ETV Bharat / bharat

মন্দির নয় যেন আস্ত নগর!  দেখুন রামলালার আশপাশে কী কী থাকবে ? - Ram Mandir

Salient Features of Shri Ram Mandir: আগামী 22 জানুয়ারি রামমন্দির উদ্বোধন হবে ৷ কেমন দেখতে হবে এই মন্দির, কোথায় থাকবেন ভগবান রামলালা ? রামমন্দিরের বিশেষত্ব জানাল শ্রী রাম জন্মভূমি তীরথ ক্ষেত্র ৷

ETV Bharat
অযোধ্যায় রামমন্দির
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 4, 2024, 12:07 PM IST

Updated : Jan 4, 2024, 12:50 PM IST

অযোধ্যা, 4 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে ৷ সপ্তাহ দুয়েক পর 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ প্রাণপ্রতিষ্ঠা হবে ভগবান রামলালার ৷ এর মধ্যে রাম মন্দিরের কিছু বিশেষত্ব তুলে ধরল মন্দির নির্মাণের দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীরথ ক্ষেত্র ৷ চিরাচরিত নগর স্টাইল স্থাপত্যে তৈরি করা হয়েছে রামমন্দির ৷ একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতোই দেখতে ৷ একসঙ্গে 25 হাজার ভক্ত এখানে থাকতে পারবেন ৷ এই প্রথম রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, "অযোধ্যার জন্যই এআই নজরদারির পাইলট প্রজেক্ট লঞ্চ করা হল ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবস্থাপনা দেখে তারপর একে সুরক্ষায় নিয়মিত ব্যবহার করা হবে ৷" রইল কয়েকটি বিশেষত্ব:

1. মন্দিরটি চিরাচরিত নগর স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি ৷

2. পূর্ব-পশ্চিমে মন্দিরের দৈর্ঘ 380 ফুট ৷ প্রস্থে 250 ফুট এবং উচ্চতা 161 ফুট ৷

3. তিন তলা উঁচু রামমন্দিরের প্রতি তলা 20 ফুট উচ্চতার ৷ মোট 392টি স্তম্ভ আছে ৷ আছে 44টি দরজাও ৷

4. মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের শৈশবের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রথম তলে রয়েছে শ্রীরাম দরবার ৷

5. রামমন্দিরের হলে রয়েছে পাঁচটি মণ্ডপ । এগুলি হল নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ ৷

6. স্তম্ভ এবং দেওয়ালজুড়ে থাকছে দেব-দেবীর চিত্র ৷

7. মন্দিরের প্রবেশদ্বারটি রয়েছে পূর্ব দিকে ৷ 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করা যাবে ৷

8. বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ ও ঘোরাঘুরির জন্য লিফট থেকে শুরু করে ব়্যাম্পের বন্দোবস্ত থাকবে ৷

9. মন্দিরকে ঘিরে রয়েছে চার দেওয়ালের প্রাচীর ৷ এর নাম পারকোটা ৷ দৈর্ঘ 732 মিটার, 14 ফুট চওড়া ৷

10. মন্দির চত্বরের চারটি কোনায় চারটি মন্দির তৈরি করা হয়েছে ৷ এই মন্দিরগুলি ভগবান সূর্য, ভগবান ভগবতী, ভগবান গণেশ এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে ৷ উত্তর দিকে দেবী অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণে ভগবান হনুমানের মন্দির আছে ৷

11. মন্দিরের কাছেই আছে ঐতিহাসিক সীতা কূপ ৷ এটি প্রাচীন যুগের বলেই মনে করা হয় ৷

12. শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বরে আরও বেশ কয়েকটি মন্দির তৈরির কথা রয়েছে ৷ মহর্ষি বাল্মিকী, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিশাদ রাজ, মাতা শবরী এবং দেবী অহল্যার মন্দির গড়া হবে ৷

13. মন্দির চত্বরের দক্ষিণ-পশ্চিমে কুবের টিলায় ভগবান শিবের প্রাচীন মন্দিরটির সংস্কার করা হয়েছে ৷ সেখানে জটায়ুর মূর্তিও তৈরি হয়েছে ৷

14. মন্দির গড়ার ক্ষেত্রে কোথাও লোহা ব্যবহার করা হয়নি ৷

15. ঠিক পাহাড়ের মতোই দেখতে রামমন্দিরের ভিতের অংশটি ৷ 14 মিটারের রোলার-কমপ্যাক্টেড কংক্রিট দিয়ে এটি তৈরি হয়েছে ৷ মনে হবে যেন একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে অযোধ্যায় রামমন্দির ৷

