নিউ দিল্লি, 25 মে : অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে বিতর্কিত মন্তব্য ৷ তার জেরে দেশের চিকিৎসক সংগঠন আইএমএ-র আইনি চিঠি ৷ এরপর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধনের চাপের মুখে পড়ে রবিবার বাধ্য হয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চেয়ে চিঠি দেন যোগগুরু রামদেব ৷ তবে ক্ষমা চাইলেও হার মানেননি গেরুয়া শিবির ঘেঁষা এই যোগগুরু ৷
সোমবার রামদেব একটি টুইটে আইএমএ-কে অ্যালোপ্যাথি চিকিৎসা সংক্রান্ত 25টি প্রশ্নের চিঠি পোস্ট করেন ৷
আরও পড়ুন : সাদা কালোর পর হলুদ ফাংগাস, প্রথম আক্রান্ত গাজিয়াবাদে
আইএমএ-কে রামদেবের প্রশ্নবাণ-
- অ্যালোপ্যাথিতে কি হাইপারটেনশন আর টাইপ-1, 2 ডায়াবেটিসের কোনও স্থায়ী সমাধান রয়েছে?
- ফার্মা ইন্ডাস্ট্রির কাছে থাইরয়েড, আর্থারাইটিস, কোলাইটিস আর অ্যাস্থমার পুরোপুরি সেরে যাওয়ার পার্শ্বপ্রতিক্রিয়াহীন কোনও ওষুধ আছে?
- টিবি, চিকেন পক্সের যেমন ওষুধ রয়েছে, তেমনই লিভারের অসুখের জন্য কোনও ওষুধ আছে?
- অ্যালোপ্যাথি চিকিৎসা তো 200 বছরের পুরনো ৷
- অস্ত্রোপচার না করে হার্টব্লকেজের কী সমাধান রয়েছে এই চিকিৎসায় পদ্ধতিতে? আর কোলেস্টেরল হলে?
- একবার ওষুধ খেলেই মাইগ্রেন, মাথা ব্যথা সেরে যাবে, এরকম কোনও ওষুধ আছে ফার্মা ইন্ডাস্ট্রির কাছে?
- চশমা ব্যবহার করতে হবে না, কানে শোনার জন্য হিয়ারিং হেডও লাগবে না, এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াহীন সমাধান আছে?
- অনিদ্রা, (ইনসমনিয়া)-য় যে ওষুধ খেতে হয় তার প্রভাব 4-6 ঘণ্টা থাকে, সে ওষুধেরও পার্শ্বপ্রতিক্রিয়া রয়েছে, অ্যালোপ্যাথিতে এর কোনও স্থায়ী সমাধান আছে?
এরকমই আরও বেশ কিছু রোগের সমাধান সম্পর্কে জানতে চেয়েছেন রামদেব ৷ তবে এছাড়াও অন্য ধরনের বেশ কিছু কৌতূহলোদ্দীপক প্রশ্ন করেছেন তিনি ৷
কিছু অন্য রকম-
- বয়স বাড়ার পদ্ধতি উল্টে দেওয়া যায়, এমন কোনও ওষুধ আছে ফার্মা ইন্ডাস্ট্রিতে?
- কেউ হিংসাত্মক, নিষ্ঠুর আর পাশবিক হয়ে গিয়েছে, তাকে মানুষে পরিণত করার কী ওষুধ আছে অ্যালোপ্যাথিতে, যদি কেউ বলে দেন ৷
- মানুষকে যে কোনও রকম মাদকাসক্তি, নেশা থেকে মুক্তি দেবে এমন কোনও ওষুধ আছে অ্যালোপ্যাথিতে ?
- অ্যালোপ্যাথি আর আয়ুর্বেদের এই পারস্পরিক ঝগড়া মিটে যাবে, ফার্মা ইন্ডাস্ট্রির কাছে এমন কোনও ওষুধ আছে কি, বলে দিন?
- করোনা রোগীর শরীরে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য ছাড়া কী ভাবে অক্সিজেন বাড়ানো যায়, তার উপায় বলুন ?
- অ্যালোপ্যাথি সর্বশক্তিমান এবং সর্বগুণসম্পন্ন, তাহলে অ্যালোপ্যাথি চিকিৎসকের তো কোনও অসুখই হওয়া উচিত নয় ?
খুব স্বাভাবিক যে, এতে প্রচণ্ড বিক্ষোভ তৈরি হয়েছে অ্যালোপ্যাথি চিকিৎসক মহলে ৷ আর তাঁদের চাপের মুখে পড়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন "অত্যন্ত দুর্ভাগ্যজনক" এই প্রশ্নগুলি আবারও প্রত্যাহার করতে বলেছেন রামদেবকে ৷