ETV Bharat / bharat

Kanpur Fire: কানপুরে ভস্মীভূত 500 দোকান, অন্তত 100 কোটির ক্ষতি ! - আগুন

উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড ! ভস্মীভূত হয়ে গেল অন্তত 500টি দোকান ৷ ক্ষয়ক্ষতির পরিমাণ কমপক্ষে 100 কোটি টাকা ৷

at least 500 shops gutted in massive fire in Kanpur
তখনও আগুন জ্বলছে
author img

By

Published : Mar 31, 2023, 3:52 PM IST

কানপুর, 31 মার্চ: ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত 500টি দোকান ! শুক্রবার (31 মার্চ, 2023) রাত 2টো (2 এএম) নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ৷ স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ৷ এই এলাকায় পরপর বেশ কয়েকটি বাণিজ্যিক বহুতল রয়েছে ৷ তাতে রয়েছে অসংখ্য দোকান ৷ সেই বহুতলগুলির একটিতেই প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে বাকিগুলিতে ৷ এই ঘটনায় অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

সূত্রের খবর, অধিকাংশ দোকানেই প্রচুর পরিমাণে দাহ্য পণ্য মজুত করে রাখা ছিল ৷ এবং দোকানগুলিও একেবারেই পরস্পরের সঙ্গে ঘেঁষে রয়েছে ৷ ফলে অত্যন্ত দ্রুত সেই আগুন প্রথম বহুতলের সর্বত্র ছড়িয়ে পড়ে ৷ তারপর তা অন্য বহুতলগুলিকেও গ্রাস করে ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বহুতল ৷

  • कानपुर कपड़ा मंडी में लगी आग, पहले से ही नोटबंदी, जीएसटी के छापों व मंदी की मार झेल रहे व्यापारियों के लिए आर्थिक व मानसिक रूप से एक और गहरी मार है। उप्र भाजपा सरकार व्यापारियों को हुई हानि का तत्काल आंकलन कर सच्चे मुआवज़े की तुरंत घोषणा करे। दमकल की क्षमता का भी आंकलन हो। pic.twitter.com/1DKpfyFRl9

    — Akhilesh Yadav (@yadavakhilesh) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ৷ যে বহুতলে আগুন লেগেছিল, সেটির নাম আফাক রসুল টাওয়ার ৷ সেখান থেকে আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পাশের মকসুদ কমপ্লেক্স, হামরাজ কমপ্লেক্স এবং নফিস টাওয়ারে ৷ এই চারটি বাণিজ্যিক বহুতলে সব মিলিয়ে প্রায় 500টি দোকান রয়েছে ৷ সেগুলি সবই পুড়ে ছাড়খাড় হয়ে যায় ৷ সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় এই এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল ৷ তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহরের যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) আনন্দ প্রকাশ তিওয়ারি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরই একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

আরও পড়ুন: মুম্বইয়ের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন, মৃত 1

আনন্দ জানান, এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নেভাতে অন্য়ান্য জেলা থেকেও দমকলকর্মীদের নিয়ে আসা হয় ৷ ভোররাতেই পাশের বিভিন্ন জেলা যেমন- কানপুর দেহাত, উন্নাও, লখনউ এবং কনৌজ থেকে দমকলকর্মীদের পাঠানো হয় ৷ তাঁরা সকলে মিলে ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ পুলিশ ও দমকলের অভিযোগ, ক্ষতিগ্রস্ত চারটি বহুতলের একটিতেও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷

কানপুর, 31 মার্চ: ভোররাতের ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল অন্তত 500টি দোকান ! শুক্রবার (31 মার্চ, 2023) রাত 2টো (2 এএম) নাগাদ ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের কানপুরের বাঁশমান্ডি এলাকায় ৷ স্থানীয় প্রশাসনের এক আধিকারিক সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ৷ এই এলাকায় পরপর বেশ কয়েকটি বাণিজ্যিক বহুতল রয়েছে ৷ তাতে রয়েছে অসংখ্য দোকান ৷ সেই বহুতলগুলির একটিতেই প্রথমে আগুন লাগে ৷ তারপর তা ছড়িয়ে পড়ে বাকিগুলিতে ৷ এই ঘটনায় অন্তত 100 কোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে ৷

সূত্রের খবর, অধিকাংশ দোকানেই প্রচুর পরিমাণে দাহ্য পণ্য মজুত করে রাখা ছিল ৷ এবং দোকানগুলিও একেবারেই পরস্পরের সঙ্গে ঘেঁষে রয়েছে ৷ ফলে অত্যন্ত দ্রুত সেই আগুন প্রথম বহুতলের সর্বত্র ছড়িয়ে পড়ে ৷ তারপর তা অন্য বহুতলগুলিকেও গ্রাস করে ৷ আগুনের লেলিহান শিখায় ক্ষতিগ্রস্ত হয় আশপাশের আরও বহুতল ৷

  • कानपुर कपड़ा मंडी में लगी आग, पहले से ही नोटबंदी, जीएसटी के छापों व मंदी की मार झेल रहे व्यापारियों के लिए आर्थिक व मानसिक रूप से एक और गहरी मार है। उप्र भाजपा सरकार व्यापारियों को हुई हानि का तत्काल आंकलन कर सच्चे मुआवज़े की तुरंत घोषणा करे। दमकल की क्षमता का भी आंकलन हो। pic.twitter.com/1DKpfyFRl9

    — Akhilesh Yadav (@yadavakhilesh) March 31, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে ৷ যে বহুতলে আগুন লেগেছিল, সেটির নাম আফাক রসুল টাওয়ার ৷ সেখান থেকে আগুন ক্রমে ছড়িয়ে পড়ে পাশের মকসুদ কমপ্লেক্স, হামরাজ কমপ্লেক্স এবং নফিস টাওয়ারে ৷ এই চারটি বাণিজ্যিক বহুতলে সব মিলিয়ে প্রায় 500টি দোকান রয়েছে ৷ সেগুলি সবই পুড়ে ছাড়খাড় হয়ে যায় ৷ সংশ্লিষ্ট সরকারি আধিকারিক জানিয়েছেন, অগ্নিকাণ্ডের সময় এই এলাকায় ঝোড়ো হাওয়া বইছিল ৷ তাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে ৷

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন শহরের যুগ্ম পুলিশ কমিশনার (আইন-শৃঙ্খলা) আনন্দ প্রকাশ তিওয়ারি ৷ সংবাদ সংস্থা পিটিআইকে তিনি জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ার পরই একের পর এক দমকলের গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয় ৷ দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা ৷

আরও পড়ুন: মুম্বইয়ের একটি বৈদ্যুতিক সামগ্রীর দোকানে আগুন, মৃত 1

আনন্দ জানান, এই আগুন এতটাই ভয়াবহ ছিল যে তা নেভাতে অন্য়ান্য জেলা থেকেও দমকলকর্মীদের নিয়ে আসা হয় ৷ ভোররাতেই পাশের বিভিন্ন জেলা যেমন- কানপুর দেহাত, উন্নাও, লখনউ এবং কনৌজ থেকে দমকলকর্মীদের পাঠানো হয় ৷ তাঁরা সকলে মিলে ঘণ্টার পর ঘণ্টা লড়াই করে আগুন নিয়ন্ত্রণে আনেন ৷ পুলিশ ও দমকলের অভিযোগ, ক্ষতিগ্রস্ত চারটি বহুতলের একটিতেও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.