ETV Bharat / bharat

Israel-Hamas War: ইজরায়েলে যুদ্ধের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন আব্রাহাম - Israel

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ এখনও জোরকদমে চলছে। শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে হামাস ইজরায়েলের ওপর আচমকাই নৃশংস হামলা চালায়। এরপরই কার্যত সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । একাধিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আব্রাহাম নাগাঁওকর, যিনি গত 15 বছর ধরে মুম্বইয়ের উমরখাদি এলাকায় বসবাস করেন । 1969 সালে ইজরায়েলে পাকাপাকিভাবে চলে আসেন। যুদ্ধের পরিস্থিতিতে মর্মাহত নাগাঁওকর । দুঃখ প্রকাশ করে নিজের ক্ষোভের কথাও চেপে রাখেননি আব্রাহাম নাগাঁওকার ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 12, 2023, 11:03 PM IST

মুম্বই, 12 অক্টোবর: ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধ শুরু হওয়ার পাঁচ দিন হয়ে গিয়েছে। তবে সেখানকার পরিস্থিতি এখনও ভয়াবহ। মৃতের সংখ্যা এক হাজার 600 ছাড়িয়ে গিয়েছে । উভয় পক্ষের কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আব্রাহাম নাগাঁওকর, যিনি 15 বছর ধরে মুম্বইতে বসবাস করেছিলেন । এখন ইজরায়েলে পাকাপাকিভাবে থাকছেন । তিনি 'ইটিভি ভারত'-এর সঙ্গে তাঁর যুদ্ধ-সম্পর্কিত পরিস্থিতির অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন।

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ এখনও জোরকদমে চলছে। শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে হামাস ইজরায়েলের ওপর আচমকাই নৃশংস হামলা চালায়। এরপরই কার্যত সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । একাধিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আব্রাহাম নাগাঁওকর, যিনি গত 15 বছর ধরে মুম্বইয়ের উমরখাদি এলাকায় বসবাস করেন । 1969 সালে ইজরায়েলে পাকাপাকিভাবে চলে আসেন। যুদ্ধের পরিস্থিতিতে মর্মাহত নাগাঁওকর । দুঃখ প্রকাশ করে নিজের ক্ষোভের কথাও চেপে রাখেননি আব্রাহাম নাগাঁওকার । হামাসের হামলার পর সেখানে কী ঘটেছিল সে সম্পর্কে আব্রাহাম নাগাঁওকর 'ইটিভি ভারত'-এর সঙ্গে তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

গাজা স্ট্রিপ এলাকায় 22টি গ্রাম রয়েছে। এসব গ্রামেই আচমকা ঢুকে পড়ে সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বলেন, "এই সময় আমাদের সাইরেন দেওয়া হয়। এখন পর্যন্ত দুবার সাইরেন বাজানো হয়েছে। ইজরায়েলে জরুরী সময়ে প্রতিটি পরিবারকে একটি সাইরেন দেওয়া হয় যা আত্মরক্ষা এবং সতর্কতার জন্য বোঝা যায়। সাইরেন বাজানোর পর বাড়ির সবাইকে বাঙ্কারে গিয়ে লুকিয়ে যেতে হয়। ইজরায়েলে প্রত্যেকের বাড়িতে বাঙ্কার করা বাধ্যতামূলক করেছে সরকার। সাইরেন বাজানোর পরে বেশিরভাগ মানুষ বাঙ্কারে লুকিয়ে থাকে। তবে ভাগ্যক্রমে যুদ্ধের আঁচ আমাদের শহরে পৌঁছায়নি। আমি দিমোরা শহরে থাকি, গাজা স্ট্রিপ থেকে ডিমোরা শহর 60 কিলোমিটার দূরে ।"

আব্রাহাম নাগাঁওকার আরও বলেন, "আমি মুম্বইয়ের উমরখাদি এলাকায় পনের বছর ধরে থাকি। আমি মাজগাঁওয়ের একটি ইহুদি স্কুলে পড়াশোনা করেছি। তারপর 1969 সাল থেকে আমি আমার পরিবারের সঙ্গে ইজরায়েলে চলে আসি। আমার স্ত্রী, মেয়ে ও ছেলে, জামাই নিয়ে আমার পরিবার।" আব্রাহাম আরও বলেন, "আমরা যেখানে বাস করি সেই ডিমোরা শহরে প্রায় 30 হাজার জনসংখ্যা। প্রতি শুক্রবার এখানে 'শব্বত' উৎসব পালিত হয়। পরের দিন শনিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টা চলবে উৎসব। এই 24 ঘন্টা সময়কালে, আমাদের খাওয়া, গাড়ি চালানো এবং প্রয়োজন হলেই ঘর থেকে বের হওয়া উচিত নয়। কোনও কাজ করার নেই। রান্না করা খাবার শুধুমাত্র গরম খেতে হবে। খাবার রান্না করতে ইচ্ছে করে না। ধর্মীয় গ্রন্থ পাঠ করতে হবে। গানের অনুষ্ঠানে সন্ত্রাসীরা ভাঙচুর করে ।"

