ETV Bharat / bharat

Babul Supriyo on farm laws repeal : ভোটের স্বার্থেই কি কৃষি আইন প্রত্যাহার, ত্রিপুরায় প্রচারে এসে প্রশ্ন বাবুলের - ত্রিপুরা ভোট

পৌরভোটের প্রচারে দু’দিনের ত্রিপুরা সফরে এসেছেন বাবুল সুপ্রিয় ৷ এখানেই কৃষি আইন প্রত্যাহারের কারণ নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ কৃষকের স্বার্থে, নাকি ভোটের স্বার্থে এমন পদক্ষপ, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল সুপ্রিয়

babul supriyo comments on farm laws repeal during tripura visit
Babul Supriyo : ভোটের স্বার্থেই কি কৃষি আইন প্রত্যাহার, ত্রিপুরায় প্রচারে এসে প্রশ্ন বাবুলের
author img

By

Published : Nov 19, 2021, 6:32 PM IST

আগরতলা, 19 নভেম্বর : দু’দিনের সফরে ত্রিপুরায় এসেই বিজেপিকে নিশানা করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ শুক্রবার বিমানে আগরতলা পৌঁছান তিনি ৷ বিমান বন্দরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষি আইন প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানান বাবুল ৷ তবে এই সিদ্ধান্ত কৃষকের স্বার্থে, নাকি ভোটের স্বার্থে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার সময় বাবুল বলেছিলেন, তিনি প্রথম একাদশে থাকতে চান ৷ সেই সময় প্রশ্ন উঠেছিল, তাহলে কি মোদি মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া হওয়াতেই শিবির বদলে তৃণমূলে নাম লেখান তিনি ? বাবুল অবশ্য তেমনটা মানেনি ৷ কিন্তু, তিনি ‘প্রথম একাদশে’ থাকতে চাইলেও দলবদলের পর এখনও পর্যন্ত তাঁকে বড় কোনও দায়িত্ব দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন, ওই জায়গায় হয়তো বাবুলকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তেমনটাও হয়নি ৷ ফলে ঘাসফুল শিবিরে বাবুলের ভূমিকা ও গুরুত্ব ঠিক কতটা, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷

এরই মধ্যেই শুক্রবার ত্রিপুরায় পৌঁছান বাবুল ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পৌরভোটের প্রচারই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য ৷ দু’দিনে একগুচ্ছ কর্মসূচিও রয়েছে বাবুলের হাতে ৷ তার আগেই কৃষি আইন প্রত্যাহার নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বাবুল বলেন, ‘‘সারা দেশে কৃষি আইনের বিরোধিতা করা হয়েছে ৷ টানা আন্দোলনের পর জয়ী হয়েছেন দেশের কৃষকরা ৷ তাতে আমি খুশি ৷ তবে উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ এদিকে, সদ্য শেষ হওয়া উপনির্বাচনে বিজেপির ফল ভাল হয়নি ৷ এতেই পিছু হঠতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ভোটের আগে প্রথমেই জ্বালানি তেলের দাম কমিয়েছে তারা ৷ আর এবার বিতর্কিত তিন আইনও প্রত্যাহার করে নেওয়া হল ৷’’ এই কারণে আইন প্রত্যাহারে ভোটের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল ৷

আরও পড়ুন : Babul Supriyo : বাঙালিদের বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী , বিস্ফোরক বাবুল

প্রসঙ্গত, এর আগে বাবুল যখন ত্রিপুরায় এসেছিলেন, তখন তিনি বিজেপির সাংসদ ৷ আর এখন তৃণমূলের নেতা ৷ এই পরিচয় বদল নিয়ে প্রশ্ন করা হলে বাবুল জানান, তিনি যখন যে কাজটাই করেন, সেটা মন দিয়ে করেন ৷ বিজেপির এই প্রাক্তনীর বক্তব্য, ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার ডাহা ফেল ৷ মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোটে জিতেছিল, তার অধিকাংশ পূরণ করা হয়নি ৷ তাই, ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বাবুল যথেষ্ট আশাবাদী ৷ পাশাপাশি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভাষা নিয়েও তাঁকে কটাক্ষ করেছেন বাবুল ৷

