ETV Bharat / bharat

Axis Bank took over Citibank Business: সিটিব্যাংকের গ্রাহকদের টেনে ব্যবসা বাড়াল অ্য়াক্সিস - সিটিব্য়াংক

সিটিব্য়াংক (Consumer Business of Citibank) এবং এনবিএফসির (Consumer Business of NBFC) উপভোক্তা সংক্রান্ত ব্যবসা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করল অ্য়াক্সিস ব্যাংক (Axis Bank took over Citibank Business) ৷ এর ফলে তাদের ক্রেডিট কার্ড গ্রাহকের সংখ্য়া আরও 25 লক্ষ বাড়বে ৷

Axis Bank acquired consumer Business of Citibank in India
ফাইল ছবি
author img

By

Published : Mar 1, 2023, 9:42 PM IST

নয়াদিল্লি, 1 মার্চ: সিটিব্য়াংক (Consumer Business of Citibank) এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থা এনবিএফসি-র (Consumer Business of NBFC) উপভোক্তাদের সমস্ত ব্যবসা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করল অ্য়াক্সিস ব্যাংক (Axis Bank) ৷ বুধবার তাদের পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে এই অধিগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছিল অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷ এই অধিগ্রহণের জন্য তাদের খরচ হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ তবে, ভারতে সিটিব্যাংকের গ্রাহক হিসাবে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির ব্যবসা এই অধিগ্রহণের আওতাধীন নয় ৷

প্রসঙ্গত, ভারতে যে আর্থিক সংস্থাগুলি ক্রেডিট কার্ড ইস্যু করে, গ্রাহক সংখ্যার বিচারে অ্য়াক্সিস ব্য়াংক রয়েছে সেই তালিকার চার নম্বরে ৷ তাদের ক্রেডিট ব্যবহার করেন 86 লক্ষ ভারতীয় ৷ সদ্য শেষ হওয়া ব্যবসায়িক অধিগ্রহণের জেরে সেই সংখ্যা আরও 25 লক্ষ বাড়বে ৷ ফলে ক্রেডিট কার্ডের ব্যবসায় প্রথম তিন সংস্থার মধ্যে উঠে আসবে অ্য়াক্সিস ব্যাংক ৷

আরও পড়ুন: এই বিষয়গুলি মাথায় রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, লাভবান হবেন

উল্লেখ্য, গতবছরই সিটিব্যাংক এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ (Axis Bank took over Citibank Business) ৷ সূত্রের দাবি, ব্যবসার এই হাতবদলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তপূরণ করতে হয়েছে ৷ এই চুক্তির আওতায় সর্বোচ্চ 12 হাজার 325 কোটি টাকার সম্পদ কেনাবেচা করার অনুমোদন দেওয়া হয়েছে ৷

বিষয়টি নিয়ে অ্যাক্সিস ব্য়াংকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "আমরা আপনাদের সকলকে জানাতে চাই, সিটিব্যাংকের ভারতীয় উপভোক্তাদের ব্যবসা সিবিএনএর কাছ থেকে এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা সিএফআইএলের কাছ থেকে কেনার প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি ৷ তবে এর জন্য আলাদা করে কোনও সম্পদমূল্য বরাদ্দ করা বা দায়বদ্ধতা গ্রহণ করা হয়নি ৷"

একইসঙ্গে, এই বিবৃতিতে জানানো হয়েছে, 2023 সালের 1 মার্চ পর্যন্ত করা হিসাবের ভিত্তিতে সংশ্লিষ্ট সম্পদের মোট আর্থিক পরিমাণ ধার্য করা হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ অর্থাৎ ওই পরিমাণ টাকা খরচ করেই সিটিব্যাংক এবং এনবিএফসি-র ব্যবসা কিনে নিয়েছে অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷

নয়াদিল্লি, 1 মার্চ: সিটিব্য়াংক (Consumer Business of Citibank) এবং নন-ব্যাংকিং আর্থিক সংস্থা এনবিএফসি-র (Consumer Business of NBFC) উপভোক্তাদের সমস্ত ব্যবসা অধিগ্রহণের প্রক্রিয়া শেষ করল অ্য়াক্সিস ব্যাংক (Axis Bank) ৷ বুধবার তাদের পক্ষ থেকেই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হয় ৷

উল্লেখ্য, গত বছরের মার্চ মাসে এই অধিগ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করেছিল অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷ এই অধিগ্রহণের জন্য তাদের খরচ হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ তবে, ভারতে সিটিব্যাংকের গ্রাহক হিসাবে যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির ব্যবসা এই অধিগ্রহণের আওতাধীন নয় ৷

প্রসঙ্গত, ভারতে যে আর্থিক সংস্থাগুলি ক্রেডিট কার্ড ইস্যু করে, গ্রাহক সংখ্যার বিচারে অ্য়াক্সিস ব্য়াংক রয়েছে সেই তালিকার চার নম্বরে ৷ তাদের ক্রেডিট ব্যবহার করেন 86 লক্ষ ভারতীয় ৷ সদ্য শেষ হওয়া ব্যবসায়িক অধিগ্রহণের জেরে সেই সংখ্যা আরও 25 লক্ষ বাড়বে ৷ ফলে ক্রেডিট কার্ডের ব্যবসায় প্রথম তিন সংস্থার মধ্যে উঠে আসবে অ্য়াক্সিস ব্যাংক ৷

আরও পড়ুন: এই বিষয়গুলি মাথায় রেখে শেয়ার বাজারে বিনিয়োগ করুন, লাভবান হবেন

উল্লেখ্য, গতবছরই সিটিব্যাংক এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা অধিগ্রহণের সিদ্ধান্ত নেয় অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ (Axis Bank took over Citibank Business) ৷ সূত্রের দাবি, ব্যবসার এই হাতবদলের ক্ষেত্রে নির্দিষ্ট কিছু শর্তপূরণ করতে হয়েছে ৷ এই চুক্তির আওতায় সর্বোচ্চ 12 হাজার 325 কোটি টাকার সম্পদ কেনাবেচা করার অনুমোদন দেওয়া হয়েছে ৷

বিষয়টি নিয়ে অ্যাক্সিস ব্য়াংকের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ৷ তাতে বলা হয়েছে, "আমরা আপনাদের সকলকে জানাতে চাই, সিটিব্যাংকের ভারতীয় উপভোক্তাদের ব্যবসা সিবিএনএর কাছ থেকে এবং এনবিএফসির উপভোক্তাদের ব্যবসা সিএফআইএলের কাছ থেকে কেনার প্রক্রিয়া আমরা সম্পূর্ণ করেছি ৷ তবে এর জন্য আলাদা করে কোনও সম্পদমূল্য বরাদ্দ করা বা দায়বদ্ধতা গ্রহণ করা হয়নি ৷"

একইসঙ্গে, এই বিবৃতিতে জানানো হয়েছে, 2023 সালের 1 মার্চ পর্যন্ত করা হিসাবের ভিত্তিতে সংশ্লিষ্ট সম্পদের মোট আর্থিক পরিমাণ ধার্য করা হয়েছে 11 হাজার 603 কোটি টাকা ৷ অর্থাৎ ওই পরিমাণ টাকা খরচ করেই সিটিব্যাংক এবং এনবিএফসি-র ব্যবসা কিনে নিয়েছে অ্য়াক্সিস ব্যাংক কর্তৃপক্ষ ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.