জব্বলপুর(মধ্যপ্রদেশ), 1 এপ্রিল: বৃহস্পতিবার কয়েকটি রাজ্যে রামনবমী মিছিলে হামলার ঘটনা ঘটেছে ৷ এরপরই বাঘেশ্বর ধাম প্রধান পণ্ডিত ধীরেন্দ্র শাস্ত্রী জনসমক্ষ্যে হামলাকারীদের হুমকি দিলেন । শনিবার জব্বলপুরের একটি অনুষ্ঠানের শেষ দিনে জনগণের উদ্দেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, অনেক রাজ্যে রামনবমী মিছিলে পাথর ছোড়া হয়েছে । রাম প্রেমের প্রতীক ৷ তাঁকে নিয়ে অনুষ্ঠানে এই ধরনের ঘটনা দুর্ভাগ্যজন । এটি দেশের দুর্ভাগ্য ৷ কিন্তু এরকম ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না ৷ এর বিরুদ্ধে হিন্দুদের এখন ঐক্যবদ্ধ হতে হবে ৷"
হিন্দু রাষ্ট্রের পক্ষে স্লোগান দিতে দিতে ধীরেন্দ্র শাস্ত্রী উপস্থিত দর্শকদের জিজ্ঞাসা করেন, তাদের মধ্যে যারা হিন্দু রাষ্ট্রের পক্ষে রয়েছেন তারা হাত তুলুন । এই অনুষ্ঠানে তিনি হামলাকারীদের প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেন । তিনি আবার হাত তুলে প্রশ্ন করেন, "যারা রামনবমীতে মিছিলের উপর পাথর ছুঁড়ল তাদের কে চিতায় তুলবে ? যারা সাধুদের বিরোধিতা করছে তাদের চিতায় কে তুলবে ? যারা সনাতন ধর্মের বিরোধিতা করছে তাদের চিতার উপর কে তুলবে ৷" বাঘেশ্বর ধাম প্রধান ধীরেন্দ্র শাস্ত্রী বলেন, "আপনাকে যদি ভারতে থাকতে হয়, আপনাকে সীতা রাম জপ করতে হবে ৷"
বাগেশ্বর ধাম প্রধান এর আগেও এরকম মন্তব্য করে বিভিন্ন সময়ে বিতর্কে জড়িয়েছেন । 28 মার্চ জব্বলপুরে একটি ধর্মীয় সমাবেশে ভাষণ দেওয়ার সময় তিনি বলেছিলেন, তিনি শীঘ্রই তাঁর মুসলিম সম্প্রদায়ের ভক্তদের অনুরোধে মধ্যপ্রদেশের জব্বলপুরের কাটনি এলাকায় তাদের জন্য রাম কথা পাঠ করবেন । এবার আবারও তাঁর মন্তব্য ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে । এদিকে রামনবমী ঘিরে দেশের বিভিন্ন প্রান্তেই সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিহার থেকে শুরু করে পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা ঘটেছে। বিহারে সংঘর্ষের ঘটনার জেরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সাসারাম যাত্রা বাতিল হয়েছে। এমনই আবহে আবারও বিতর্কে জড়ালেন ধীরেন্দ্র শাস্ত্রী ।
আরও পড়ুন: অবিলম্বে হিন্দু রাষ্ট্রে পরিণত হবে ভারত, দাবি স্বঘোষিত ঈশ্বর ধীরেন্দ্র শাস্ত্রীর