ETV Bharat / bharat

দিল্লিতে 'গলি ক্রিকেট' খেললেন অজি ডেপুটি পিএম; চেখে দেখলেন রাস্তার লেবুজল, রাম লাড্ডু - অজি ডেপুটি পিএম

ভারত সফরে এ দেশের ঐতিহ্যে মজলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস ৷ সোমবার তিনি রাজধানীর রাস্তার ধারের লেবু-জল পান করলেন ৷ খেলেন জনপ্রিয় ভারতীয় মিষ্টি রাম লাড্ডু ৷

Australian Deputy PM Richard Marles
দিল্লিতে 'গলি ক্রিকেট' খেললেন অজি ডেপুটি পিএম
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 8:01 PM IST

Updated : Nov 20, 2023, 8:43 PM IST

দিল্লির রাস্তায় লেবুজল চেখে দেখলেন অজি ডেপুটি পিএম

নয়াদিল্লি, 20 নভেম্বর: ভারত সফরে এসে দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস ৷ স্থানীয় স্বাদ ভাগ করে নিয়ে তিনি ভারতের ঐতিহ্যের সঙ্গে জুড়ে যাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করলেন ৷ দিল্লিতে তিনি চেখে দেখলেন রাস্তার ধারের নিম্বু পানি ও ঐতিহ্যবাহী রাম লাড্ডু ৷ রাস্তায় নেমে গলি ক্রিকেটও খেললেন রিচার্ড মার্লেস ৷

দেশ বিশ্বকাপ জেতার পর ফুরফুরে মেজাজে আছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেস ৷ তাঁর এ দেশে সফরের যে দিকটি দেশবাসীর মন ছুঁয়ে গেল তা হল, ভারতের ঐতিহ্যের প্রতি তাঁর ভালোবাসা ৷ খুব সাধারণ রাস্তার খাবারের প্রতি তাঁর আগ্রহ দেখা গিয়েছে । মার্লেস রাস্তার পাশের একটি স্টল থেকে 'নিম্বু পানি'তে চুমুক দিয়েছেন ৷ সোমবার স্থানীয় ঐতিহ্যের সঙ্গে একাত্ম্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার । মার্লেস 'রাম লাড্ডু'-এর স্বাদও নিতে ছাড়েননি ৷ এটি ভারতের সুস্বাদু খাবারের আর একটি ডেলিকেসি ৷ ভারতীয় খাবারের স্বাদ নেওয়ার পর তিনি তার দাম মেটান ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ৷ এ ব্যাপারে তাঁকে সহায়তা করেন আধিকারিকরা ৷

এছাড়াও অরুণ জেটলি স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় মাতেন অস্ট্রেলিয়ার এই নেতা ৷ তবে শুধু কথাবার্তাই নয়, 'গলি ক্রিকেট' খেলতে সটান নেমে পড়েন অস্ট্রেলীয় ডেপুটি প্রাইম মিনিস্টার ৷ 14 থেকে 18 বছর বয়সি তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে শুরু করেন তিনি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানিয়ে মার্লেস স্টেডিয়ামে পুষ্পস্তবক অর্পণ করেন ।

আর দিনের শেষে বিদেশমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে মার্লেস জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, যা দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের বার্তা বহন করে ৷

ভারত-অস্ট্রেলিয়া 2+2 সংলাপ

এ দেশে সফরে মার্লেস ও পেনি ওং-এর কূটনৈতিক এজেন্ডার মধ্যে অন্যতম ভারত-অস্ট্রেলিয়া 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ৷ তাঁদের ভারতীয় সমকক্ষ বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে তাঁদের বৈঠক । কৌশলগত, প্রতিরক্ষা এবং নিরাপত্তা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে চলেছে এই বৈঠক ৷ যার লক্ষ্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা ।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করছে, যা এই অঞ্চলের ভবিষ্যৎকে যৌথভাবে গঠন করার সুযোগ প্রদান করছে ।

সোমবার দিল্লিতে হতে চলেছে দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ৷ দুই দেশের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্বকে উন্নীত করে পারস্পরিক স্বার্থে গভীর সহযোগিতা এবং বিন্যাসের পথকে এই বৈঠক অগ্রসর করবে বলে আশা করা হচ্ছে ।

