ETV Bharat / bharat

Bobby Deol : ববি দেওলের শুটিং সেটে বজরং দলের তাণ্ডব, পরিচালক প্রকাশ ঝায়ের উপর কালি - ববি দেওলের আশ্রম 3-এর সেটে বজরং দলের তাণ্ডব

ভোপালে ববি দেওলের (Bobby Deol) আশ্রম-3 (Ashram 3)-এর সেটে তাণ্ডব চালাল বজরং দল (Bajrang Dal)৷ পরিচালক প্রকাশ ঝায়ের (Prakash Jha) উপর কালিও ছেটায় তারা ৷ বজরং দলের পক্ষে সিরিজের নাম বদলের দাবি জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 'আশ্রম' নাম বদলে অন্য কিছু রাখতে হবে ৷ আশ্রম নামের মাধ্যমে সনাতন ধর্মের অপমান করা হচ্ছে ৷

Bobby Deol, Ashram 3, Bajrang Dal, Prakash Jha
ববি দেওলের আশ্রম 3-এর সেটে বজরং দলের তাণ্ডব
author img

By

Published : Oct 24, 2021, 10:31 PM IST

Updated : Oct 25, 2021, 9:53 AM IST

ভোপাল, 24 অক্টোবর : ববি দেওলের (Bobby Deol) আশ্রম-3 সিরিজের (Ashram 3)-এর শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালাল বজরং দল (Bajrang Dal)৷ শুধু সেটে তাণ্ডবই নয়, পরিচালক প্রকাশ ঝায়ের (Prakash Jha) উপরও কালিও ছেটায় তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ বজরং দলের পক্ষে সিরিজের নাম বদলের দাবি জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 'আশ্রম' নাম বদলে অন্য কিছু রাখতে হবে ৷ আশ্রম নামের মাধ্যমে সনাতন ধর্মের অপমান করা হচ্ছে ৷

রবিবার ভোপালের পুরানো সংশোধনাগারে আশ্রম 3-এর ইউনিট শুটিংয়ে ব্যস্ত ছিল ৷ হঠাৎই সেখানে উপস্থিত হয় বজরং দলের সদস্যরা ৷ অভিযোগ, শুটিং ইউনিটের দিকে পাথর ছোড়ে তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ শুধু তাই নয়, সেটেও ভাঙচুর চালায় বজরং দলের সদস্যরা৷

ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি জানান, দুষ্কৃতীদের ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় ৷ শুটিং ইউনিটের কেউ গুরুতর জখম হননি ৷ তবে তাদের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

এদিকে বজরং দলের পক্ষে সুশীল সুদেলে বলেন, "তবে এই রাজ্যের ভূমি ব্যবহার করে সনাতন ধর্মকে অপমান করে কোনও কাজ মধ্যপ্রদেশে দাঁড়িয়ে আমরা করতে দেব না ৷ আশ্রমের আগের সিরিজে নারীজাতির অপমানকর রূপ দেখানো হয়েছে ৷ আমরা তার বিরোধিতা করছি ৷ জনপ্রিয়তা অর্জন করার জন্য যা খুশি তাই করা যাবে না ৷"

সুশীল সুদেলে আরও বলেন, "আজ পরিচালককে আমরা সতর্ক করলাম ৷ আমরা এই সিরিজের নাম বদলের দাবি জানাচ্ছি ৷ তা না-হলে আমরা আবারও এমন প্রতিবাদ জানাব ৷"

আরও পড়ুন : Punjab Congress: ‘চল্লিশ বছরে এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য দেখিনি’, সিধুকে তীব্র আক্রমণ মণীশের

ভোপাল, 24 অক্টোবর : ববি দেওলের (Bobby Deol) আশ্রম-3 সিরিজের (Ashram 3)-এর শুটিং চলাকালীন সেটে তাণ্ডব চালাল বজরং দল (Bajrang Dal)৷ শুধু সেটে তাণ্ডবই নয়, পরিচালক প্রকাশ ঝায়ের (Prakash Jha) উপরও কালিও ছেটায় তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ পরে পুলিশি হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি ৷ বজরং দলের পক্ষে সিরিজের নাম বদলের দাবি জানানো হয়েছে ৷ বলা হয়েছে, 'আশ্রম' নাম বদলে অন্য কিছু রাখতে হবে ৷ আশ্রম নামের মাধ্যমে সনাতন ধর্মের অপমান করা হচ্ছে ৷

রবিবার ভোপালের পুরানো সংশোধনাগারে আশ্রম 3-এর ইউনিট শুটিংয়ে ব্যস্ত ছিল ৷ হঠাৎই সেখানে উপস্থিত হয় বজরং দলের সদস্যরা ৷ অভিযোগ, শুটিং ইউনিটের দিকে পাথর ছোড়ে তারা ৷ শুটিং ইউনিটের বেশ কয়েকজন সদস্য জখম হয়েছেন ৷ শুধু তাই নয়, সেটেও ভাঙচুর চালায় বজরং দলের সদস্যরা৷

ভোপালের ডিআইজি ইরশাদ ওয়ালি জানান, দুষ্কৃতীদের ঘটনাস্থল থেকে বের করে দেওয়া হয় ৷ শুটিং ইউনিটের কেউ গুরুতর জখম হননি ৷ তবে তাদের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে ৷ দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

এদিকে বজরং দলের পক্ষে সুশীল সুদেলে বলেন, "তবে এই রাজ্যের ভূমি ব্যবহার করে সনাতন ধর্মকে অপমান করে কোনও কাজ মধ্যপ্রদেশে দাঁড়িয়ে আমরা করতে দেব না ৷ আশ্রমের আগের সিরিজে নারীজাতির অপমানকর রূপ দেখানো হয়েছে ৷ আমরা তার বিরোধিতা করছি ৷ জনপ্রিয়তা অর্জন করার জন্য যা খুশি তাই করা যাবে না ৷"

সুশীল সুদেলে আরও বলেন, "আজ পরিচালককে আমরা সতর্ক করলাম ৷ আমরা এই সিরিজের নাম বদলের দাবি জানাচ্ছি ৷ তা না-হলে আমরা আবারও এমন প্রতিবাদ জানাব ৷"

আরও পড়ুন : Punjab Congress: ‘চল্লিশ বছরে এমন বিশৃঙ্খলা, নৈরাজ্য দেখিনি’, সিধুকে তীব্র আক্রমণ মণীশের

Last Updated : Oct 25, 2021, 9:53 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.