নয়াদিল্লি, 27 মার্চ : রাজ্য়গুলির কোভিড পরিস্থিত নিয়ে আলোচনার জন্য় একটি উচ্চ পর্যায়ে বৈঠক করল কেন্দ্রীয় সরকার ৷ সেখানে দিল্লি, মহারাষ্ট্র , পশ্চিমবঙ্গ, তামিলনাডু, হরিয়ানা সহ 12টি রাজ্য়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন ৷
ফের বাড়তে থাকা করোনা সংক্রমণ কীভাবে কমানো সম্ভব তা নিয়ে আলোচনার হয় ৷ মূলত 5টি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে আজকের বৈঠকে ৷ প্রথমত, প্রচুর পরিমাণে টেস্ট করার জন্য় নির্দেশ দেওয়া হয়েছে ৷ দ্বিতীয়ত করোনা আক্রান্তদের আইসোলেশন এবং কন্টাক্ট ট্রেসিংয়ের উপর জোর দেওয়ার কথা বলা হয়েছে ৷ তৃতীয়ত স্বাস্থ্য়কর্মীদের প্রস্তুত রাখা ৷ চতুর্থত, সাধারণ মানুষ কোভিড প্রটোকল মেনে চলছে কিনা তার দিকে নজর রাখা এবং সবশেষে বলা হয়ে করোনা টিকাকরণ আরও দ্রুত হারে করা ৷
আরও পড়ুন- 5 মাস পর ফের 60 হাজারের গণ্ডি ছাড়াল করোনা
ওই বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য় সচিব রাজেশ ভূষণ ৷ কোন কোন জেলায় করোনা আক্রান্ত বাড়ছে তার একটি তালিকা প্রস্তুত করার নির্দেশ দেন তিনি ৷ এবং সেই জেলাগুলি থেকে করোনা না ছড়ায় তার দিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে ৷
করোনা আক্রান্তের সংখ্য়া দিন দিন বাড়তে থাকায় চিন্তা বেড়েছে কেন্দ্রর ৷ আজ সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য়মন্ত্রকের তরফে যে তথ্য় প্রকাশ করা হয়েছে তাতে করোনা আক্রান্তের সংখ্য়া প্রায় 60 হাজার ছাড়িয়েছে ৷ আর তারপরেই এই বৈঠক অত্য়ন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা ৷