মুজফ্ফরপুর (বিহার), 9 এপ্রিল: কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাইয়ের কনভয়ে হামলার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বিহারের মুজফ্ফরপুরে দেওরিয়া থানার অন্তর্গত বিশুনপুর সরিয়া চকের কাছে ৷ মতিহারির সরোতর থেকে পাটনায় ফিরছিলেন স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই ৷ তবে, এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর কোনও ক্ষতি হয়নি ৷ শনিবার সন্ধ্যায় মতিহারি থেকে ফেরার পথে ওই যুবক একটি লাঠি নিয়ে কনভয়ের সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে পড়েন ৷ কিন্তু, কনভয়ের সামনে নিরাপত্তারক্ষীদের গাড়ি থাকায় মন্ত্রীর বা তাঁর গাড়িতে কোনও ক্ষতি হয়নি ৷
তবে, স্থানীয় সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে ৷ কনভয়ের সামনের গাড়িতে লাঠি দিয়ে আঘাত করেছিলেন ওই যুবক ৷ যে ঘটনায় কনভয়ের দু’টি গাড়ির কাচ ভেঙে গিয়েছে বলে খবর ৷ তবে, পুলিশের তরফে এই ঘটনা নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি ৷ এমনকী মন্ত্রীর কনভয়ের গাড়ির কাচ ভাঙার বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি ৷ তবে, প্রশ্ন উঠছে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে অতর্কিতে কীভাবে কেউ হামলা চালাতে পারে ? মন্ত্রীর কনভয়ের আশেপাশে নিরাপত্তা ব্যবস্থা কি তাহলে সেভাবে ছিল না ?
-
किसी भी प्रकार से कोई भी कार्केट की गाड़ी को क्षति नहीं पहुचाई गई और ना ही कोई वाहन क्षतिग्रस्त हुई हैं या अन्य किसी भी प्रकार की कोई क्षति नहीं हुई हैं। खबर पुरी तरह से भ्रामक है, जिला पुलिस इसका खंडन करती हैं।
— Muzaffarpur Police (@MuzaffarpurPol3) April 9, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">किसी भी प्रकार से कोई भी कार्केट की गाड़ी को क्षति नहीं पहुचाई गई और ना ही कोई वाहन क्षतिग्रस्त हुई हैं या अन्य किसी भी प्रकार की कोई क्षति नहीं हुई हैं। खबर पुरी तरह से भ्रामक है, जिला पुलिस इसका खंडन करती हैं।
— Muzaffarpur Police (@MuzaffarpurPol3) April 9, 2023किसी भी प्रकार से कोई भी कार्केट की गाड़ी को क्षति नहीं पहुचाई गई और ना ही कोई वाहन क्षतिग्रस्त हुई हैं या अन्य किसी भी प्रकार की कोई क्षति नहीं हुई हैं। खबर पुरी तरह से भ्रामक है, जिला पुलिस इसका खंडन करती हैं।
— Muzaffarpur Police (@MuzaffarpurPol3) April 9, 2023
এ নিয়ে পুলিশের তরফে কোনও মন্তব্য করতে চাওয়া হয়নি ৷ তবে, ঘটনার জেরে নিত্যানন্দ রাইয়ের কনভয় থেমে যায় ৷ নিরাপত্তারক্ষীরা কনভয়ের সামনে থেকে যুবককে সরিয়ে দেন এবং গাড়ির গতি বাড়িয়ে সেখান থেকে মন্ত্রীকে সোজা পাটনা নিয়ে যাওয়া হয় ৷ নিরাপত্তারক্ষীদের তৎপরতার কারণেই মন্ত্রীর গাড়ি পর্যন্ত ওই যুবক পৌঁছাতে পারেননি ৷ তবে, একবার মন্ত্রীর গাড়ি পর্যন্ত পৌঁছে গেলে, বড় বিপদ ঘটে যেতে পারত ৷
আরও পড়ুন: উত্তপ্ত দিনহাটা, ভাঙল নিশীথ প্রামাণিকের গাড়ির কাঁচ; এলাকায় বোমাবাজি
তবে, এই ঘটনায় মুজফ্ফরপুর জেলা পুলিশের তরফে দাবি করা হয়েছে, কোনও গাড়ির ক্ষতি হয়নি এই হামলার জেরে ৷ হামলাকারী যুবক কে ? কেন তিনি হামলা চালালেন ? এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ ওই যুবককে আটক বা গ্রেফতার করা হয়েছে কিনা, সেনিয়েও কোনও তথ্য পুলিশের তরফে জানানো হয়নি ৷