ETV Bharat / bharat

Babita Phogat at Jantar Mantar: কেন্দ্রের বার্তা নিয়ে বিক্ষোভরত কুস্তিগীরদের কাছে ববিতা - বিক্ষোভরত কুস্তিগীরদের কাছে ববিতা

বৃহস্পতিবার যন্তর মন্তরে এলেন ববিতা ফোগত ৷ কেন্দ্রের তরফে আন্দোলনরত কুস্তিগীরদের দিলেন বিশেষ বার্তা (Babita Phogat meets Protesting Wrestlers at Jantar Mantar) ৷

Babita Phogat meets Protesting Wrestlers at Jantar Mantar to convey message from centre
বিক্ষোভকারীদের সঙ্গে কথা ববিতা ফোগতের
author img

By

Published : Jan 19, 2023, 6:45 PM IST

নয়াদিল্লি, 19 জানুয়ারি: দিল্লির যন্তর মন্তরে এলেন জনপ্রিয় কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতা ফোগত ৷ এখানে যে কুস্তিগীররা বুধবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি (Babita Phogat meets Protesting Wrestlers at Jantar Mantar) ৷ দেন পাশে থাকার বার্তা ৷ জানান, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিক্ষোভাকারী প্রতি সহানুভূতিশীল এবং তারা আন্দোলনকারীদের পাশে আছে ৷

  • I have assured them that the government is with them. I will try that their issues are resolved today: Champion wrestler & BJP leader Babita Phogat at Jantar Mantar protest site in Delhi pic.twitter.com/By8aIvnhd9

    — ANI (@ANI) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করার অভিযোগ তুলে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ৷ তাতে যোগ দিয়েছেন বিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো নামী কুস্তিগীররাও ৷ এই ঘটনায় সরাসরি ভারতীয় কুস্তি ফেডারেশন এবং তার প্রধান ব্রিজ ভূষণ শারন সিংকেই কাঠগড়ায় তুলছেন বিক্ষোভকারীরা ৷ এদিন যন্তর মন্তরে পৌঁছে প্রথমেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ববিতা ৷ মাইক হাতে তাঁকে বলতে শোনা যায়, "আমি আপনাদের সকলকেই আশ্বস্ত করতে চাই ৷ আমি আপনাদের বলতে চাই যে সরকার আপনাদের পাশে আছে ৷"

আরও পড়ুন: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি, টেনে নিয়ে গেল মদ্যপ চালক !

প্রসঙ্গত, ববিতা শুধুমাত্র একজন পদকজয়ী কুস্তিগীর নন ৷ সম্প্রতি হরিয়ানার ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের সহনির্দেশক পদেও বসানো হয়েছে তাঁকে ৷ যন্তর মন্তরের অবস্থান বিক্ষোভ সম্পর্কে আগেই টুইট করেছিলেন তিনি ৷ লিখেছিলেন, "কুস্তির এই বিষয়টিতে আমি আমার সমস্ত সহখেলোয়াড়ের পাশে আছি ৷ আমি আপনাদের আশ্বস্ত করছি, এই বিষয়টি নিয়ে সরকারের সমস্ত স্তরে কথা বলব ৷ খেলোয়াড়রা যেটা সঠিক বলে মনে করবেন, ভবিষ্যতে তেমনই পদক্ষেপ করা হবে ৷"

এদিন বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন আর এক জনপ্রিয় কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনি বলেন, "সরকারের তরফ থেকে একজন মধ্যস্থতাকারী হিসাবে ববিতা ফোগত এখানে এসেছিলেন ৷ আমরা আগে ওঁর সঙ্গে ভালো করে কথা বলি ৷ তারপর সকলকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেব ৷" বজরং মনে করেন, কুস্তিগীররা তাঁদের সম্মান এবং অধিকারের জন্য এই লড়াই শুরু করেছেন ৷ তাঁর কথায়, "আমরা যদি আমাদের দেশের জন্য লড়াই করতে পারি, তাহলে আমাদের অধিকারের জন্যও পারি ৷ যাঁরা এখানে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ৷"

