ETV Bharat / bharat

Avalanche hits Gurez Valley: লাগাতার তুষারপাতে ধেয়ে এল হিমবাহ ! দেখুন ভিডিয়ো - হিমানী সম্প্রপাত

লাগাতার তুষারপাতে নাজেহাল জম্মু ও কাশ্মীর ৷ শনিবার উত্তর কাশ্মীরের (North Kashmir) বান্দিপোরার গুরেজ উপত্যকায় হিমানী সম্প্রপাতের (Avalanche hits Gurez Valley) ঘটনা সামনে এল ৷

Avalanche hits Gurez Valley of North Kashmir due to Heavy Snow Fall
ভয়ঙ্কর সুন্দর
author img

By

Published : Jan 14, 2023, 6:49 PM IST

Updated : Jan 14, 2023, 11:07 PM IST

ক্যামেরাবন্দি সোনমার্গে তুষারঝড়ের দৃশ্য
লাগাতার তুষারপাতে বিপত্তি

শ্রীনগর, 14 জানুয়ারি: ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর ৷ এরই মধ্য়ে সামনে এল এক ভয়ঙ্কর সুন্দর ভিডিয়ো ! শনিবার উত্তর কাশ্মীরের (North Kashmir) বান্দিপোরার গুরেজ উপত্যকায় হিমানী সম্প্রপাতের (Avalanche hits Gurez Valley) ঘটনা ঘটে ৷ সেই মুহূর্তের ছবিই ধরা পড়েছে ওই ভিডিয়োয় ৷ তাতে দেখা গিয়েছে, গোটা এলাকা ঢাকা পড়েছে শ্বেতশুভ্র তুষারে ৷ আর তার মধ্যে দিয়েই প্রবল খরস্রোতা পার্বত্য নদীর মতো ধেয়ে আসছে আলগা হয়ে যাওয়া হিমবাহ ! সেই দৃশ্য যতটা সুন্দর, ততটাই ভয়ের ! তবে এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

একই ছবি ধরা পড়েছে মধ্য কাশ্মীরে সোনমার্গের সারবালে ৷ সেখানে ভয়ংকর তুষারঝড়ে কোন ক্ষয়ক্ষতির খবর না-এলেও সেই ভয়ানক-সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ৷ গান্দেরবাল জেলায় তুষারঝড়ের পরিস্থিতি নজর রাখছে পুলিশ এবং এসডিআরএফ ৷

এদিকে, লাগাতার তুষারপাতের জেরে এদিনই উচ্চ সতর্কতা জারি করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন (High Danger Alert in Jammu and Kashmir) ৷ আশঙ্কা করা হচ্ছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় আবারও যেকোনও সময় হিমানী সম্প্রপাতের ঘটনা ঘটতে পারে ৷ কুপওয়ারা-সহ সব মিলিয়ে মোট 12টি জেলায় এই সতর্কতা কার্যকর করা হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উপত্যকার এই অঞ্চলে লাগাতার তুষারপাত হচ্ছে ৷

আরও পড়ুন: সিমলায় তুষারপাত, কুফরির পর্যটকরা মাতলেন বরফ নিয়ে, দেখুন ভিডিয়ো

এর পাশাপাশি, বান্দিপোরা, বারামুলা, ডোডা, গান্ডেরওয়াল, কিশতওয়ার, পুঞ্চ, রামবাণ ও রেসাই জেলায় মধ্যম সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, "আগামী 24 ঘণ্টার মধ্যে কুপওয়ারা জেলার অন্তর্গত 2 হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন পার্বত্য এলাকায় হিমানী সম্প্রপাত ঘটতে পারে ৷ সেক্ষেত্রে ক্ষয়ক্ষতিও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, বান্দিপোরা, বারামুলা, ডোডা, গান্ডেরওয়াল, কিশতওয়ার, পুঞ্চ, রামবাণ ও রেসাই জেলাতেও হিমবাহের স্খলন হতে পারে ৷ কিন্তু, এই জায়গাগুলিতে তার প্রভাব মাঝারি ধরনের হবে ৷"

ওই একই আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগ, কুলগাম এবং রাজৌরি জেলায় 2 হাজার মিটারের অধিক উচ্চতায় হিমানী সম্প্রপাতের আশঙ্কা থাকলেও তার প্রভাব অত্যন্ত মৃদু হবে ৷ এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ৷ সকলকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে এলাকাগুলিতে মাঝেমধ্যেই তুষারধস নামে, সেইসব এলাকায় বাসিন্দারা যাতে না যান, সেই আবেদনও করা হয়েছে ৷