16. রামমন্দিরে কোনও অংশ যাতে আর্দ্রতাজনিত কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে গ্রানাইট দিয়ে 21 ফুট উচ্চ একটি স্ল্যাব তৈরি করা হয়েছে ৷

17. মন্দির চত্বরের নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, আগুন নেভানোর জন্য জল এবং একটি সম্পূর্ণ পৃথক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকবে ৷

18. দেশ বিদেশ থেকে বহু ভক্ত, দর্শনার্থী আসবেন রামমন্দিরে ৷ তাই 25 হাজার ভক্তের থাকার কথা ভেবে পিলগ্রিমস ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে ৷ পুণ্যার্থীরা এখানে প্রয়োজনে ওষুধ, চিকিৎসা পরিষেবা পাবেন ৷ এমনকী থাকছে নিজস্ব লকারের বন্দোবস্তও ৷

19. স্নান, হাত-মুখ ধোয়া, বেসিনের জন্য আলাদা একটা ব্লক রয়েছে মন্দির চত্বরে ৷

20. ভারতের নিজস্ব চিরাচরিত রীতি এবং প্রযুক্তি দিয়ে এই মন্দির গড়ে তোলা হয়েছে ৷ পাশাপাশি, পরিবেশ সচেতনতার উপরও জোর দিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ 70 একর জমি সবুজায়নের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ এই জমি থেকে জল সংরক্ষণও করা হবে ৷

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
  2. রাম মন্দির-সহ যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি! গ্রেফতার 2
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের

অযোধ্যা, 4 জানুয়ারি: রামমন্দির উদ্বোধনের দিন ক্রমশ এগিয়ে আসছে ৷ সপ্তাহ দুয়েক পর 22 জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে ৷ প্রাণপ্রতিষ্ঠা হবে ভগবান রামলালার ৷ এর মধ্যে রাম মন্দিরের কিছু বিশেষত্ব তুলে ধরল মন্দির নির্মাণের দায়িত্বে থাকা শ্রী রাম জন্মভূমি তীরথ ক্ষেত্র ৷ চিরাচরিত নগর স্টাইল স্থাপত্যে তৈরি করা হয়েছে রামমন্দির ৷ একেবারে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়ার মতোই দেখতে ৷ একসঙ্গে 25 হাজার ভক্ত এখানে থাকতে পারবেন ৷ এই প্রথম রামমন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ৷ এক শীর্ষ পুলিশ কর্তা জানিয়েছেন, "অযোধ্যার জন্যই এআই নজরদারির পাইলট প্রজেক্ট লঞ্চ করা হল ৷ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের এই ব্যবস্থাপনা দেখে তারপর একে সুরক্ষায় নিয়মিত ব্যবহার করা হবে ৷" রইল কয়েকটি বিশেষত্ব:

1. মন্দিরটি চিরাচরিত নগর স্থাপত্য রীতি অনুযায়ী তৈরি ৷

2. পূর্ব-পশ্চিমে মন্দিরের দৈর্ঘ 380 ফুট ৷ প্রস্থে 250 ফুট এবং উচ্চতা 161 ফুট ৷

3. তিন তলা উঁচু রামমন্দিরের প্রতি তলা 20 ফুট উচ্চতার ৷ মোট 392টি স্তম্ভ আছে ৷ আছে 44টি দরজাও ৷

4. মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের শৈশবের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ৷ প্রথম তলে রয়েছে শ্রীরাম দরবার ৷

5. রামমন্দিরের হলে রয়েছে পাঁচটি মণ্ডপ । এগুলি হল নৃত্য মণ্ডপ, রং মণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা এবং কীর্তন মণ্ডপ ৷

6. স্তম্ভ এবং দেওয়ালজুড়ে থাকছে দেব-দেবীর চিত্র ৷

7. মন্দিরের প্রবেশদ্বারটি রয়েছে পূর্ব দিকে ৷ 32টি সিঁড়ি উঠে সিংহদ্বার হয়ে মন্দিরে প্রবেশ করা যাবে ৷

8. বিশেষভাবে সক্ষম এবং প্রবীণ দর্শনার্থীদের মন্দিরে প্রবেশ ও ঘোরাঘুরির জন্য লিফট থেকে শুরু করে ব়্যাম্পের বন্দোবস্ত থাকবে ৷

