নয়াদিল্লি, 15 নভেম্বর : লখিমপুর খেরি কাণ্ডে জামিন পেলেন না কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রর (Ajay Kumar Mishra) ছেলে আশিস মিশ্র (Ashish Mishra) ও তাঁর দুই সহযোগী ৷ সোমবার লখিমপুর খেরি জেলা ও দায়রা আদালত তাঁদের জামিনের আবেদন খারিজ করে দেয় ৷ প্রসঙ্গত, লখিমপুর খেরিতে খুনের ঘটনায় অন্যতম প্রধান অভিযুক্ত হলেন আশিস মিশ্র ৷ 3 অক্টোবরের ওই ঘটনায় প্রাণ যায় আটজনের ৷ এই ঘটনার ছ’দিন পর গত 9 অক্টোবর আশিসকে গ্রেফতার করা হয় ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : লখিমপুরের ঘটনায় পাঁচজনের ছবি প্রকাশ সিটের, সাধারণ মানুষের কাছে পরিচয় জানাতে আর্জি
সরকারি আইনজীবী অরবিন্দ ত্রিপাঠী জানিয়েছেন, এদিন আশিস ও তাঁর দুই সঙ্গী লভ কুশ রানা এবং আশিস পাণ্ডে তাঁদের জামিনের আবেদন জানান ৷ কিন্তু, আদালত সেই আর্জি খারিজ করে দেয় ৷ শুনানি চলাকালীন বিচারক মুকেশ মিশ্র জানান, এই ঘটনার তদন্ত এখনও চলছে ৷ তাছাড়া, মূল অভিযুক্তকে মুক্তি দেওয়ার মতো কোনও জোরালো কারণও নেই ৷ তাই তাঁকে জামিন দেওয়ার কোনও প্রশ্নই নেই ৷
উপরন্তু, সরকারি আইনজীবী আদালতকে জানিয়েছেন, ঘটনার সময় আশিস মিশ্র যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, সেই দাবির স্বপক্ষে এখনও পর্যন্ত 60 জন সাক্ষ্য দিয়েছেন ৷ তাছাড়া, ব্যালিস্টিক রিপোর্টও বলছে, সেদিন যে গুলি ছোড়া হয়েছিল, তাতে আশিসের আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে ৷ প্রসঙ্গত, গত সপ্তাহেই এই মামলায় ফরেনসিকের রিপোর্ট প্রকাশ্যে আসে ৷ তাতে দেখা যায়, শুধুমাত্র আশিস নন, তাঁর দুই বন্ধু অঙ্কিত দাস এবং তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী লতিফ ওরফে কালের আগ্নেয়াস্ত্র থেকেও ঘটনার দিন গুলি ছোড়া হয়েছিল ৷
আরও পড়ুন : Lakhimpur Kheri Violence : সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বর্তমান বিচারপতির অধীনে তদন্তের দাবি প্রিয়াঙ্কার
যদিও এত তথ্যপ্রমাণের পরও আশিসের আইনজীবী সলিল শ্রীবাস্তব, চন্দ্র মোহন এবং অবধেশ দুবে দাবি করেছেন, ঘটনার সময় তাঁদের মক্কেল সেখানে উপস্থিত ছিলেন না ৷ আদালত অবশ্য এই দাবিকে পাত্তা দেয়নি ৷ আর সেই কারণেই এদিন আশিস ও তাঁর দুই সহযোগীর জামিনের আবেদন বাতিল হয়ে যায় ৷