ETV Bharat / bharat

WB Election Result : ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা, এগিয়ে 33,982 ভোটে - উপনির্বাচনের ফলাফল লাইভ

result
result
author img

By

Published : Oct 3, 2021, 10:14 PM IST

12:40 October 03

12:21 October 03

ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷

  • ভবানীপুরে একাদশ রাউন্ডের শেষে ঘোষিত ফল : মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 45874টি ভোট ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 11892টি ভোট ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 1515টি ভোট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বেড়ে হল 33982 ৷

12:17 October 03

  • একাদশ রাউন্ড শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 33,982 ভোটে ৷

12:16 October 03

  • ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:16 October 03

  • দশম রাউন্ড শেষে 31 হাজার 645 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:12 October 03

  • ভবানীপুরে নবম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 28 হাজার 125 ভোটে ৷

12:40 October 03

12:21 October 03

ভবানীপুর উপনির্বাচন সহ আজ তিন কেন্দ্রের ভোটের ফলাফল ঘোষণা ৷ যদিও হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরের দিকেই সকলের চোখ ৷ যে কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ভোটগণনা কেন্দ্রগুলিকে কড়া নিরাপত্তায় মোড়া হয়েছে ৷ এই কেন্দ্র থেকে কে বাজিমাত করবে সেদিকেই নজর গোটা রাজ্যের ৷

  • ভবানীপুরে একাদশ রাউন্ডের শেষে ঘোষিত ফল : মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন 45874টি ভোট ৷ বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন 11892টি ভোট ৷ শ্রীজীব বিশ্বাস পেয়েছেন 1515টি ভোট ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্জিন বেড়ে হল 33982 ৷

12:17 October 03

  • একাদশ রাউন্ড শেষে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 33,982 ভোটে ৷

12:16 October 03

  • ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:16 October 03

  • দশম রাউন্ড শেষে 31 হাজার 645 ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ৷

12:12 October 03

  • ভবানীপুরে নবম রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে 28 হাজার 125 ভোটে ৷
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.