9. মন্দিরকে ঘিরে রয়েছে চার দেওয়ালের প্রাচীর ৷ এর নাম পারকোটা ৷ দৈর্ঘ 732 মিটার, 14 ফুট চওড়া ৷

10. মন্দির চত্বরের চারটি কোনায় চারটি মন্দির তৈরি করা হয়েছে ৷ এই মন্দিরগুলি ভগবান সূর্য, ভগবান ভগবতী, ভগবান গণেশ এবং ভগবান শিবকে উৎসর্গ করা হয়েছে ৷ উত্তর দিকে দেবী অন্নপূর্ণার মন্দির এবং দক্ষিণে ভগবান হনুমানের মন্দির আছে ৷

11. মন্দিরের কাছেই আছে ঐতিহাসিক সীতা কূপ ৷ এটি প্রাচীন যুগের বলেই মনে করা হয় ৷

12. শ্রী রাম জন্মভূমি মন্দির চত্বরে আরও বেশ কয়েকটি মন্দির তৈরির কথা রয়েছে ৷ মহর্ষি বাল্মিকী, মহর্ষি বশিষ্ঠ, মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি অগস্ত্য, নিশাদ রাজ, মাতা শবরী এবং দেবী অহল্যার মন্দির গড়া হবে ৷

13. মন্দির চত্বরের দক্ষিণ-পশ্চিমে কুবের টিলায় ভগবান শিবের প্রাচীন মন্দিরটির সংস্কার করা হয়েছে ৷ সেখানে জটায়ুর মূর্তিও তৈরি হয়েছে ৷

14. মন্দির গড়ার ক্ষেত্রে কোথাও লোহা ব্যবহার করা হয়নি ৷

15. ঠিক পাহাড়ের মতোই দেখতে রামমন্দিরের ভিতের অংশটি ৷ 14 মিটারের রোলার-কমপ্যাক্টেড কংক্রিট দিয়ে এটি তৈরি হয়েছে ৷ মনে হবে যেন একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে রয়েছে অযোধ্যায় রামমন্দির ৷

16. রামমন্দিরে কোনও অংশ যাতে আর্দ্রতাজনিত কারণে ক্ষতিগ্রস্ত না হয়, তা নিশ্চিত করতে গ্রানাইট দিয়ে 21 ফুট উচ্চ একটি স্ল্যাব তৈরি করা হয়েছে ৷

17. মন্দির চত্বরের নিকাশি ব্যবস্থা, জলের ব্যবস্থা, আগুন নেভানোর জন্য জল এবং একটি সম্পূর্ণ পৃথক বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা থাকবে ৷

18. দেশ বিদেশ থেকে বহু ভক্ত, দর্শনার্থী আসবেন রামমন্দিরে ৷ তাই 25 হাজার ভক্তের থাকার কথা ভেবে পিলগ্রিমস ফেসিলিটি সেন্টার তৈরি করা হয়েছে ৷ পুণ্যার্থীরা এখানে প্রয়োজনে ওষুধ, চিকিৎসা পরিষেবা পাবেন ৷ এমনকী থাকছে নিজস্ব লকারের বন্দোবস্তও ৷

19. স্নান, হাত-মুখ ধোয়া, বেসিনের জন্য আলাদা একটা ব্লক রয়েছে মন্দির চত্বরে ৷

20. ভারতের নিজস্ব চিরাচরিত রীতি এবং প্রযুক্তি দিয়ে এই মন্দির গড়ে তোলা হয়েছে ৷ পাশাপাশি, পরিবেশ সচেতনতার উপরও জোর দিয়েছে মন্দির কর্তৃপক্ষ ৷ 70 একর জমি সবুজায়নের জন্য রেখে দেওয়া হয়েছে ৷ এই জমি থেকে জল সংরক্ষণও করা হবে ৷

আরও পড়ুন:

  1. প্রাণ প্রতিষ্ঠার আগে একদিন গভীর ঘুমে থাকবেন রামলালা, স্নান করবেন 96 কলসির জলে
  2. রাম মন্দির-সহ যোগী আদিত্যনাথকে বোমা মারার হুমকি! গ্রেফতার 2
  3. রাম মন্দিরের প্রবেশদ্বারে শোভা পাবে বাংলার শিল্পশৈলী, একশো ম্যুরাল তৈরি বিশ্বজিতের
Last Updated : Jan 4, 2024, 12:50 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.