6 তারিখ ছিল শুক্রবার এবং পরের দিন 7 অক্টোবর ছিল উৎসবের দিন। তাই শনিবার বেশিরভাগ মানুষই বাড়িতে ছিলেন। কিছু যুবক গাজা স্ট্রিপ থেকে খুব দূরে একটি খোলা জায়গায় একটি কনসার্টের আয়োজন করেছিল। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ভোর পর্যন্ত। নাগাঁওকর জানান, সন্ত্রাসীরা যারা গাজা উপত্যকা থেকে প্রবেশ করেছিল তারা সরাসরি কনসার্টে প্রবেশ করেছিল । সেখানে প্রায় 400 জনকে হত্যা করা হয়েছে। নাগাঁওকর অবসরপ্রাপ্ত হওয়ায় যুদ্ধে যেতে পারেননি। তবে শিক্ষাজীবন শেষ করে 18 বছর বয়সে প্রথমে সেনাবাহিনীতে যোগদান করেন । এরপর সরকারি চাকরিতে নিযুক্ত হন। তবে তাদের ছেলে লিও সেনাবাহিনীতে রয়েছে। চার বছর আগে তার মেয়ের বিয়ে হয়, জামাই আদিরাম ও ভাতিজা ইরাল যুদ্ধে চলে যায়।

আরও পড়ুন: 'ইজরায়েলের উপর হামাসের হামলা হলোকাস্টের পুনরাবৃত্তি', বিস্ফোরক বাইডেন

তিনি বলেন, "আমার জামাই এবং ভাগ্নেকে যুদ্ধের জন্য অবিলম্বে চলে যেতে হয়েছিল। ইজরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিটি ইহুদি নাগরিক। গড়ে প্রতি পরিবার থেকে একজন যুবক এই যুদ্ধে রওনা হয়েছেন। এটি আমাদের সকলের জন্য একটি সংকট। তবে আমরা শেষ অবধি লড়াই করব এবং জয়ী হব ।” যুদ্ধের কারণে, শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকায় রাস্তাঘাট বিশৃঙ্খলা। সকলের উপর ভেঙে পড়েছে। আমরা যারা যুদ্ধরত সৈন্যদের জন্য প্রার্থনা করছি। এই হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েন নাগাঁওকর।

মুম্বই, 12 অক্টোবর: ইজরায়েল-প্য়ালেস্তাইন যুদ্ধ শুরু হওয়ার পাঁচ দিন হয়ে গিয়েছে। তবে সেখানকার পরিস্থিতি এখনও ভয়াবহ। মৃতের সংখ্যা এক হাজার 600 ছাড়িয়ে গিয়েছে । উভয় পক্ষের কয়েক হাজার মানুষ আহত হয়েছে। আব্রাহাম নাগাঁওকর, যিনি 15 বছর ধরে মুম্বইতে বসবাস করেছিলেন । এখন ইজরায়েলে পাকাপাকিভাবে থাকছেন । তিনি 'ইটিভি ভারত'-এর সঙ্গে তাঁর যুদ্ধ-সম্পর্কিত পরিস্থিতির অভিজ্ঞতা সম্পর্কে কথা বলেছেন।

ইজরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধ এখনও জোরকদমে চলছে। শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে হামাস ইজরায়েলের ওপর আচমকাই নৃশংস হামলা চালায়। এরপরই কার্যত সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে । একাধিক পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। আব্রাহাম নাগাঁওকর, যিনি গত 15 বছর ধরে মুম্বইয়ের উমরখাদি এলাকায় বসবাস করেন । 1969 সালে ইজরায়েলে পাকাপাকিভাবে চলে আসেন। যুদ্ধের পরিস্থিতিতে মর্মাহত নাগাঁওকর । দুঃখ প্রকাশ করে নিজের ক্ষোভের কথাও চেপে রাখেননি আব্রাহাম নাগাঁওকার । হামাসের হামলার পর সেখানে কী ঘটেছিল সে সম্পর্কে আব্রাহাম নাগাঁওকর 'ইটিভি ভারত'-এর সঙ্গে তাঁর নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

