লখনউ, 18 জানুয়ারি : অযোধ্যায় মসজিদ নির্মাণ শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন ও বৃক্ষরোপণের মাধ্যমে ৷ আগামী 26 জানুয়ারি কাজ শুরু হবে ৷ দা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট পাঁচ একর জায়গার উপর এই মসজিদ তৈরি করছে।
অযোধ্যার যেখানে মন্দির তৈরি হচ্ছে সেখান থেকে 25 কিলোমিটার দূরে নির্মাণ করা হচ্ছে এই মসজিদ। মসজিদের পাশাপাশি তৈরি হবে একটি গবেষণা কেন্দ্র, গ্রন্থাগার, হাসপাতাল, কমিউনিটি কিচেন ৷
দা ইন্দো-ইসলামিক কালচারাল ফাউন্ডেশন ট্রাস্ট জানিয়েছে, আগামী 26 জানুয়ারি সকাল 8টা 30 মিনিটে মসজিদ নির্মাণের কাজ শুরুর পরিকল্পনা রয়েছে। এই ফাউন্ডেশনের 9 জন ট্রাস্টি রবিবার বৈঠকে বসেন। পরে তাঁরা জানান, মসজিদ নির্মাণে বৈদেশিক অর্থ সহযোগিতায় আয়কর দপ্তরের ছাড়পত্র পেতে দেরি হচ্ছে।
আইআইসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, মসজিদ নির্মাণ শুরুর দিন বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ বিশ্বে আবহাওয়ার পরিবর্তনের ফলে যে সমস্যা তৈরি হচ্ছে তা মানুষের সামনে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ৷ এই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি নেওয়া হয়েছে ৷ গোটা এলাকা জুড়ে এই সবুজায়ন কর্মসূচিতে অ্যামাজন রেইনফরেস্ট থেকে অস্ট্রেলিয়ায় বুশফায়ারযুক্ত অঞ্চল এবং ভারতের বিভিন্ন ভৌগলিক অঞ্চল থেকে নানা প্রজাতির গাছ এনে লাগানো হবে ৷ এই কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে একটি সচেতনতা তৈরির চেষ্টা করা হবে৷
আরও পড়ুন : ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ, সায়নীর বিরুদ্ধে থানায় তথাগত রায়
গত বছর নভেম্বর মাসে এক ঐতিহাসিক রায়ে 490 বছরের বিতর্কের অবসান ঘটায় শীর্ষ আদালত । শীর্ষ আদালত রায় দেয়, অযোধ্যার বিতর্কিত জমিতে মন্দির হবে । আর বিকল্প হিসেবে মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি পাবে সুন্নি ওয়াকফ বোর্ড ।