্ডু তিনি মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডিকে উপহার স্বরূপ দেবেন ৷ যার পরে ফের একবার গণেশ দেবতার কাছে অন্ধ্রপ্রদেশের নাগরিকদের জন্য প্রার্থনা করেন ৷

আরও পড়ুন : Icore Money Laundering Case: আইকোর মামলায় মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের

1994 সাল থেকে এই বালাপুর গণেশ লাড্ডু নিলামে তোলার প্রচলন শুরু হয়েছে ৷ কিন্তু, 2020 সালে উৎসব কমিটি করোনা অতিমারির কারণে এই লাড্ডু নিলামের অনুষ্ঠান আয়োজন করেনি ৷ তার আগে 2019 সালে কোলানু রাম রেড্ডি নামে এক ব্যক্তি 17.60 লাখ টাকায় বালাপুর গণেশ লাড্ডু’র নিলাম জেতেন ৷ তবে, এই নিলামের একটি বিশেষ নিয়ম রয়েছে ৷ যেখানে স্থানীয় কোনও ব্যক্তি ওই লাড্ডু নিলামে জিতলে, তাঁর টাকা আয়োজকদের পরের বছর নিলামের সময় দেওয়া যায় ৷ কিন্তু, বাইরের কেউ এই নিলামে লাড্ডু জিতলে, তাঁকে বা তাঁদের তৎক্ষণাৎ ওই লাড্ডুর টাকা আয়োজকদের দিতে হয় ৷

আরও পড়ুন : Modi's Birthday Video Controversy: মোদির জন্মদিনে বিজেপির উন্নয়ন-ভিডিয়োয় আমেরিকার ছবি, বিস্ফোরক কুণাল

তেলেঙ্গানার শিক্ষামন্ত্রী সবিতা ইন্দ্রারেড্ডি, প্রাক্তন বিধায়ক কৃষ্ণা রেড্ডি এবং অন্ধ্রপ্রদেশ বিধান পরিষদের সদস্য রমেশ যাদব এই নিলামে অংশ নিয়েছিলেন ৷ নিলাম শুরু আগে বালাপুর গণেশের মূর্তির শোভাযাত্রা বের করা হয় ৷ তার পর সেই শোভাযাত্রা বালাপুর মোড়ে থামিয়ে লাড্ডুর নিলাম শুরু হয় ৷

Last Updated : Sep 19, 2021, 4:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.