ক্যামেরাবন্দি সোনমার্গে তুষারঝড়ের দৃশ্য
লাগাতার তুষারপাতে বিপত্তি

শ্রীনগর, 14 জানুয়ারি: ভারী তুষারপাতের জেরে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর ৷ এরই মধ্য়ে সামনে এল এক ভয়ঙ্কর সুন্দর ভিডিয়ো ! শনিবার উত্তর কাশ্মীরের (North Kashmir) বান্দিপোরার গুরেজ উপত্যকায় হিমানী সম্প্রপাতের (Avalanche hits Gurez Valley) ঘটনা ঘটে ৷ সেই মুহূর্তের ছবিই ধরা পড়েছে ওই ভিডিয়োয় ৷ তাতে দেখা গিয়েছে, গোটা এলাকা ঢাকা পড়েছে শ্বেতশুভ্র তুষারে ৷ আর তার মধ্যে দিয়েই প্রবল খরস্রোতা পার্বত্য নদীর মতো ধেয়ে আসছে আলগা হয়ে যাওয়া হিমবাহ ! সেই দৃশ্য যতটা সুন্দর, ততটাই ভয়ের ! তবে এই ঘটনায় কেউ হতাহত হননি ৷

একই ছবি ধরা পড়েছে মধ্য কাশ্মীরে সোনমার্গের সারবালে ৷ সেখানে ভয়ংকর তুষারঝড়ে কোন ক্ষয়ক্ষতির খবর না-এলেও সেই ভয়ানক-সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে ৷ গান্দেরবাল জেলায় তুষারঝড়ের পরিস্থিতি নজর রাখছে পুলিশ এবং এসডিআরএফ ৷

এদিকে, লাগাতার তুষারপাতের জেরে এদিনই উচ্চ সতর্কতা জারি করেছে জম্মু-কাশ্মীর প্রশাসন (High Danger Alert in Jammu and Kashmir) ৷ আশঙ্কা করা হচ্ছে, উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলায় আবারও যেকোনও সময় হিমানী সম্প্রপাতের ঘটনা ঘটতে পারে ৷ কুপওয়ারা-সহ সব মিলিয়ে মোট 12টি জেলায় এই সতর্কতা কার্যকর করা হয়েছে ৷ উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই উপত্যকার এই অঞ্চলে লাগাতার তুষারপাত হচ্ছে ৷

আরও পড়ুন: সিমলায় তুষারপাত, কুফরির পর্যটকরা মাতলেন বরফ নিয়ে, দেখুন ভিডিয়ো

এর পাশাপাশি, বান্দিপোরা, বারামুলা, ডোডা, গান্ডেরওয়াল, কিশতওয়ার, পুঞ্চ, রামবাণ ও রেসাই জেলায় মধ্যম সতর্কতা জারি করা হয়েছে ৷ রাজ্য বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের তরফ থেকে এই সতর্কতা জারি করা হয়েছে ৷ প্রশাসনের পক্ষ থেকে এক আধিকারিক এই প্রসঙ্গে জানিয়েছেন, "আগামী 24 ঘণ্টার মধ্যে কুপওয়ারা জেলার অন্তর্গত 2 হাজার মিটারের বেশি উচ্চতাসম্পন্ন পার্বত্য এলাকায় হিমানী সম্প্রপাত ঘটতে পারে ৷ সেক্ষেত্রে ক্ষয়ক্ষতিও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, বান্দিপোরা, বারামুলা, ডোডা, গান্ডেরওয়াল, কিশতওয়ার, পুঞ্চ, রামবাণ ও রেসাই জেলাতেও হিমবাহের স্খলন হতে পারে ৷ কিন্তু, এই জায়গাগুলিতে তার প্রভাব মাঝারি ধরনের হবে ৷"

ওই একই আধিকারিক জানিয়েছেন, অনন্তনাগ, কুলগাম এবং রাজৌরি জেলায় 2 হাজার মিটারের অধিক উচ্চতায় হিমানী সম্প্রপাতের আশঙ্কা থাকলেও তার প্রভাব অত্যন্ত মৃদু হবে ৷ এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন ৷ সকলকে বাড়িতে নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে এলাকাগুলিতে মাঝেমধ্যেই তুষারধস নামে, সেইসব এলাকায় বাসিন্দারা যাতে না যান, সেই আবেদনও করা হয়েছে ৷

Last Updated : Jan 14, 2023, 11:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.