মহারাষ্ট্র, 30 জানুয়ারি: ফের বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠল বাগেশ্বর ধামের (Bageshwar Dham) প্রধান ধীরেন্দ্র কৃষ্ণ শাস্ত্রীর (Dhirendra Krishna Shastri) বিরুদ্ধে ৷ এবার তিনি দাবি করেছেন, সন্ত তুকারামকে (Sant Tukaram) তাঁর স্ত্রী মারধর করেছিলেন । তবে এই প্রথম নয়, এর আগেও তাঁকে এই ধরনের মন্তব্য করতে শোনা গিয়েছে ৷ এর আগে তিনি দাবি করেছিলেন যে তিনি অন্যদের মন পড়ার অলৌকিক ক্ষমতার অধিকারী ।
সাম্প্রতিক ভিডিয়োতে ধীরেন্দ্রকে বলতে শোনা যায় যে সন্ত তুকারাম মহারাজকে তাঁর স্ত্রী প্রতিদিন মারধর করতেন এবং সেই কাজের জন্য দেবত্বের ব্যাখ্যা করতেন । এই মন্তব্য স্বাভাবিকভাবে বিতর্ক তৈরি করেছে ৷ বিজেপি (BJP) ও এনসিপি (NCP) ভিডিয়োটি অবিলম্বে নিষিদ্ধ করার দাবিতে সরব হয়েছে ৷ একই সঙ্গে তাদের দাবি, ধীরেন্দ্রের ক্ষমা চাওয়া উচিত ।
সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ঘুরছে, সেখানে ধীরেন্দ্র বলেছেন, "সন্ত তুকারাম মহারাষ্ট্রের একজন মহাত্মা ছিলেন । তাঁর স্ত্রী তাঁকে প্রতিদিন লাঠি দিয়ে মারতেন । কেউ একজন তাঁকে জিজ্ঞাসা করেছিল, আপনার স্ত্রী আপনাকে প্রতিদিন মারধর করেন ? আপনি লজ্জা পান না ? যার উত্তরে সন্ত তুকারাম বলেছিলেন, আমি যদি স্নেহময়ী স্ত্রী পেতাম, তাহলে আমি ঈশ্বরের প্রেমে পড়তাম না । এমনই একটি অভদ্র স্ত্রীই আমাকে ঈশ্বরের সেবা করতে দিচ্ছে ।"
এই বক্তব্য নেটিজেনদের মধ্যে বিতর্কের জন্ম দিয়েছে । বিজেপির আধ্যাত্মিক ইউনিটের আচার্য তুষার ভোঁসলে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন ৷ তিনি বলেছেন, "ধীরেন্দ্র শাস্ত্রী জগৎগুরু তুকারাম সম্পর্কে কথা বলার সময় একটি ভুল উদাহরণ উল্লেখ করেছেন । এতে সন্ত তুকারাম মহারাজ ও তাঁর স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে । এতে শুধু ওয়ারকারি সম্প্রদায় নয়, সমগ্র মহারাষ্ট্রের অপমান হয়েছে । ধীরেন্দ্র শাস্ত্রীকে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে ।"
বাগেশ্বর বাবার বক্তব্যের নিন্দা করেছেন এনসিপির নেতা ও মহারাষ্ট্রের সাংসদ সুপ্রিয়া সুলে । তিনি বলেন, "সন্ত তুকারাম মহারাজকে নিয়ে কেউ ভুল কিছু বললে, তা প্রকাশ্যে নিন্দা করা উচিত । আমি আধ্যাত্মিকতায় বিশ্বাসী । এই ধরনের মন্তব্য সহ্য করা হবে না ।" সন্ত তুকারাম সম্পর্কে ধীরেন্দ্রের অসম্মানজনক মন্তব্যের নিন্দা করা ব্যক্তিদের মধ্যে সম্ভাজি ব্রিগেড নেতা সম্যোষ শিন্ডে রয়েছেন ৷
আরও পড়ুন: 'আমার পাশে দাঁড়ান, লাদাখ বাঁচান !' বলছেন 'ফুংসুখ ওয়াংড়ু'