নয়াদিল্লি, 19 জানুয়ারি: দিল্লির যন্তর মন্তরে এলেন জনপ্রিয় কুস্তিগীর তথা বিজেপি নেত্রী ববিতা ফোগত ৷ এখানে যে কুস্তিগীররা বুধবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন, বৃহস্পতিবার তাঁদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি (Babita Phogat meets Protesting Wrestlers at Jantar Mantar) ৷ দেন পাশে থাকার বার্তা ৷ জানান, কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার বিক্ষোভাকারী প্রতি সহানুভূতিশীল এবং তারা আন্দোলনকারীদের পাশে আছে ৷

  • I have assured them that the government is with them. I will try that their issues are resolved today: Champion wrestler & BJP leader Babita Phogat at Jantar Mantar protest site in Delhi pic.twitter.com/By8aIvnhd9

    — ANI (@ANI) January 19, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

উল্লেখ্য, মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থা করার অভিযোগ তুলে এই অবস্থান বিক্ষোভ শুরু হয়েছে ৷ তাতে যোগ দিয়েছেন বিনেশ ফোগত, সাক্ষী মালিক এবং বজরং পুনিয়ার মতো নামী কুস্তিগীররাও ৷ এই ঘটনায় সরাসরি ভারতীয় কুস্তি ফেডারেশন এবং তার প্রধান ব্রিজ ভূষণ শারন সিংকেই কাঠগড়ায় তুলছেন বিক্ষোভকারীরা ৷ এদিন যন্তর মন্তরে পৌঁছে প্রথমেই বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন ববিতা ৷ মাইক হাতে তাঁকে বলতে শোনা যায়, "আমি আপনাদের সকলকেই আশ্বস্ত করতে চাই ৷ আমি আপনাদের বলতে চাই যে সরকার আপনাদের পাশে আছে ৷"

আরও পড়ুন: দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়ালের শ্লীলতাহানি, টেনে নিয়ে গেল মদ্যপ চালক !

প্রসঙ্গত, ববিতা শুধুমাত্র একজন পদকজয়ী কুস্তিগীর নন ৷ সম্প্রতি হরিয়ানার ক্রীড়া ও যুব বিষয়ক বিভাগের সহনির্দেশক পদেও বসানো হয়েছে তাঁকে ৷ যন্তর মন্তরের অবস্থান বিক্ষোভ সম্পর্কে আগেই টুইট করেছিলেন তিনি ৷ লিখেছিলেন, "কুস্তির এই বিষয়টিতে আমি আমার সমস্ত সহখেলোয়াড়ের পাশে আছি ৷ আমি আপনাদের আশ্বস্ত করছি, এই বিষয়টি নিয়ে সরকারের সমস্ত স্তরে কথা বলব ৷ খেলোয়াড়রা যেটা সঠিক বলে মনে করবেন, ভবিষ্যতে তেমনই পদক্ষেপ করা হবে ৷"

এদিন বিক্ষোভস্থলে উপস্থিত ছিলেন আর এক জনপ্রিয় কুস্তিগীর বজরং পুনিয়া ৷ তিনি বলেন, "সরকারের তরফ থেকে একজন মধ্যস্থতাকারী হিসাবে ববিতা ফোগত এখানে এসেছিলেন ৷ আমরা আগে ওঁর সঙ্গে ভালো করে কথা বলি ৷ তারপর সকলকে এই বিষয়ে বিস্তারিত তথ্য দেব ৷" বজরং মনে করেন, কুস্তিগীররা তাঁদের সম্মান এবং অধিকারের জন্য এই লড়াই শুরু করেছেন ৷ তাঁর কথায়, "আমরা যদি আমাদের দেশের জন্য লড়াই করতে পারি, তাহলে আমাদের অধিকারের জন্যও পারি ৷ যাঁরা এখানে এসে আমাদের পাশে দাঁড়িয়েছেন, তাঁদের সকলকে আমি কৃতজ্ঞতা জানাতে চাই ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.