আগরতলা, 19 নভেম্বর : দু’দিনের সফরে ত্রিপুরায় এসেই বিজেপিকে নিশানা করলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয় (Babul Supriyo) ৷ শুক্রবার বিমানে আগরতলা পৌঁছান তিনি ৷ বিমান বন্দরেই সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কৃষি আইন প্রত্যাহারের কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানান বাবুল ৷ তবে এই সিদ্ধান্ত কৃষকের স্বার্থে, নাকি ভোটের স্বার্থে, তা নিয়ে প্রশ্নও তুলেছেন তিনি ৷

আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করার সময় বাবুল বলেছিলেন, তিনি প্রথম একাদশে থাকতে চান ৷ সেই সময় প্রশ্ন উঠেছিল, তাহলে কি মোদি মন্ত্রিসভায় রাষ্ট্রমন্ত্রীর পদ হাতছাড়া হওয়াতেই শিবির বদলে তৃণমূলে নাম লেখান তিনি ? বাবুল অবশ্য তেমনটা মানেনি ৷ কিন্তু, তিনি ‘প্রথম একাদশে’ থাকতে চাইলেও দলবদলের পর এখনও পর্যন্ত তাঁকে বড় কোনও দায়িত্ব দেয়নি তৃণমূল কংগ্রেস ৷ অর্পিতা ঘোষ রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার পর অনেকেই মনে করেছিলেন, ওই জায়গায় হয়তো বাবুলকে নিয়ে যাওয়া হবে, কিন্তু তেমনটাও হয়নি ৷ ফলে ঘাসফুল শিবিরে বাবুলের ভূমিকা ও গুরুত্ব ঠিক কতটা, তা নিয়ে ইতিমধ্যেই নানা মহলে জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷

এরই মধ্যেই শুক্রবার ত্রিপুরায় পৌঁছান বাবুল ৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, পৌরভোটের প্রচারই তাঁর এই সফরের প্রধান লক্ষ্য ৷ দু’দিনে একগুচ্ছ কর্মসূচিও রয়েছে বাবুলের হাতে ৷ তার আগেই কৃষি আইন প্রত্যাহার নিয়ে তাঁকে প্রশ্ন করা হলে বাবুল বলেন, ‘‘সারা দেশে কৃষি আইনের বিরোধিতা করা হয়েছে ৷ টানা আন্দোলনের পর জয়ী হয়েছেন দেশের কৃষকরা ৷ তাতে আমি খুশি ৷ তবে উত্তরপ্রদেশ, পঞ্জাব-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন ৷ এদিকে, সদ্য শেষ হওয়া উপনির্বাচনে বিজেপির ফল ভাল হয়নি ৷ এতেই পিছু হঠতে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার ৷ ভোটের আগে প্রথমেই জ্বালানি তেলের দাম কমিয়েছে তারা ৷ আর এবার বিতর্কিত তিন আইনও প্রত্যাহার করে নেওয়া হল ৷’’ এই কারণে আইন প্রত্যাহারে ভোটের ভূমিকা রয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাবুল ৷

আরও পড়ুন : Babul Supriyo : বাঙালিদের বিশ্বাস করেন না প্রধানমন্ত্রী , বিস্ফোরক বাবুল

প্রসঙ্গত, এর আগে বাবুল যখন ত্রিপুরায় এসেছিলেন, তখন তিনি বিজেপির সাংসদ ৷ আর এখন তৃণমূলের নেতা ৷ এই পরিচয় বদল নিয়ে প্রশ্ন করা হলে বাবুল জানান, তিনি যখন যে কাজটাই করেন, সেটা মন দিয়ে করেন ৷ বিজেপির এই প্রাক্তনীর বক্তব্য, ত্রিপুরায় বিপ্লব দেবের সরকার ডাহা ফেল ৷ মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ভোটে জিতেছিল, তার অধিকাংশ পূরণ করা হয়নি ৷ তাই, ত্রিপুরায় তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে বাবুল যথেষ্ট আশাবাদী ৷ পাশাপাশি, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের ভাষা নিয়েও তাঁকে কটাক্ষ করেছেন বাবুল ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.