গাজা স্ট্রিপ এলাকায় 22টি গ্রাম রয়েছে। এসব গ্রামেই আচমকা ঢুকে পড়ে সন্ত্রাসীরা। শনিবার সকাল সাড়ে ছ'টার দিকে এই ঘটনা ঘটে। তিনি বলেন, "এই সময় আমাদের সাইরেন দেওয়া হয়। এখন পর্যন্ত দুবার সাইরেন বাজানো হয়েছে। ইজরায়েলে জরুরী সময়ে প্রতিটি পরিবারকে একটি সাইরেন দেওয়া হয় যা আত্মরক্ষা এবং সতর্কতার জন্য বোঝা যায়। সাইরেন বাজানোর পর বাড়ির সবাইকে বাঙ্কারে গিয়ে লুকিয়ে যেতে হয়। ইজরায়েলে প্রত্যেকের বাড়িতে বাঙ্কার করা বাধ্যতামূলক করেছে সরকার। সাইরেন বাজানোর পরে বেশিরভাগ মানুষ বাঙ্কারে লুকিয়ে থাকে। তবে ভাগ্যক্রমে যুদ্ধের আঁচ আমাদের শহরে পৌঁছায়নি। আমি দিমোরা শহরে থাকি, গাজা স্ট্রিপ থেকে ডিমোরা শহর 60 কিলোমিটার দূরে ।"

আব্রাহাম নাগাঁওকার আরও বলেন, "আমি মুম্বইয়ের উমরখাদি এলাকায় পনের বছর ধরে থাকি। আমি মাজগাঁওয়ের একটি ইহুদি স্কুলে পড়াশোনা করেছি। তারপর 1969 সাল থেকে আমি আমার পরিবারের সঙ্গে ইজরায়েলে চলে আসি। আমার স্ত্রী, মেয়ে ও ছেলে, জামাই নিয়ে আমার পরিবার।" আব্রাহাম আরও বলেন, "আমরা যেখানে বাস করি সেই ডিমোরা শহরে প্রায় 30 হাজার জনসংখ্যা। প্রতি শুক্রবার এখানে 'শব্বত' উৎসব পালিত হয়। পরের দিন শনিবার পর্যন্ত চব্বিশ ঘণ্টা চলবে উৎসব। এই 24 ঘন্টা সময়কালে, আমাদের খাওয়া, গাড়ি চালানো এবং প্রয়োজন হলেই ঘর থেকে বের হওয়া উচিত নয়। কোনও কাজ করার নেই। রান্না করা খাবার শুধুমাত্র গরম খেতে হবে। খাবার রান্না করতে ইচ্ছে করে না। ধর্মীয় গ্রন্থ পাঠ করতে হবে। গানের অনুষ্ঠানে সন্ত্রাসীরা ভাঙচুর করে ।"

6 তারিখ ছিল শুক্রবার এবং পরের দিন 7 অক্টোবর ছিল উৎসবের দিন। তাই শনিবার বেশিরভাগ মানুষই বাড়িতে ছিলেন। কিছু যুবক গাজা স্ট্রিপ থেকে খুব দূরে একটি খোলা জায়গায় একটি কনসার্টের আয়োজন করেছিল। শুক্রবার রাত থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলে ভোর পর্যন্ত। নাগাঁওকর জানান, সন্ত্রাসীরা যারা গাজা উপত্যকা থেকে প্রবেশ করেছিল তারা সরাসরি কনসার্টে প্রবেশ করেছিল । সেখানে প্রায় 400 জনকে হত্যা করা হয়েছে। নাগাঁওকর অবসরপ্রাপ্ত হওয়ায় যুদ্ধে যেতে পারেননি। তবে শিক্ষাজীবন শেষ করে 18 বছর বয়সে প্রথমে সেনাবাহিনীতে যোগদান করেন । এরপর সরকারি চাকরিতে নিযুক্ত হন। তবে তাদের ছেলে লিও সেনাবাহিনীতে রয়েছে। চার বছর আগে তার মেয়ের বিয়ে হয়, জামাই আদিরাম ও ভাতিজা ইরাল যুদ্ধে চলে যায়।

আরও পড়ুন: 'ইজরায়েলের উপর হামাসের হামলা হলোকাস্টের পুনরাবৃত্তি', বিস্ফোরক বাইডেন

তিনি বলেন, "আমার জামাই এবং ভাগ্নেকে যুদ্ধের জন্য অবিলম্বে চলে যেতে হয়েছিল। ইজরায়েলের হামলায় ক্ষুব্ধ প্রতিটি ইহুদি নাগরিক। গড়ে প্রতি পরিবার থেকে একজন যুবক এই যুদ্ধে রওনা হয়েছেন। এটি আমাদের সকলের জন্য একটি সংকট। তবে আমরা শেষ অবধি লড়াই করব এবং জয়ী হব ।” যুদ্ধের কারণে, শহরের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। স্কুল, কলেজ ও অফিস বন্ধ থাকায় রাস্তাঘাট বিশৃঙ্খলা। সকলের উপর ভেঙে পড়েছে। আমরা যারা যুদ্ধরত সৈন্যদের জন্য প্রার্থনা করছি। এই হামলার ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে শেষ পর্যন্ত কান্নায় ভেঙে পড়েন নাগাঁওকর।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.