ETV Bharat / bharat

Rakesh Tikait Attack Case : কন্নড় ভাষায় কেন কথা বলেননি ? রাগে টিকায়েতের মুখে কালি অভিযুক্তের !

author img

By

Published : Jun 2, 2022, 2:05 PM IST

সোমবার বেঙ্গালুরুতে কৃষকদের একটি সভা চলাকালীন আক্রান্ত হন কৃষক নেতা রাকেশ টিকায়েত ৷ তাঁর মুখে ও গায়ে কালি মাখিয়ে দেওয়া হয় (Attack on Rakesh Tikait) ৷

Rakesh Tikait Attack investigation
কৃষক নেতা রাকেশ টিকায়েত

বেঙ্গালুরু, 6 জুন : কৃষক নেতা রাকেশ টিকায়েতের মুখে কালি লাগিয়ে দেওয়ার ঘটনায় নয়া মোড় (investigation on Rakesh Tikait Attack Case) ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত 3 ব্যক্তি জানিয়েছে বেঙ্গালুরুতে এসে কন্নড় ভাষায় কথা না বলায় তারা সোমবার ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকাশ টিকায়েতকে আক্রমণ করেছিল ৷ তবে পুলিশের আধিকারিকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে এই মন্তব্য করে থাকতে পারে অভিযুক্তরা ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷

টিকায়েতকে আক্রমণের ঘটনায় ভরত শেট্টি, শিবকুমার ও প্রদীপ নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ ৷ 6 দিনের পুলিশি হেফাজত হয়েছে ধৃতদের ৷ জানা গিয়েছে, রাকেশ টিকায়েতকে আক্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে স্লোগান দিচ্ছিল এই তিন ব্যক্তি ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়েও তারা এই স্লোগান দিচ্ছিলেন ৷

আরও পড়ুন : দেশে নেই রাহুল, আজ ইডি-দফতরে হাজিরা দিলেন না কংগ্রেস সাংসদ

তদন্তে নেমে এই তিন ব্যক্তির আগের অপরাধের কথা জানতে পেরেছে পুলিশ ৷ শিবকুমার রাকেশ টিকায়েত ও অন্যান্য কৃষক নেতাদের উপর আগেও হামলা করেছে ৷ অন্য একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাও হয় তার ৷ কিন্তু 2015 সালে জেলে ভাল ব্যবহারের জন্য সে ছাড়া পেয়ে যায় ৷ ছাড়া পাওয়ার পর সে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতিবাদ মিছিলে অংশ নিতে শুরু করে ৷ অপর ধৃত ব্যক্তি প্রদীপ পেশায় ক্যাব চালক ৷ সেই রাকেশ টিকায়েতের গায়ে কালি দিয়েছিল ৷

বেঙ্গালুরু, 6 জুন : কৃষক নেতা রাকেশ টিকায়েতের মুখে কালি লাগিয়ে দেওয়ার ঘটনায় নয়া মোড় (investigation on Rakesh Tikait Attack Case) ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ধৃত 3 ব্যক্তি জানিয়েছে বেঙ্গালুরুতে এসে কন্নড় ভাষায় কথা না বলায় তারা সোমবার ভারতীয় কিষান ইউনিয়নের নেতা রাকাশ টিকায়েতকে আক্রমণ করেছিল ৷ তবে পুলিশের আধিকারিকরা মনে করছেন, তদন্ত প্রক্রিয়াকে বিভ্রান্ত করতে এই মন্তব্য করে থাকতে পারে অভিযুক্তরা ৷ সবদিক খতিয়ে দেখা হচ্ছে ৷

টিকায়েতকে আক্রমণের ঘটনায় ভরত শেট্টি, শিবকুমার ও প্রদীপ নামে তিন ব্যক্তিকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ ৷ 6 দিনের পুলিশি হেফাজত হয়েছে ধৃতদের ৷ জানা গিয়েছে, রাকেশ টিকায়েতকে আক্রমণের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম করে স্লোগান দিচ্ছিল এই তিন ব্যক্তি ৷ পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের যখন ধরে নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময়েও তারা এই স্লোগান দিচ্ছিলেন ৷

আরও পড়ুন : দেশে নেই রাহুল, আজ ইডি-দফতরে হাজিরা দিলেন না কংগ্রেস সাংসদ

তদন্তে নেমে এই তিন ব্যক্তির আগের অপরাধের কথা জানতে পেরেছে পুলিশ ৷ শিবকুমার রাকেশ টিকায়েত ও অন্যান্য কৃষক নেতাদের উপর আগেও হামলা করেছে ৷ অন্য একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাও হয় তার ৷ কিন্তু 2015 সালে জেলে ভাল ব্যবহারের জন্য সে ছাড়া পেয়ে যায় ৷ ছাড়া পাওয়ার পর সে একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন প্রতিবাদ মিছিলে অংশ নিতে শুরু করে ৷ অপর ধৃত ব্যক্তি প্রদীপ পেশায় ক্যাব চালক ৷ সেই রাকেশ টিকায়েতের গায়ে কালি দিয়েছিল ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.