দিল্লির রাস্তায় লেবুজল চেখে দেখলেন অজি ডেপুটি পিএম

নয়াদিল্লি, 20 নভেম্বর: ভারত সফরে এসে দেশের সংস্কৃতির সঙ্গে মিশে গেলেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার তথা প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস ৷ স্থানীয় স্বাদ ভাগ করে নিয়ে তিনি ভারতের ঐতিহ্যের সঙ্গে জুড়ে যাওয়ার প্রতি আগ্রহ প্রকাশ করলেন ৷ দিল্লিতে তিনি চেখে দেখলেন রাস্তার ধারের নিম্বু পানি ও ঐতিহ্যবাহী রাম লাড্ডু ৷ রাস্তায় নেমে গলি ক্রিকেটও খেললেন রিচার্ড মার্লেস ৷

দেশ বিশ্বকাপ জেতার পর ফুরফুরে মেজাজে আছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার রিচার্ড মার্লেস ৷ তাঁর এ দেশে সফরের যে দিকটি দেশবাসীর মন ছুঁয়ে গেল তা হল, ভারতের ঐতিহ্যের প্রতি তাঁর ভালোবাসা ৷ খুব সাধারণ রাস্তার খাবারের প্রতি তাঁর আগ্রহ দেখা গিয়েছে । মার্লেস রাস্তার পাশের একটি স্টল থেকে 'নিম্বু পানি'তে চুমুক দিয়েছেন ৷ সোমবার স্থানীয় ঐতিহ্যের সঙ্গে একাত্ম্য হওয়ার ইচ্ছে প্রকাশ করেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টার । মার্লেস 'রাম লাড্ডু'-এর স্বাদও নিতে ছাড়েননি ৷ এটি ভারতের সুস্বাদু খাবারের আর একটি ডেলিকেসি ৷ ভারতীয় খাবারের স্বাদ নেওয়ার পর তিনি তার দাম মেটান ইউপিআই ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ৷ এ ব্যাপারে তাঁকে সহায়তা করেন আধিকারিকরা ৷

এছাড়াও অরুণ জেটলি স্টেডিয়ামে তরুণ ক্রিকেটারদের সঙ্গে আলাপচারিতায় মাতেন অস্ট্রেলিয়ার এই নেতা ৷ তবে শুধু কথাবার্তাই নয়, 'গলি ক্রিকেট' খেলতে সটান নেমে পড়েন অস্ট্রেলীয় ডেপুটি প্রাইম মিনিস্টার ৷ 14 থেকে 18 বছর বয়সি তরুণ খেলোয়াড়দের সঙ্গে খেলতে শুরু করেন তিনি ৷ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলিকে শ্রদ্ধা জানিয়ে মার্লেস স্টেডিয়ামে পুষ্পস্তবক অর্পণ করেন ।

আর দিনের শেষে বিদেশমন্ত্রী পেনি ওং-এর সঙ্গে মার্লেস জাতীয় যুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন, যা দুই দেশের মধ্যে সুদৃঢ় সম্পর্কের বার্তা বহন করে ৷

ভারত-অস্ট্রেলিয়া 2+2 সংলাপ

এ দেশে সফরে মার্লেস ও পেনি ওং-এর কূটনৈতিক এজেন্ডার মধ্যে অন্যতম ভারত-অস্ট্রেলিয়া 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ৷ তাঁদের ভারতীয় সমকক্ষ বিদেশমন্ত্রী এস জয়শংকর এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর সঙ্গে তাঁদের বৈঠক । কৌশলগত, প্রতিরক্ষা এবং নিরাপত্তা আলোচনার জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে চলেছে এই বৈঠক ৷ যার লক্ষ্য ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করা ।

একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ভারত-অস্ট্রেলিয়া সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসাবে কাজ করছে, যা এই অঞ্চলের ভবিষ্যৎকে যৌথভাবে গঠন করার সুযোগ প্রদান করছে ।

সোমবার দিল্লিতে হতে চলেছে দ্বিতীয় ভারত-অস্ট্রেলিয়া 2+2 মন্ত্রী পর্যায়ের বৈঠক ৷ দুই দেশের মধ্যে আরও শক্তিশালী অংশীদারিত্বকে উন্নীত করে পারস্পরিক স্বার্থে গভীর সহযোগিতা এবং বিন্যাসের পথকে এই বৈঠক অগ্রসর করবে বলে আশা করা হচ্ছে ।

Last Updated : Nov 20, 2023, 8:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.