ETV Bharat / bharat

Lucknow Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল ট্রাক্টর-ট্রলি, মৃত কমপক্ষে 10 - লখনউয়ের খবর

উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে ভয়াবহ পথদুর্ঘটনা (Lucknow Road Accident) ৷ রাস্তার পাশের পুকুরে উলটে গেল একটি ট্রাক্টর-ট্রলি ৷ প্রাণ গেল কমপক্ষে 10 জনের ৷

at least 10 people lost lives in Lucknow Road Accident
Lucknow Road Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উলটে গেল ট্রাক্টর-ট্রলি, মৃত কমপক্ষে 10
author img

By

Published : Sep 26, 2022, 3:51 PM IST

লখনউ, 26 সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে গেল একটি ট্রাক্টর-ট্রলি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ মৃতদের মধ্যে আটজন মহিলা ছাড়াও রয়েছে দু'টি শিশু ৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইতৌনজা থেকে কুমহরাবনের দিকে যাচ্ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে প্রচুর মানুষ সওয়ার ছিলেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রীসংখ্যা ছিল কমপক্ষে 47 ৷ দ্রুতগতিতে আসা গাড়িটির চাকা হঠাৎ করে পিছলে যায় ৷ তাতেই নিয়ন্ত্রণ হারান চালক ৷ যাত্রীবোঝাই অবস্থাতেই পুকুরে উলটে পড়ে ট্রাক্টর-ট্রলিটি ৷ প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান ৷ মূলত তাঁদের তৎপরতাতেই 37 জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় ৷ আটজন মহিলা ও দু'টি শিশুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ৷ এরপর ওই গাড়িতে সওয়ার সকলকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা 10 জনকে মৃত ঘোষণা করেন ৷ বাকিদের ওই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: হিমাচলের সিরমৌরে ভূমিধসে মৃত একই পরিবারের 4 শিশু-সহ 5 জন

লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিং এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, "সোমবার সকালে ইতৌনজা এলাকার একটি পুকুরে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর-ট্রলি উলটে পড়ে যায় ৷ ওই যাত্রীরা একটি মন্দিরে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ 37 জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁরা সকলেই সুস্থ রয়েছেন ৷ তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্য 10 জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷"

শেষ পাওয়া খবর অনুসারে, এখনও দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ জারি রয়েছে ৷ যদি আরও কেউ পুকুরে পড়ে থাকেন, সেই আশঙ্কাতেই ওই জলাধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলার বাহিনীর (SDRF) সদস্যরা ৷

লখনউ, 26 সেপ্টেম্বর: নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে উলটে গেল একটি ট্রাক্টর-ট্রলি ৷ ঘটনায় এখনও পর্যন্ত 10 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ মৃতদের মধ্যে আটজন মহিলা ছাড়াও রয়েছে দু'টি শিশু ৷ সোমবার সকালে দুর্ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লখনউয়ে (Lucknow Road Accident) ৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি ইতৌনজা থেকে কুমহরাবনের দিকে যাচ্ছিল ৷ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়িটিতে প্রচুর মানুষ সওয়ার ছিলেন ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, যাত্রীসংখ্যা ছিল কমপক্ষে 47 ৷ দ্রুতগতিতে আসা গাড়িটির চাকা হঠাৎ করে পিছলে যায় ৷ তাতেই নিয়ন্ত্রণ হারান চালক ৷ যাত্রীবোঝাই অবস্থাতেই পুকুরে উলটে পড়ে ট্রাক্টর-ট্রলিটি ৷ প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান ৷ মূলত তাঁদের তৎপরতাতেই 37 জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয় ৷ আটজন মহিলা ও দু'টি শিশুকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় ৷ এরপর ওই গাড়িতে সওয়ার সকলকেই স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই চিকিৎসকরা 10 জনকে মৃত ঘোষণা করেন ৷ বাকিদের ওই স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসা চলছে ৷

আরও পড়ুন: হিমাচলের সিরমৌরে ভূমিধসে মৃত একই পরিবারের 4 শিশু-সহ 5 জন

লখনউ রেঞ্জের আইজি লক্ষ্মী সিং এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, "সোমবার সকালে ইতৌনজা এলাকার একটি পুকুরে একটি যাত্রীবোঝাই ট্রাক্টর-ট্রলি উলটে পড়ে যায় ৷ ওই যাত্রীরা একটি মন্দিরে যাচ্ছিলেন ৷ দুর্ঘটনার খবর পাওয়ার পরই রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ঘটনাস্থলে পাঠানো হয় ৷ 37 জনকে জীবন্ত উদ্ধার করা সম্ভব হয়েছে ৷ তাঁরা সকলেই সুস্থ রয়েছেন ৷ তবে, হাসপাতালে নিয়ে যাওয়ার পর অন্য 10 জনকে মৃত বলে ঘোষণা করেছেন চিকিৎসকরা ৷"

শেষ পাওয়া খবর অনুসারে, এখনও দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজ জারি রয়েছে ৷ যদি আরও কেউ পুকুরে পড়ে থাকেন, সেই আশঙ্কাতেই ওই জলাধারে তল্লাশি চালিয়ে যাচ্ছেন বিপর্যয় মোকাবিলার বাহিনীর (SDRF) সদস্যরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.